টুকরো খবর
|
মেসিরা নামার আগে অন্য চমক
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মেসি-তেভেজের আর্জেন্তিনার মাঠে নেমে ঝলক দেখানোর আগে ২ সেপ্টেম্বর যুবভারতীতে হয়তো ‘আকাশগঙ্গা’ বা ‘ডেয়ারডেভিলস’-এর চমক দেখা যাবে। আকাশ থেকে নেমে আসবে দশ বা বারোটি বায়ুসেনার বিমান। তারা আকাশেই দেখাবেন নানা বিমান-খেলা। মিনিট পনেরোর আবেশ কাটতে না কাটতে মাঠে ঢুকে পড়বে সেনাদের দশ-বারোটি মোটর বাইক। শুরু হবে তাদের ‘খেলা’। ভারতে প্রথম ফিফা নির্ধারিত আর্জেন্তিনা-ভেনেজুয়েলা ম্যাচের আগে দর্শকদের আনন্দ দিতে সেনাবাহিনীকে দিয়ে এ রকমই অনুষ্ঠানের পরিকল্পনা করেছে উদ্যোক্তা সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপ। সংস্থার কর্তা ধরমদত্ত পাণ্ডে বললেন, “হয়তো সামনের সপ্তাহে সেনাবাহিনী থেকে সবুজ সঙ্কেত পেয়ে যাব। এ রকম ম্যাচ কখনও ভারতে হয়নি বলে আমরা চাইছি মনে রাখার মতো কিছু করতে।” মেসি ম্যাচের টিকিট নিয়েও আইএফএ-র সভায় নানা দাবি উঠল। সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বললেন, “আইএফএ-র মাধ্যমে প্রত্যেক ক্লাবের ফুটবলারদের জন্য অর্ধেকেরও কম দামে পনেরোটি করে টিকিট দেওয়া হচ্ছে। তা ছাড়া উদ্যোক্তারা আইএফএ-কে সাত লাখ টাকা দিচ্ছে।” পাশাপাশি আবার মেসিদের ম্যাচের আগে যুবভারতীর দুর্দশা নিয়ে চিন্তিত রাজ্য সরকার। মহাকরণ সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য ক্রীড়া দফতরের সঙ্গে যুক্ত প্রাক্তন এক অফিসারকে নিয়োগ করা হয়েছে, স্টেডিয়াম দেখভালের জন্য। তাতে কাজের গতি সামান্য বাড়লেও শেষ পর্যন্ত অবস্থা কী দাঁড়াবে কেউ জানে না। ফিফার নিয়মে ফুটবলারদের ডোপ পরীক্ষা বাধ্যতামূলক হলেও ‘অ্যান্টি ডোপিং রুম’ তৈরির কাজ শনিবার পর্যন্ত শুরুই হয়নি।
|
‘পুরস্কার’ মেসি-দর্শন
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বাঁকুড়া পুরসভার আন্তঃওয়ার্ড ফুটবল প্রতিযোগিতায় দুই ফাইনালিস্ট দলের ক্যাপ্টেন, কোচ, ম্যাচের রেফারি এবং ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচকে নিজের পয়সায় টিকিট কেটে মেসির খেলা দেখানোর প্রতিশ্রুতি দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। জেলা ক্রীড়া পর্ষদের সহযোগিতায় বাঁকুড়া পুরসভা ১৮টি টিম নিয়ে ওই প্রতিযোগিতার আয়োজন করেছিল। শনিবার ছিল তার ফাইনাল। মদনবাবু সেখানে গিয়ে ওই প্রতিশ্রুতি দেন। পাশাপাশি, তিনি ফাইনালে জয়ী দলকে ক্রীড়া পর্ষদের তরফে ১৫ হাজার টাকা, রানার্সকে ১০ হাজার টাকা এবং ম্যান অফ দ্য ম্যাচকে ১০ হাজার টাকা দেওয়ার কথাও ঘোষণা করেন। তরুণ প্রজন্মকে ফুটবলে উৎসাহ দিতেই এই উদ্যোগ বলে মন্ত্রী জানাচ্ছেন। ওই অনুষ্ঠান থেকে ফেরার পথে একটি সংস্থার শিশুরা মন্ত্রীকে ফুল দেওয়ার জন্য রাস্তায় অপেক্ষা করছিল। মন্ত্রী জানতে পারেন, তাদের ক্রিকেট কোচিংয়ের নেট ছিঁড়ে গিয়েছে। নতুন নেটের জন্য তাদের ২৫ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। প্রসঙ্গত, রানাঘাট স্টেডিয়ামের ভিতরের ‘ফেন্সিং’ মেরামতির জন্য ৫ লক্ষ টাকা দেওয়ার কথাও শুক্রবার ঘোষণা করেছিলেন মন্ত্রী।
|
মোহন-ফিটনেস বুঝে নিচ্ছেন কর্নার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ফুটবলারদের সঙ্গে আলাদা করে সময় দিচ্ছেন মোহনবাগানের নতুন ফিজিও জোনাথন কর্নার। আগের বছর কোনও ফিজিও দলের সঙ্গে না থাকায় সারা বছরই ভুগতে হয়েছিল চোট-আঘাতে। এ বার আগে থাকতেই কর্নার তাঁর কাজ শুরু করে দিলেন।
সাত রকমের মুভমেন্ট করিয়ে বুঝে নিচ্ছেন ফুটবলারদের শারীরিক অবস্থা। বলেন, “অনেকেরই ফিটনেস লেভেল ভাল। আমার কাজ সেটা পুরো মরসুমে বজায় রাখা।” শনিবার অনুশীলনে কোচ স্টিভ ডার্বির বিষয় ছিল কড়া মার্কিং এবং তা এড়িয়ে গোল করা। প্রধানত, তাঁর নজর ছিল ডিফেন্ডারদের উপরেই। ডার্বি বলেন, “এ রকম অনুশীলন আমি বছর তিনেক আগে এ সি মিলানে হতে দেখেছি। এতে প্রচুর পরিশ্রমও হয়।” তবে তিনি বলেন, “ফেড কাপের কিছু দিন আগে থাকতেই বেশি পরিশ্রমের বদলে হাল্কা অনুশীলন করাব।” রবিবারই শহরে আসছেন ওডাফা এবং অস্ট্রেলীয় ডিফেন্ডার সাইমন স্টোরে।
|
গর্ডনের ‘সেঞ্চুরি’
সংবাদসংস্থা • জোহানেসবার্গ |
প্রথম টেস্ট ক্রিকেটার হিসেবে একশো বছরে পা দিলেন নর্ম্যান গর্ডন। দক্ষিণ আফ্রিকার এই পেসার ১৯৩৯ সালে ‘টাইমলেস’ টেস্টে খেলা একমাত্র জীবিত ক্রিকেটার। দেশের হয়ে পাঁচটা টেস্ট খেলেছেন গর্ডন। শনিবার তাঁর শততম জন্মদিন উপলক্ষে একটি পার্টির আয়োজন করেছেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক ডঃ আলি বাখার। এই উপলক্ষে হাজির থাকবেন পিটার এবং শন পোলক, মাইক প্রোক্টর, ফানি ডেভিলিয়ার্স, মাখায়া এনতিনি-রা।
|
ব্যর্থ অনির্বাণরা
সংবাদসংস্থা • পেটালিং জায়া |
শেষ রাউন্ডে ছন্দ হারিয়ে গল্ফ বিশ্বকাপে নামার সুযোগ হারালেন ভারতীয় জুটি অনির্বাণ লাহিড়ী ও গগনজিৎ ভুল্লার। এবং অনির্বাণদের হারে ছিটকে গেল ভারত। অনির্বাণরা ১৮ নম্বর হোল-এ কোয়াড্রুপল বোগি করে চার শটে পিছিয়ে পড়ে শেষ করেন আট ওভার ৮০ স্কোরে।
|
শেষাদ্রির সোনা |
সদ্য সমাপ্ত মরিশাস ব্যাডমিন্টন টুর্নামেন্টের ডাবলস ও দলগত সোনা জিতেছেন কলকাতার শেষাদ্রী সান্যাল। ডাবলসে তাঁর সঙ্গী ছিলেন মহারাষ্ট্রের করিশ্মা ওয়াডকর। |
|