-আমটি খাব...
ছড়ায় ছড়ায় বাঙালি শিশুকে স্বরবর্ণের দ্বিতীয় অক্ষরটি শেখানোর অদ্ভুত ফন্দিটির তারিফ না করে পারা যায় না! সেই কোন ছোটবেলায় ‘অ-এ অজগর আসছে তেড়ে’ সারা জীবনের সাপ-ভয়টাই কাটতে দিল না আম-বাঙালির। ছড়ার ঠিক পরের বাক্যটিতেই আবার লোভের ফাঁদে ফেলে তাকে ‘আ’ শেখানো হচ্ছে! ডানপিটে ছেলেপিলে সাপকে উল্টে তেড়ে যায়— এমন ঘটনা বিরল হলেও আম পেড়ে খাওয়ার ব্যাপারটি তা নয় মোটেই। ছোটবেলায় গাছ থেকে আম পেড়ে না-খাওয়া বা বয়াম থেকে আমের আচার চুরি না-করা বাঙালি খুঁজে পাওয়া কিন্তু দুষ্কর। মঞ্জরী থেকে গুটি ধরতেই— লেবু-লঙ্কা সহযোগে আম মাখা, চাটনি, মোরব্বা, টক বা অম্বল, আবার তাতে একটু পাক ধরতেই— দুধেভাতে আম বা শেষমেশ আমসত্ত্ব— আমের অসংখ্য রেসিপি বাঙালির ঝুলিতে আছে। তবে স্বাদবদল-এর ভাণ্ডারে আমের আরও কিছু ছিল। গুপ্ত সেই আম-ভাণ্ডারের দরজা এ বার খোলা হল।

কাঁচা আমের পোলাও
উপকরণ

বাসমতী চাল: ১ কাপ • কাঁচা আম: ১টা • গরম জল: ২ কাপ • দারচিনি-লবঙ্গ-এলাচ: ১ চা-চামচ (থেঁতো করা)
• তেজপাতা: ২টো • কাজুবাদাম: ৫০ গ্রাম • কিশমিশ: ২৫ গ্রাম • ছোট ক্যাপসিকাম: ১টা (টুকরো) • ঘি: ২ টেবল-চামচ
• নুন: স্বাদ মতো • চিনি: ১ টেবল-চামচ • আদাবাটা: ১ চা-চামচ

প্রণালী

• চাল আধ ঘণ্টা জলে ভিজিয়ে, ভাল করে জল ঝরিয়ে নিন।
• কাঁচা আম পরিষ্কার করে ধুয়ে, খোসা ছাড়িয়ে মিহি করে কুরিয়ে নিতে হবে।
• ননস্টিক প্যানে ঘি গরম করে কাজু-কিশমিশ হাল্কা করে নেড়েচেড়ে তুলে রাখুন।
• এ বার ওই ঘিয়ে তেজপাতা ও গরমমশলা ফোড়ন দিন।
• সুন্দর গন্ধ বেরোলে চাল দিতে হবে।
• সামান্য নেড়েচেড়ে নুন ও আদাবাটা মেশান।
• চালের সঙ্গে মশলা মাখা মাখা হলে ধীরে ধীরে গরম জল দিতে হবে।
• নুন-চিনি ও কাজু-কিশমিশ দিয়ে ঢাকা দিয়ে কম আঁচে রাখুন।
• চাল সিদ্ধ হয়ে এলে আমকোরা ও ক্যাপসিকাম মিশিয়ে ভাল করে নাড়াচাড়া করে নিন।
• কম আঁচে আরও কিছু ক্ষণ ঢেকে রাখতে হবে।
• পোলাওয়ের জল শুকিয়ে ঝরঝরে হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন।
• নামিয়ে কাজুবাদাম, আমের স্লাইস, সবুজ আমপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

টিপস

• হলুদ রঙের পোলাও করতে চাইলে চাল নাড়াচাড়ার সময় সামান্য হলুদ দেবেন।
• ইচ্ছে হলে নারকেলের টুকরো কুচি করে ভেজে এই পোলাওয়ের উপর ছড়িয়ে দিতে পারেন।
 
আমের টিকিয়া
উপকরণ

• সিদ্ধ আলু: ২টো (মাঝারি) • কাঁচা আম: ২টো • নুন: স্বাদ মতো • লঙ্কাগুঁড়ো: আধ চা-চামচ • ভাজা মশলার গুঁড়ো: ২ চা-চামচ
• তেল: প্রয়োজন মতো • টক দই: ১ কাপ • বিটনুন: আধ চা-চামচ • চিনি: স্বাদ মতো • চাটমশলা/ভাজামশলা: আধ চা-চামচ
প্রণালী

