|
|
|
|
এ বার কেরলে চিরাগ ইউনাইটেড |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ভাল বিদেশি ফুটবলারের খোঁজে কোচকে বিদেশে পাঠাতে চাইছে চিরাগ ইউনাইটেড কেরল। চিরাগ কর্তা কৌস্তুভ রায় আই লিগের দল ভিভা কেরলের ৫০ শতাংশেরও বেশি শেয়ার কেনার পর এই নামেই খেলতে দেখা যাবে দলটিকে। শনিবার শহরে সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন তিনি।
এ বছর কেরলে খেললেও চিরাগ কর্তা চান, তাঁর নতুন দলকে ভবিষ্যতে কলকাতায় নিয়ে আসতে। কেরলের কোচি এবং তিরুবনন্তপুরমে আই লিগের হোম ম্যাচ খেলবে চিরাগ ইউনাইটেড কেরল। তবে এ বারই ফেডারেশন কাপের আগে কল্যাণী স্টেডিয়ামে আবাসিক শিবিরের পরিকল্পনা আছে চিরাগের। তার আগে কোচ উন্নিকৃষ্ণনের অধীনে কান্নুরে অনুশীলন শুরু হয়ে যাচ্ছে।
ভিভা কেরলের গত বারের কয়েক জন ফুটবলার থাকছেন নতুন দলেও। ঘানার চার্লস জিসা-কে রেখে দেওয়া হচ্ছে। কৌস্তুভ বললেন, “অন্য দু’জন বিদেশির জন্য চমক থাকছে।” এ ছাড়া তাঁর আগের ক্লাব ইউনাইটেড স্পোর্টিং থেকে ডেনসন দেবদাস, অর্ণব মণ্ডল-সহ তিন ফুটবলারকে নিজেদের ফুটবলার বলে দাবি জানিয়ে চিরাগ ইউনাইটেড কেরল-এ চাইছেন কৌস্তুভ। ইউনাইটেড স্পোর্টিংয়ের প্রেসিডেন্ট উৎপল গঙ্গোপাধ্যায় অবশ্য বললেন, “চিরাগের পক্ষ থেকে চিঠি পেলে তখন জবাব দেব।” বিশ্বস্ত সূত্রের খবর, চিরাগের ওই তিন ফুটবলার পাওয়ার সম্ভাবনা কম। চিরাগ ইউনাইটেড কেরলের টিডি সুব্রত ভট্টাচার্য জানালেন, এখনও টিম দেখা হয়নি। অনুষ্ঠানে ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত, চিরাগের আর এক কর্তা শিবাজী পাঁজা, প্রাক্তন ফুটবলার গৌতম সরকার ও প্রশান্ত বন্দ্যোপাধ্যায় হাজির ছিলেন। |
|
|
|
|
|