|
|
|
|
প্র্যাক্টিস ম্যাচে তিন ওভার বল করে মাঠ ছাড়লেন |
তৃতীয় টেস্টেও অনিশ্চিত জাহির |
নিজস্ব প্রতিবেদন |
নর্দাম্পটনশায়ারের বিরুদ্ধে ভারতীয় দলের দু’দিনের প্র্যাক্টিস ম্যাচ দিশেহারা ধোনির টিমের নানা প্রশ্নচিহ্নের কোনও সমস্যা তো করতে পারলই না। উল্টে বীরেন্দ্র সহবাগের ব্যাটিং ব্যর্থতার পরে জাহির খানের ফিটনেস নিয়ে ফের নতুন করে প্রশ্ন তুলে দিল! শনিবার ম্যাচের শেষ দিন নর্দাম্পটন ইনিংসে মাত্র তিন ওভার বল করেই জাহির মাঠ ছেড়ে চলে যান। সঙ্গে সঙ্গে ক্রিকেট মহলে প্রশ্ন ওড়াওড়ি শুরু হয়ে গেছে যে, হ্যামস্ট্রিংয়ের চোট থেকে কি জাহির পুরো সেরে উঠেছেন? ভারতের এক নম্বর পেসার কি ম্যাচ ফিট? তিনি কি বুধবার থেকে এজবাস্টনে শুরু গুরুত্বপূর্ণ তৃতীয় টেস্টে খেলতে পারবেন? না কি জাহিরকে বাদ দিয়েই সিরিজে ০-২ পিছিয়ে থাকা ভারতকে নামতে হবে? |
|
ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে টেস্ট সিরিজের প্রথম দিন দুর্দান্ত ছন্দে থাকার সময় বাঁ-হাতি পেসার জাহিরকে হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়তে হয়েছিল। দ্বিতীয় ইনিংসে তো বটেই, নটিংহ্যামে দ্বিতীয় টেস্টেও অভিজ্ঞ বোলার জাহিরের সাহায্য পাননি ধোনি। তার পর অবশ্য গত তিন দিন নেটে পুরো রান আপ নিয়ে বোলিং প্র্যাক্টিস করে নর্দাম্পটন ম্যাচ খেলতে নেমেছিলেন জাহির। কিন্তু তিন ওভারে ২৪ রান (যার মধ্যে লোয়ের সুইপ করে মারা একটি ওভার বাউন্ডারি আছে) দেওয়ার পর আর বল করেননি। ভারতীয় দলের সঙ্গে জড়িত এক কর্তাকে উদ্ধৃত করে একটি ওয়েবসাইট জানাচ্ছে, জাহিরকে টিম ফিজিও সারাদিন ধরে পর্যবেক্ষণে রেখেছেন। তবে এই মুহূর্তে এজবাস্টন টেস্টে জাহিরের খেলা নিশ্চিত বলা যাচ্ছে না।
এ দিকে জাহিরের অনুপস্থিতিতে ভারতীয় বোলিং নিয়ে এ দিন ফের ছেলেখেলা হল। মুনাফ-শ্রীসন্থ-অমিত মিশ্রদের পিটিয়ে নর্দাম্পটনের দুই ওপেনার প্রথম উইকেটে দু’শো রানের পার্টনারশিপ করলেন। দু’জনেই সেঞ্চুরি করেন। দলীয় ২০১ রানে মল লোয়ে-কে (১০০) আউট করে মুনাফ প্রথম সাফল্য পান। বিশ্বকাপ-খ্যাত কেভিন ও’ব্রায়ানের ভাই নিয়াল ও’ব্রায়ান করেন ১১৭। ওই সময় মহেন্দ্র সিংহ ধোনিকেও বল করতে দেখা গেছে। লর্ডস টেস্টের মতো। ২৬১-১-এর পর অবশ্য নর্দাম্পটন মিডল অর্ডার ভেঙে পড়ে। চা-বিরতির পর অমিত (৩-৭০), শ্রীসন্থ (২-৭১), মুনাফ (২-৯১) দ্রুত উইকেট তোলেন। তবে শেষ পর্যন্ত বৃষ্টিতে ড্র হওয়া ম্যাচে নর্দাম্পটন ভারতীয় দলের রান টপকে যায়। ৮৩.২ ওভারে তারা করে ৩৫৫-৭। এর আগে এ দিন ভারতের ইনিংস ৩৫২ রানে শেষ হয়। অমিত মিশ্র হাফসেঞ্চুরি (৬১) করেন।
|
এক দিনের দল: মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), সচিন তেন্ডুলকর, গৌতম গম্ভীর, বীরেন্দ্র সহবাগ (সহ-অধিনায়ক), রাহুল দ্রাবিড়, সুরেশ রায়না, বিরাট কোহলি, রোহিত শর্মা, পার্থিব পটেল (উইকেটকিপার), অমিত মিশ্র, রবিচন্দ্রন অশ্বিন, জাহির খান, ইশান্ত শর্মা, প্রবীণ কুমার, মুনাফ পটেল এবং বিনয় কুমার।
|
ট্রটের বদলে বোপারা
সংবাদসংস্থা • লন্ডন |
ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ইংল্যান্ড দল থেকে বাদ পড়লেন আহত জোনাথন ট্রট। তাঁর জায়গায় দলে রবি বোপারা। তেরো জনের দলে ক্রিস ট্রেমলেটকে রাখা হলেও নেওয়া হয়েছে পেসার স্টিভ ফিনকে। ট্রেমলেটের হ্যামস্ট্রিংয়ের চোট যে এখনও পুরোপুরি সারেনি, সেটা ফিনকে দলে রাখা থেকেই পরিষ্কার। |
|
|
|
|
|