৩০ শ্রাবণ ১৪১৯ বুধবার ১৫ অগস্ট ২০১২


মত্স্য-চরিত
অন্যান্য বার এই সময়টায় ইলিশে বাজার ছেয়ে থাকে। দামও থাকে ক্রেতাদের নাগালের মধ্যেই। কিন্তু এ বছরে চিত্রটা একেবারেই উল্টো। শুধু ইলিশ নয়, প্রায় কোনও
মাছেরই দেখা পাওয়া যাচ্ছে না। দেশি মাছের তো আরও আকাল। তবে যেটুকু যা পাওয়া যায়, তাই দিয়েই হেঁসেলে মত্স্য-চরিত রচিত হোক স্বাদবদল ঘটাতে।
ফিশ কেক

উপকরণ

ভেটকি, আড় বা যে কোনও কাঁটা ছাড়া মাছ: ৪০০ গ্রাম আলু: ২টো (সেদ্ধ) মাখন: ২ টেবল-চামচ
পেঁয়াজ: ১টা আদা ও রসুন: ১ টেবল-চামচ (কুচানো) লেবুর রস: ১ টেবল-চামচ পার্সলে পাতা: ১টা (কুচানো)
পেঁয়াজপাতা: ১টা (কুচানো) মেয়নেজ: আধ কাপ চিলি সস: ২ টেবল-চামচ ময়দা: ১ কাপ নুন ও মরিচ: স্বাদ মতো

ভাজার জন্য
সাদা তেল ডিম: ২টো (ফেটানো) দুধ: ২ টেবল-চামচ ক্রাম ও ময়দা: পরিমাণ মতো



প্রণালী

নুন ও হলুদ মাখানো মাছ হালকা তেলে কড়াইতে নেড়ে রাখুন।
মাছের সঙ্গে সেদ্ধ আলু মিশিয়ে ম্যাশ করে নিন।
প্যানে মাখন গরম করে তাতে পেঁয়াজ কুচি, আদা, রসুন, পার্সলে, লেবুর রস— সব দিয়ে নেড়ে ওই মাছের মিশ্রণে দিন।
ভাল করে মিশিয়ে ঠান্ডা করুন।
এ বার মিশ্রণের মধ্যে ফেটানো ডিম, মেয়নেজ মিশিয়ে তাতে পরিমাণ মতো ক্রাম দিয়ে মেখে হাতে গোল করে গড়ে নিন।
শুকনো ময়দায় গড়িয়ে নিন।
তার পর দুধ দিয়ে ফেটানো ডিমে ডুবিয়ে ভাল করে ক্রাম্বে গড়িয়ে কেক তৈরি করে নিন।
প্যানে অল্প তেল গরম করে কেকগুলো লালচে করে ভেজে তুলুন।

টুনা অন টোস্ট

উপকরণ


টিনের টুনা মাছ: ২৫০ গ্রাম (টুনার পরিবর্তে আড় বা ভেটকি মাছও দেওয়া যেতে পারে)
পেঁয়াজ: ১টা (স্লাইস) মেয়োনেজ: ৩ টেবল-চামচ টোম্যাটো কেচাপ: ১ টেবল-চামচ শশা বীজ: ১ টেবল-চামচ
চিজ: ৩ টেবল-চামচ (গ্রেট করা) টোম্যাটো স্লাইস: ২টো পাউরুটির টুকরো: ৬টা নুন ও মরিচ স্বাদ মতো

প্রণালী

কৌটো থেকে টুনা মাছ বের করে ম্যাশ করে নিন।
ওতে মেয়োনেজ, শশা বীজ, কেচাপ, নুন ও মরিচ দিয়ে বেশ করে ফেটিয়ে নিন।
পাউরুটির একটা দিক অল্প সেঁকে নিন। তার উপরে পেঁয়াজ ১ স্লাইস করে রাখুন।
এ বার মাছের মিশ্রণ খানিকটা করে মাখিয়ে উপরে চিজ মাঝখানে ১ স্লাইস করে টোম্যাটো দিন।
বেকিং ট্রে-তে পাউরুটিগুলো রেখে গরম আভেনে ১০-১২ মিনিট বেক করে নিন।


ফিশ পাই

উপকরণ


কাঁটা ছাড়া মাছ: ৬০০ গ্রাম লেবুর রস: ২ টেবল-চামচ মাখন: ৫০ গ্রাম বড় পেঁয়াজ: ১টা (কুচানো) রসুন: ২ কোয়া (কুচানো)
গাজর: ১টা (কুচানো) সেলারি পাতা: ১টা (কুচানো) গ্র্যান্ড পাদানো চিজ: ৫০ গ্রাম (গ্রেট করা) দুধ: ২০০ মিলিলিটার

