নায়িকা জটে
তোড়জোড় শুরু হয়েছিল সেই কবে। অথচ কাজ আর এগোয় না। নতুন ছবি ‘হিরোইন’ নিয়ে বেজায় অস্বস্তিতে মধুর ভান্ডারকর। এমন অবস্থা যে, বলিউডের অন্দরে এ ছবিকে ‘অপয়া’ বলে ব্যঙ্গও করছেন অনেকে। জটটা নায়িকাকে ঘিরেই। প্রথমে ঠিক ছিল প্রধান চরিত্রে অভিনয় করবেন করিনা কপূর। অথচ তিনি গোড়াতেই আচমকা সরিয়ে নিয়েছিলেন নিজেকে। তাঁর জায়গায় এলেন ঐশ্বর্যা রাই বচ্চন। সব যখন ঠিকঠাক, জানা গেল ঐশ্বর্যা সন্তানসম্ভবা। বাদ পড়লেন তিনিও। বিস্তর ঝক্কি পেরিয়ে শেষে আবার করিনারই দ্বারস্থ হয়েছেন মধুর। কিন্তু এ বার নতুন ঝামেলা। মধুরের বন্ধু পরিচালক অশোক পণ্ডিত বললেন, “করিনা দশ কোটি টাকা চাইছেন। মধুরের ছবিগুলোর তো মোট বাজেটই ওই দশ কোটির মতো।” মধুররা কার্যত নিরুপায়। ভাবগতিক দেখে মনে হচ্ছে, করিনার দাবি শেষ পর্যন্ত মেনেই নিতে পারেন তাঁরা।
গুজরাতের চিঠি
“ক’টা দিন কাটিয়ে যান না গুজরাতে” পোরবন্দর, কচ্ছ, সোমনাথ মন্দির, গির অরণ্য থেকে বার্তা দিচ্ছেন অমিতাভ বচ্চন। গুজরাত পর্যটন দফতরের চেয়ারম্যান কমলেশ পটেল বলছেন, অমিতাভ তাঁদের ‘দূত’ হওয়ার পর থেকেই লাফিয়ে বেড়েছে দেশি-বিদেশি পর্যটকের সংখ্যা। ২০০৬-০৭ নাগাদ যে সংখ্যাটা ছিল ১ লক্ষ ২৭ হাজার, ২০১০-১১য় সেটাই হয়েছে প্রায় দু’লক্ষ। তা বলে অমিতাভ ছুটি পাচ্ছেন না। পর্যটন কর্তৃপক্ষের নতুন ভিডিওর শু্যটিংয়ে সেপ্টেম্বরেই আবার গুজরাত যাচ্ছেন তিনি। এ বার গুজরাতের একমাত্র ‘হিল স্টেশন’ সাপুতারায় গিয়ে সনাতন গুজরাতি পোশাকে, স্থানীয় বাসিন্দাদের নিয়ে অমিতাভ ফের একই বার্তা দেবেন।
বন্ধুর জন্য
বছর দশেক আগে এক কামরার আস্তানা ভাগ করে থাকতেন দু’জনে। অনেক দিনই পেট ভরাতেন জলে ভেজানো পাউরুটিতে। এক জন আজ ব্যস্ত অভিনেতা, অন্য জন প্রথম সারির পরিচালক। সে দিনের দুই ‘রুমমেট’ রুদ্রনীল ঘোষ এবং রাজ চক্রবর্তী নিজের নিজের প্রযোজনা সংস্থা খুলেছেন কিছু দিন আগে। মজাটা হল নতুন সংস্থার জন্য অফিস ভাড়া নিতে গিয়ে। কলকাতার যোধপুর পার্কে এক বাড়ির খোঁজ পান রাজ। রুদ্রও ঘুরতে ঘুরতে সেই একই বাড়ির সন্ধান পেলেন। কিন্তু যেইমাত্র জানলেন যে, রাজ নিজের সংস্থার জন্য ওই বাড়িটাই পছন্দ করেছেন, তিনি পিছিয়ে এলেন। রুদ্রর সাফ কথা, “আমার আর রাজের মধ্যে কিছু মতপার্থক্য হয় ঠিকই। কিন্তু বিষয়টা নিয়ে কোনও বিরোধ চাই না। এটা আমাদের দু’জনের কাছেই গর্বের ব্যাপার।” গত সপ্তাহে নতুন অফিসে পুজো করলেন রাজ। আর আগাগোড়া সেই অনুষ্ঠানে রইলেন কে? রুদ্র!
‘গোলমেলে’
বিনয়ের অবতার রামপ্রসাদ আর কারণে-অকারণে বিকট ‘ইইশ্’ চিৎকার করে ওঠা ‘বস’ ভবানীশঙ্কর। অমল পালেকর আর উৎপল দত্তের অভিনয় চিরস্মরণীয় করে রেখেছে ‘গোলমাল’কে। হৃষিকেশ মুখোপাধ্যায়ের সেই ছবির রিমেক করা, কঠিন চ্যালেঞ্জ অবশ্যই। রোহিত শেট্টির পরিচালনায় রিমেকে এ ছবির নাম ‘বোল বচ্চন’। সূত্র বলছে, রামপ্রসাদের চরিত্রটা সম্ভবত করবেন এক ‘বচ্চন’ই অভিষেক। আর উৎপল দত্ত অভিনীত চরিত্রে হয়তো অজয় দেবগণ। পরিচালক মেনে নিলেন, দুই নায়কই রিমেকে থাকছেন। তবে দেবেন বর্মা, ডেভিড বা বিন্দিয়া গোস্বামীর চরিত্রগুলো কারা করবেন, ঠিক হয়নি।
হেভিওয়েট
বলিউডের দুই ‘হেভিওয়েট’ নায়ক, সলমন খান আর সঞ্জয় দত্তের যৌথ সংযোজনায় অক্টোবর থেকেই শু্যটিং শুরু হচ্ছে ‘বিগ বস ৫’-এর। সব ঠিক থাকলে এ বারে বিগ বসের বাড়িতে আসছেন আক্ষরিক অর্থেই এক ‘হেভিওয়েট’ প্রতিযোগী কিংবদন্তি বক্সার মাইক টাইসন। একটি সূত্র জানালেন, “টাইসনের মতো এত বড় মাপের আন্তর্জাতিক ব্যক্তিত্বকে হাজির করতে পারলে ব্যাপারটা ছোট-বড় সকলকে, বিশেষত পুরুষ দর্শকদের খুবই টানবে।” এখন টাইসনের ম্যানেজারদের সঙ্গে আইনি ব্যাপার নিয়ে চূড়ান্ত কথাবার্তা চালাচ্ছেন চ্যানেল কর্তৃপক্ষ।
Previous Story Desh First Page


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.