টোলগেকে টপকাতে চাইছেন পেন |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ছটফট করছেন ইস্টবেঙ্গলের ‘থ্রি মাস্কেটিয়ার্স’!
ট্রেভর মর্গ্যানের ক্লাস তখনও শুরু হয়নি। আপন মনে মাঠের এক ধার ঘেঁসে দৌড়চ্ছেন পেন ওরজি। ফিটনেস বাড়ানোর তাগিদে। মাঠের মাঝখানে টোলগের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে ওপারা। যেন কিছু ভাবছেন!
ইস্টবেঙ্গলের তিন বিদেশির শরীরী ভাষায় একটা অদ্ভুত অস্থিরতা ধরা পড়ছিল। কেন তা জানতে অবশ্য অপেক্ষা করতে হল মর্গ্যানের অনুশীলন শেষ হওয়া পর্যন্ত। শনিবার ভারী বৃষ্টির মধ্যেই লাল-হলুদের ‘থ্রি মাস্কেটিয়ার্স’ পেন-ওপারা-টোলগের এক কথা“আর তর সইছে না। ম্যাচে নামার জন্য মুখিয়ে আছি। গতবার অনেকগুলো জিনিস পাইনি। এ বার তা সুদ সমেত উশুল করতে চাই।” |
 |
আলোচনায় ব্যস্ত লাল-হলুদের তিন বিদেশি।
টোলগে-পেন-ওপারা। শনিবার। —নিজস্ব চিত্র |
গতবার ইস্টবেঙ্গলের সবোর্চ্চ গোলদাতা হয়েছিলেন টোলগে (৩৭)। তার পরেই পেন (১৬)। এ বার সর্বোচ্চ গোলদাতা হওয়ার স্বপ্ন দেখছেন পেন। নাইজিরিয়ান মিডিও বলছিলেন, “আমাদের দলের সব ফুটবলারের মধ্যে দারুণ একতা আছে। কিন্তু তার সঙ্গে একটা সুস্থ প্রতিদ্বন্দ্বিতাও চলে। গতবার টোলগে সবচেয়ে বেশি গোল করেছিল। এ বার আমি ইস্টবেঙ্গলের সর্বোচ্চ গোলদাতা হতে চাই।”
চিরপ্রতিদ্বন্দ্বী টিমে এ বার খেলছেন নাইজিরিয়ার আর এক তারকা ফুটবলার ওডাফা ওকোলি। মোহনবাগানের নতুন গোলমেশিনকে আটকোনোর জন্য কী ভাবছেন? পেনের সাফ জবাব, “ওডাফা ভগবান নয়। ওকে অকেজো করার ওষুধ আমরা তৈরি করে রেখেছিউগা। ও শুধু অপেক্ষায় আছে, কবে বড় ম্যাচে নামবে।” রবিবার সিসিএফসি-র বিরুদ্ধে প্র্যাক্টিস ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। |
|