টুকরো খবর
খারিজ টু-জি রিপোর্টই ফের হাতিয়ার জোশীর
টু-জি স্পেকট্রাম নিয়ে বিগত পাবলিক অ্যাকাউন্টস কমিটির খারিজ করে দেওয়া রিপোর্টটি নিয়েই ফের আসরে মুরলীমনোহর জোশী। বর্তমান পিএসি-র চেয়ারম্যান হিসেবে তিনি ওই রিপোর্টের কপি ফের কমিটি সদস্যদের মধ্যে বিলি করেছেন তাঁদের বিবেচনার জন্য। বিগত কমিটি খারিজ করে দেওয়ার পরেও জোশী ওই বিতর্কিত রিপোর্ট লোকসভার স্পিকার মীরা কুমারের কাছে পাঠিয়েছিলেন তাঁর বিবেচনার জন্য। স্পিকার রিপোর্টটি ফেরত পাঠিয়ে এ ব্যাপারে পিএসি সদস্যদের মত নিতে বলেন জোশীকে। সেটাকেই হাতিয়ার করছেন জোশী। তিনি জানিয়েছেন, সংবিধান ও আইন বিশেষজ্ঞদের মতামত নিয়েই রিপোর্টটি নতুন পিএসি-র সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। জোশীর কথায়, “এখন পিএসি সদস্যরাই ঠিক করবেন রিপোর্টটির ভবিষ্যৎ।”টু-জি বণ্টন নিয়ে জোশীর তৈরি তদন্ত রিপোর্টটি তুমুল হৈ-হট্টগোলের মধ্যে খারিজ হয়েছিল বিগত পিএসি- তে। এ ব্যাপারে মায়াবতীর বসপা ও মুলায়ম সিংহ যাদবের সপা, দু’টি দলেরই সাহায্য পেয়েছিল কংগ্রেস। কিন্তু ভোট এখন উত্তরপ্রদেশের দোরগোড়ায়। এই অবস্থায় রাজ্যে কট্টর প্রতিদ্বন্দ্বী দুই দল আবার একজোট হয়ে কংগ্রেসের দুর্নীতি আড়াল করার কাজে ঝাঁপিয়ে পড়তে উৎসাহ দেখাবে না বলেই মনে করছেন বিজেপি নেতৃত্ব। বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের পক্ষেও দু’টি দলকে এক সঙ্গে পাশে টানা কঠিন হবে বলে তাঁদের ধারণা। প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও বিশেষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের বিরুদ্ধে আক্রমণ শানাতে এই সুযোগকেই কাজে লাগাতে চায় বিজেপি। আর এই পরিস্থিতিতেই বিতর্কিত রিপোর্টটি ঠান্ডা ঘরে পাঠানোর বদলে ফের পিএসি-তে তুলে আনলেন প্রবীণ বিজেপি নেতা মুরলীমনোহর।

জমি-সমস্যা মিটল গ্রেটার নয়ডায়
নয়ডায় ফ্ল্যাট ও বাড়ির ক্রেতাদের জন্য সুখবর। জমি অধিগ্রহণ নিয়ে সমঝোতায় এসেছেন বৃহত্তর নয়ডা কর্তৃপক্ষ এবং পরিবর্ধিত নয়ডা ও পাটওয়াড়ি গ্রামের কৃষকরা। কৃষকদের জমি ‘জরুরি ভিত্তিতে’ অধিগ্রহণ করে সেখানে ফ্ল্যাট নির্মাণের ব্যাপারে সুপ্রিম কোর্টের দেওয়া রায় নিয়ে সম্প্রতি জটিলতা তৈরি হয়েছিল। সুপ্রিম কোর্ট জানিয়েছিল, অধিগৃহীত জমি কৃষকদের ফিরিয়ে দিতে হবে। বেশ কয়েকটি নির্মাণ সংস্থা ও ফ্ল্যাট ক্রেতাদের মাথায় হাত পড়ে। কারণ, বহু প্রকল্পের কাজ শুরু হয়েছিল। তবে সুপ্রিম কোর্ট একটি রাস্তা খোলা রেখেছিল। বলা হয়েছিল, চাইলে দুই পক্ষ আলোচনার মাধ্যমে আদালতের বাইরে বিষয়টি মিটিয়ে নিতে পারেন। সেই পথেই সমাধানসূত্র মিলেছে। ক্ষতিপূরণ হিসেবে কৃষকদের বর্গমিটার প্রতি ১ হাজার ৪০০ টাকা করে দিতে রাজি হয়েছিল কর্তৃপক্ষ। এর আগে বর্গমিটার প্রতি প্রথমে ৫৫০ টাকা এবং পরে ৮৫০ টাকা দেওয়ার কথা হয়েছিল। এই দরে রাজি হচ্ছিলেন না কৃষকরা। নতুন দরে কৃষকরা সম্মত হওয়ায় নয়ডার উন্নয়নের জমির পরিমাণও এ বার ৬ শতাংশ থেকে বাড়িয়ে ৮ শতাংশ করা হয়েছে। নির্মাণ সংস্থাগুলিকে কাজ শুরু করে দিতে বলা হয়েছে। নির্মাণ সংস্থা আম্রপালি গ্রুপের কণর্ধার অনিল শর্মা বলেছেন, “কর্তৃপক্ষ এবং কৃষকরা সমঝোতায় আসাটা সত্যিই খুব আনন্দের খবর। কিছু নতুন প্রকল্পও শীঘ্রই ঘোষণা করা হবে। এতে উপকৃত হবেন ফ্ল্যাট ক্রেতারা।” কৃষকদের ক্ষতিপূরণের টাকা বেড়ে গেলেও তার বোঝা ফ্ল্যাট ক্রেতাদের ঘাড়ে চাপানো হবে না বলেই আশ্বাস দিয়েছেন শর্মা।