• কাঁচা আমের খোসা ছাড়িয়ে কুরে রাখুন।
• আলু সিদ্ধের সঙ্গে কুরানো আম ভাল করে মেখে নিন।
• নুন, লঙ্কা গুঁড়ো ও ভাজামশলার গুঁড়ো মেশান।
• টিকিয়ার মতো গোল গোল চ্যাপ্টা করে গড়ুন।
• ফ্রাইংপ্যান বা তাওয়াতে ২-৩ টেবল-চামচ তেল দিন।
• তেল গরম হলে টিকিয়াগুলো লালচে করে ভেজে প্লেটে তুলে রাখুন।
• দই ভাল করে ফেটিয়ে বিটনুন, চিনি, চাটমশলা মেশান।
• টিকিয়ার উপর দই ঢেলে পরিবেশন করুন।
টিপস

• ধনেপাতা, টোম্যাটো ও পেঁয়াজ কুচি উপরে ছড়িয়ে দিতে পারেন।
• তেঁতুল চাটনি থাকলে সামান্য ছড়িয়ে দিতে পারেন।
 
রুই মাছের আমঝোল
উপকরণ

• রুই মাছ: ৬ টুকরো • আম: ১টা • জিরে: ১ চা-চামচ • শুকনো লঙ্কা: ২টো (কুচানো) • জিরে গুঁড়ো: দেড় চা-চামচ
• হলুদ: পরিমাণ মতো • নুন: স্বাদ মতো • চিনি: ১ টেবল-চামচ • জিরে: আধ চা-চামচ • সর্ষের তেল: প্রয়োজন মতো
• শুকনো লঙ্কা: ১টা (শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নেওয়া)
প্রণালী

• মাছ পরিষ্কার করে ধুয়ে নিন।
• নুন ও হলুদ মাখিয়ে সর্ষের তেলে মাছের টুকরোগুলি সাঁতলে রাখুন।
• আমের খোসা ছাড়িয়ে লম্বা করে কাটতে হবে।
• মাছ ভাজার তেলেই জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিন।
• ফোড়নের গন্ধ বেরোলে আম দিয়ে নাড়াচাড়া করুন।
• সামান্য হলুদ ও জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে নিতে হবে।
• ১ কাপ জল দিন।
• আম সিদ্ধ হলে চিনি ও নুন দিয়ে মাছ দিন।
• ঝোল ঘন হয়ে এলে ভাজামশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
• গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
টিপস

• খুব বেশি টক খেতে না-চাইলে আম কিছু ক্ষণ আগে চুনজলে ভিজিয়ে রাখুন। আমের অতিরিক্ত টক ভাব ও কষা ভাব দূর হয়ে যাবে।

চিংড়ি মাছের আমপোস্ত
উপকরণ

• চিংড়ি মাছ: ২৫০ গ্রাম (ছোট) • পোস্ত: ৫০ গ্রাম • কাঁচা আম: ২টো • নারকেল বাটা: ২-৩ টেবল-চামচ (মিহি করে বেটে রাখুন)
• কাঁচালঙ্কা: ৪-৫টে (চিরে নিন) • হলুদ: সামান্য • নুন ও মিষ্টি: স্বাদ মতো • সর্ষের তেল: ৫-৬ টেবল-চামচ

প্রণালী

• চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ধুয়ে রাখুন।
• কয়েকটা কাঁচালঙ্কা দিয়ে পোস্ত মিহি করে বেটে নিন।
• আমের খোসা ছাড়িয়ে মিহি করে কুরিয়ে রাখুন।
• নুন, হলুদ, পোস্তবাটা, কুরানো আম, নারকেল বাটা, মিষ্টি দিয়ে চিংড়ি মাছ ভাল করে মেখে রাখুন।
• মাছের মধ্যে পুরো মশলা ভাল করে ঢুকে গেলে এই মিশ্রণ একটি
টিফিন বাক্সে ভরে উপর থেকে সর্ষের তেল ঢেলে দিন।
• কয়েকটা চেরা কাঁচালঙ্কা দিন।
• এ বার টিফিন বাক্স বন্ধ করে প্রেশার কুকারে ১ কাপ জল দিয়ে বসিয়ে দিন।
• ২ থেকে ৩টে সিটি পড়লে নামিয়ে নিতে হবে।
• গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
• পরিবেশনের সময় একটা বড় চিংড়ি উপরে সাজিয়ে দিতে পারেন।
টিপস

• মাইক্রোআভেনেও এই রান্না করতে পারেন। আভেন প্রুফ পাত্রে মশলা মাখানো চিংড়ি ঢেলে ঢাকা দিয়ে ফুল পাওয়ারে ৮ থেকে ১০ মিনিট রান্না করুন।
 
ক্রিস্পি ড্রাই ম্যাঙ্গো পেপার চিকেন
উপকরণ

• বোনলেস চিকেন: ২৫০ গ্রাম • আম: ২টো • চালেরগুঁড়ো: ২ টেবল-চামচ • কর্নফ্লাওয়ার: ১ টেবল-চামচ • আদাবাটা: ১ চা-চামচ
• রসুনবাটা: ১ চা চামচ • গোলমরিচ গুঁড়ো: ৩ চা-চামচ • সাদা মরিচ: ২ চা-চামচ • সাদা তেল: প্রয়োজন মতো • নুন: স্বাদ মতো
প্রণালী

