|
|
|
|
মেসিরা মাঠে নামার আগে যুবভারতীতে অন্য চমক |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মেসি-তেভেজের আর্জেন্তিনার মাঠে নেমে ঝলক দেখানোর আগে ২ সেপ্টেম্বর যুবভারতীতে হয়তো ‘আকাশগঙ্গা’ বা ‘ডেয়ারডেভিলস’-এর চমক দেখা যাবে।
আকাশ থেকে নেমে আসবে দশ বা বারোটি বায়ুসেনার বিমান। তারা আকাশেই দেখাবেন নানা বিমান-খেলা। মিনিট পনেরোর আবেশ কাটতে না কাটতে মাঠে ঢুকে পড়বে সেনাদের দশ-বারোটি মোটর বাইক। শুরু হবে তাদের ‘খেলা’। ভারতে প্রথম ফিফা নির্ধারিত আর্জেন্তিনা-ভেনেজুয়েলা ম্যাচের আগে দর্শকদের আনন্দ দিতে সেনাবাহিনীকে দিয়ে এ রকমই অনুষ্ঠানের পরিকল্পনা করেছে উদ্যোক্তা সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপ। সংস্থার কর্তা ধরমদত্ত পাণ্ডে বললেন, “হয়তো সামনের সপ্তাহে সেনাবাহিনী থেকে সবুজ সঙ্কেত পেয়ে যাব। এ রকম ম্যাচ কখনও ভারতে হয়নি বলে আমরা চাইছি মনে রাখার মতো কিছু করতে।”
পাশাপাশি আবার মেসিদের ম্যাচের আগে যুবভারতীর দুর্দশা নিয়ে চিন্তিত রাজ্য সরকার। মহাকরণ সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য ক্রীড়া দফতরের সঙ্গে যুক্ত প্রাক্তন এক অফিসারকে নিয়োগ করা হয়েছে, স্টেডিয়াম দেখভালের জন্য। তাতে কাজের গতি সামান্য বাড়লেও শেষ পর্যন্ত অবস্থা কী দাঁড়াবে কেউ জানে না। ফিফার নির্দেশ মেনে ভাঙা গ্যালারির সংস্কার বা দর্শকদের জন্য জল ও বাথরুমের ব্যবস্থা এখনও হয়নি। প্লেয়ার্স ড্রেসিংরুম বা মিডিয়ার জন্য প্রয়োজনীয় সংস্কারের কাজ চলছে ধীরগতিতে। ফিফার নিয়মে ফুটবলারদের ডোপ পরীক্ষা বাধ্যতামূলক হলেও ‘অ্যান্টি ডোপিং রুম’ তৈরির কাজ শনিবার পর্যন্ত শুরুই হয়নি।
মেসি ম্যাচের টিকিট নিয়েও আইএফএ-র সভায় নানা দাবি উঠল। বেশির ভাগের দাবি, বিনা পয়সার টিকিট কেন দেওয়া হচ্ছে না। সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বললেন, “আইএফএ-র মাধ্যমে প্রত্যেক ক্লাবের ফুটবলারদের জন্য অর্ধেকেরও কম দামে পনেরোটি করে টিকিট দেওয়া হচ্ছে। তা ছাড়া উদ্যোক্তারা আইএফএ-কে সাত লাখ টাকা দিচ্ছে।” |
|
|
|
|
|