বাড়িতে আন্নাকে অনশনের ডাক বরুণের
কেন্দ্র ও আন্না হাজারের লড়াইতে নতুন মাত্রা যোগ করলেন বরুণ গাঁধী। কংগ্রেস আন্না হাজারেকে অনশনে বসার জায়গা না দিলে তাঁকে নিজের বাড়িতে আন্দোলন করার আমন্ত্রণ জানালেন বিজেপির এই তরুণ নেতা। এক বিবৃতিতে সাংসদ বরুণ বলেন, “যদি সরকার আন্না হাজারেকে অনশনের জায়গা দিতে না পারে, তা হলে আমার সরকারি বাসভবন তাঁকে দিতে পারি। তিনি আন্দোলনের প্রতীক। সততা ও দায়বদ্ধতা নিয়ে দুর্নীতির বিরুদ্ধে তিনি আন্দোলন করছেন। আশা করি তিনি এই আমন্ত্রণ স্বীকার করবেন।” এই ব্যাপারে দেশের যুবক সমাজ ও সংসদের সহকর্মীদেরও একজোট হওয়ার আবেদন জানিয়েছেন তিনি। বরুণের এই মন্তব্যে স্বাভাবিক ভাবেই খুশি বিজেপি। দলের অনেকের মতেই, এটি বরুণের মোক্ষম চাল। কারণ বাবা রামদেব বা আন্না হাজারের আন্দোলনের প্রতি বিজেপির নৈতিক সমর্থন থাকলেও দলীয় নেতৃত্ব চান না কংগ্রেস বিরোধিতার রাশ নাগরিক সমাজের হাতে চলে যাক। তাঁরা চান কেন্দ্রের প্রধান বিরোধী দল হিসাবে বিজেপিই কংগ্রেস বিরোধিতার প্রতীক হয়ে উঠুক। সুষমা স্বরাজের কথায়, “আন্না হাজারের মতো নাগরিক সমাজ রাস্তায় নেমে আন্দোলন করুক, আমরা সংসদে রাজনৈতিক দল হিসাবে প্রতিবাদ জানাব।” বিজেপির মুখপাত্র রাজীব প্রতাপ রুডি বলেন, “কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে মানুষের এখন আক্রোশ রয়েছে। বরুণ সেই আক্রোশের কথায় বলেছেন।”

শক্তি বাড়ানোর হুঙ্কার লালুর
রাজ্যে ভোটে ভরাডুবি হয়েছে। সংসদেও টিমটিম করছে দল। দলে প্রথম সারির সেনাপতিরা অনেকেই তাঁকে ছেড়ে চলে গিয়েছেন। পায়ের নিচে মাটি ফিরে পেতে তাই মরিয়া আরজেডি-প্রধান লালুপ্রসাদ যাদব। তবে দলের অবস্থা যতই কাহিল হোক, ভাবে ভঙ্গিতে লালু এখনও লালুই। আজ পটনায় আরজেডির ডাকা মহাধর্নায় লালুকে দেখা গেল পুরনো মেজাজেই। নীতীশ সরকারের ‘দুর্নীতি এবং অপশাসন’-এর বিরুদ্ধে তোপ দাগতে আজ পটনায় মহাধর্নার ডাক দেয় আরজেডি। সেখানে আরজেডি-প্রধান বলেন, “লালু কোনও দিন নিজের সম্মান বেচেনি। লালু কখনও হতাশও হয় না। যুদ্ধের ময়দানে নেমেছি। গ্রামে গ্রামে গিয়ে জানতে চাইব, কী ভুল হয়েছিল? যে জন্য তাঁরা আমাকে ভোট দেননি।” লালু জানালেন, দলকে উজ্জীবিত করতে তিনি এখন টানা বিহারের গ্রামে গ্রামে ঘুরবেন। গ্রাম সফরের কর্মসূচি শেষ হলে ১১ অক্টোবর গাঁধী ময়দানে দলের কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখান থেকে দলের মহামিছিল যাবে রাজভবনের দিকে। এর মধ্যে ৫ সেপ্টেম্বর ‘ফারবিশগঞ্জ চলো’ কর্মসূচিরও ডাক দিয়েছে আরজেডি। সেখানে পুলিশের গুলিতে নিহতদের পরিবারকে আরজেডি তহবিল থেকে ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। দিনকয়েক আগে অমিতাভ বচ্চন বিহারের ‘পরিবর্তন’ দেখে নীতীশের প্রশংসা করায় বিলক্ষণ চটেছেন লালু। বক্তৃতায় আভাস মিলেছে সেই ক্ষোভেরও।