• কাঁচা আমের খোসা ছাড়িয়ে একটা আম কুড়িয়ে নিন।
• অন্য আমটি সরু করে কেটে রাখুন।
• চিকেনের টুকরোগুলো আদা, রসুন, নুন, কাঁচা আম কোরা, সামান্য গোলমরিচ
ও সাদা মরিচ মাখিয়ে ১ ঘণ্টা রেখে দিতে হবে ম্যারিনেট করার জন্য।
• তার পর চিকেনের টুকরোগুলোয় চালেরগুঁড়ো ও কর্নফ্লাওয়ার মাখিয়ে নিন।
• কড়াইতে তেল গরম করে ম্যারিনেট করা চিকেন ভেজে তুলে রাখুন।
• ওই তেলে এ বার আমের টুকরোগুলো দিন।
• সামান্য নুন দিয়ে নেড়েচেড়ে নিন।
• অল্প জল দিন।
• আম সেদ্ধ হলে সাদা মরিচ ও গোলমরিচ দিয়ে ভাজা চিকেন ঢেলে ভাল করে নেড়ে নামিয়ে নিন।
টিপস

• স্প্রি অনিয়ন, টোম্যাটো দিয়ে সার্ভ করুন।

কচি আমের আমিষ অম্বল
উপকরণ

• কচি আম: ৩-৪টে • কুচো মাছ: ২০০ গ্রাম (চিংড়ি, মৌরলা, পুঁটি) • মটর ডালবাটা: ১ কাপ (মিহি করে বেটে রাখুন)
• ভাজার জন্য তেল: পরিমাণ মতো • চিনি: স্বাদ মতো • নুন: সামান্য • সর্ষে: আধ চা-চামচ • শুকনো লঙ্কা: ২টো
• পাঁচফোড়ন ভাজা: আধ চা-চামচ (শুকনো খোলায় নেড়ে, গুঁড়ো করে রাখুন)
প্রণালী

• খোসা ছাড়িয়ে আম টুকরো করে কেটে নিন।
• মাছ ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে সর্ষের তেলে সাঁতলে রাখুন।
• সামান্য নুন দিয়ে মটর ডালবাটা ফেটিয়ে রাখুন।

• কড়াইতে গরম তেলে মটরডালের ছোট ছোট বড়া ভেজে তুলে রাখুন।
• কড়াইতে ১ চামচ তেল দিয়ে শুকনো লঙ্কা ও সর্ষে ফোড়ন দিতে হবে।
সুগন্ধ বেরোলে টুকরো আম দিয়ে নাড়াচাড়া করে সামান্য নুন ও হলুদ দিন।
• আম একটু নরম হলে ৪ থেকে ৫ কাপ জল দিন।
• ফুটে উঠলে পরিমাণ মতো চিনি দিয়ে ভাল করে জ্বাল দিয়ে ঘন হতে দিন।
• ঘন হলে মটর ডালের বড়া ও মাছ ভাজা দিন।
• খেয়াল রাখুন যেন মটর ডালের বড়ার মধ্যে ঝোল ঢুকে একটু নরম হয়ে যায়।
• ঝোল থাকতে নামিয়ে ভাজা মশলার গুঁড়ো মিশিয়ে দিন।

টিপস

• এই টক আগের দিন রান্না করে পরের দিন পরিবেশন করুন। বাসি টক খেতে আরও ভাল লাগে।

গ্রিন ম্যাঙ্গো কুলফি


উপকরণ
• ফুল ক্রিম দুধ: ১ লিটার • কনডেন্সড মিল্ক: ১ টিন • কাজুবাটা: ১০০ গ্রাম
• কর্নফ্লাওয়ার: ২ টেবল-চামচ • গ্রিন ম্যাঙ্গো সিরাপ: আধ কাপ


প্রণালী
• দুধ জ্বাল দিয়ে ফুটে উঠলে কনডেন্সড মিল্ক মিশিয়ে নাড়তে থাকুন।
• প্রয়োজনে আঁচ কমিয়ে নিন যাতে তলায় লেগে না যায়।
• দুধ ও কনডেন্সড মিল্ক ভাল করে মিশে গেলে কর্নফ্লাওয়ার
সামান্য জলে গুলে দুধের মধ্যে দিন। আরও কিছু ক্ষণ নাড়ুন।
• ঘন হয়ে গেলে গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দিন।
• ঠান্ডা হয়ে গেলে কাজুবাটা ও গ্রিন ম্যাঙ্গো সিরাপ মিশিয়ে দিন।
• কুলফির কাপে মিশ্রণটা ভরে ফ্রিজে জমতে দিন।
টিপস

• ১ দিন আগে ফ্রিজে রাখলে পরের দিন জমে যাবে।
সৌজন্য: সানন্দা
 
রোজের আনন্দবাজারএ বারের সংখ্যাসংবাদের হাওয়াবদল • আপনার রান্নাঘরস্বাদবদল চিঠিপুরনো সংস্করণ