আইসিইউ থেকে ছাড়া পেলেন সনিয়া
বিপদ কেটে গিয়েছে। সুস্থ হয়ে উঠছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। অস্ত্রোপচারের পর ২৪ ঘণ্টার জন্য তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল। আজ তাঁকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কংগ্রেস মুখপাত্র জনার্দন দ্বিবেদী সাংবাদিকদের বলেন, “সনিয়া গাঁধীকে ২৪ ঘণ্টা আইসিইউতে রাখা হয়েছিল। আজ তাঁকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সনিয়া গাঁধীর দ্রুত আরোগ্য কামনা করে যাঁরা শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন তাঁদের সকলকে গাঁধী পরিবারের তরফে কৃতজ্ঞতা জানানো হয়েছে।” আজ, সনিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন অমিতাভ বচ্চন। নতুন ছবি ‘আরক্ষণ’-এর প্রচারে আজ দিল্লিতে আসেন অমিতাভ। সেখানেই বলেন, “আমরা সবাই চাই সনিয়াজি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। ঈশ্বরের কাছে ওঁর দ্রুত আরোগ্যের কামনা করছি।”

খুন, ধৃত পুলিশকর্মী
মুজফ্ফরপুরে এক বৃদ্ধকে পিটিয়ে মারার অভিযোগে গ্রেফতার করা হল পুলিশের শিক্ষানবিশ এক সাব ইন্সপেক্টরকে। নিষিদ্ধ মাদকসেবী সন্দেহে ৬৫ বছরের বৃদ্ধ সিরাজুদ্দিনকে পেটানোর অভিযোগ ওঠে শৈলেন্দ্র কুমার সিংহের নামে। কাল রাতেই জেলা পুলিশ তদন্তের নির্দেশ দেয়। আজ শৈলেন্দ্রকে গ্রেফতার করা হয়। ডিজি নীলমণি জানান, তিন দিনের মধ্যে শৈলেন্দ্রকে বরখাস্তও করা হবে।

বিস্ফোরণে মৃত্যু আরও দু’জনের
কেরোসিন বিস্ফোরণ-কান্ডে অগ্নিদগ্ধ আরও দু’জনের মৃত্যু হল ধুবুরিতে। মৃত দু’জনই মহিলা। নাম আজবান বিবি (৪৪) ও জহুরা বিবি। দু’জনেরই বাড়ি ধুবুরির তামার থানার খুতুরামারি ও বরজান গ্রামে। শুক্রবার গভীর রাতের ঘটনায় ধুবুরিতে ১১ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন অন্তত ৭০ জন। ওই কান্ডে জড়িতদের গ্রেফতারের পাশাপাশি মৃত পরিবারকে ১০লক্ষ এবং জখম পরিবারের লোকেদের ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের দাবি তোলে তারা অসম গণ পরিষদের ধুবুরি জেলা কমিটি।

মিথ্যা বলেছেন মাকেন: বিজেপি
কমনওয়েলথ গেমসে সুরেশ কলমডীকে দায়িত্ব দেওয়ার প্রশ্নে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অজয় মাকেন গত মঙ্গলবারই সংসদে দাঁড়িয়ে দায় চাপিয়েছিলেন এনডিএ-র ঘাড়ে। আজ বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, সিএজি রিপোর্ট থেকে প্রমাণিত যে কলমডী প্রশ্নে সংসদে দাঁড়িয়ে অসত্য বলেছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। তাই সংসদকে বিভ্রান্ত করার অভিযোগে সোমবার সংসদে অজয় মাকেনের বিরুদ্ধে অধিকারভঙ্গের প্রস্তাব আনবে বিজেপি।

গুলিতে হত সাংবাদিক
দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক সাংবাদিক। উত্তরপ্রদেশের আমরোহা এলাকার বাসিন্দা ওই সাংবাদিকের নাম মহম্মদ আক্রম। মোরদাবাদের টিভি চ্যানেলের সাংবাদিক ৩২ বছরের মহম্মদকে শুক্রবার দুপুরে পূর্ব দিল্লির ওয়েলকাম এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ অফিসার বলেন, “এক ব্যক্তি তা দেখে পুলিশের কন্ট্রোল রুমে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহম্মদকে হাসপাতালে ভর্তি করে। শুক্রবার সন্ধ্যায় সেখানেই তাঁর মৃত্যু হয়।” তাঁর সঙ্গের ক্যামেরা সমেত ব্যাগটি খোওয়া গিয়েছে।
Previous Story Next Item


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.