টপিংয়ের জন্য
খোসা ছাড়ানো আলু: ৫০০ গ্রাম মাখন: ৫০ গ্রাম গোলমরিচ: কয়েকটা
নাটমেগ: আধ চা-চামচ (গ্রেট করা) দুধ: ৪ টেবল-চামচ


প্রণালী

প্রথমে মাছের টুকরোগুলো চিকেন বা ফিশ স্টকের সঙ্গে লেবুর রস মিশিয়ে অল্প
আঁচে ২০-৩০ মিনিট ফোটাতে থাকুন, যত ক্ষণ না মাছ ভাল করে সেদ্ধ হয়ে যায়।
তার পর মাছটা নামিয়ে নিয়ে জল ঝরিয়ে একটু ঠান্ডা করে নিয়ে কাঁটা বেছে ফেলে দিন।
আঙুল দিয়ে মাছের টুকরোগুলো আস্তে আস্তে ভেঙে নিন।
আলু সেদ্ধ করে, তার সঙ্গে মাখন, নাটমেগ, দুধ, মরিচ গুঁড়ো এবং নুন ভাল করে মেখে নিন।
১৯০ ডিগ্রি সেলসিয়াসে আভেন প্রি-হিট করুন।
একটা প্যানে ৫০ গ্রাম মাখন গরম করে তাতে পেঁয়াজ কুচি ৫ মিনিট ভাজুন।
ভাজা পেঁয়াজে রসুন, গাজর, সেলারি পাতা যোগ করে আরও ৫ মিনিট স্টার ফ্রাই করুন।
এর পর দুধ মিশিয়ে উপরে গোলমরিচগুঁড়ো ছড়িয়ে দিন।
আভেনওয়্যার ডিশে ভাল করে মাখন মাখিয়ে নিয়ে তাতে মাছের মিশ্রণটা ঢেলে দিন।
মাছের উপর আলু সেদ্ধর মিশ্রণটি ঢেলে দিয়ে ৩০ মিনিট বেক করুন।
আলু সেদ্ধর উপর দিকের রং বদল হতে শুরু করলে বের করে নিন।
পিস করে কেটে মিক্সড স্যালাডের সঙ্গে সার্ভ করুন।

শ্রিম্প পেস্ট্রি পাফ

উপকরণ


মাখন: ১৫০ গ্রাম জল: আধ কাপ ময়দা: ১ কাপ ও ৫০ গ্রাম দুধ: ১ কাপ
ডিম: ৩টে ফেটানো এবং ২টো সেদ্ধ করে টুকরো করে কাটা নাটমেগ: ১ চিমটে
তেজপাতা: ১টা কুচো চিংড়ি: ১ কাপ (কুচানো) পার্সলে: ১ টেবল-চামচ
চিজ: ১ কিউব (গ্রেট করা) নুন ও গোলমরিচ গুঁড়ো স্বাদমতো

প্রণালী

১০০ গ্রাম মাখন ছোট কিউবে কেটে নিন।
মাঝারি মাপের একটা প্যানে জল ও মাখনের কিউব দিয়ে ফুটতে দিন।
মিশ্রণটি নামিয়ে তাতে ১ কাপ ময়দা যোগ করুন ও কাঠের চামচ দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
আবার মিশ্রণটি গ্যাসে চাপিয়ে নাড়তে থাকুন যত ক্ষণ না ময়দা আস্তে আস্তে প্যানের গা থেকে ছেড়ে যায়।
আঁচ বন্ধ করে মিশ্রণটি ঠান্ডা হতে দিন।
আভেন ১৮০ ডিগ্রি সেলসিয়াসে প্রি-হিট করুন।
একটা একটা করে ফেটানো ডিম ময়দার মিশ্রণে যোগ করে ভাল
করে মিশিয়ে নিয়ে একটা চকচকে ময়দার তাল তৈরি করুন।
বেকিং ডিশের উপর বেকিং পেপার পেতে দিয়ে তার উপর আগের
তৈরি করা মিশ্রণটি চা-চামচ করে বেকিং ডিশের উপর রাখুন।
প্রত্যেকটি পেস্ট্রি পাফের মধ্যে খানিকটা জায়গা রাখুন।
পেস্ট্রি পাফগুলো ২০-২৫ মিনিট বেক করুন যত ক্ষণ না সোনালি রং ধরে শক্ত না হয়ে যায়।
৫০ গ্রাম মাখন প্যানে দিয়ে গলতে দিন। গলানো মাখনে ৫০ গ্রাম ময়দা মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন।
পেস্টের উপর আস্তে আস্তে দুধ ঢালতে থাকুন। এমন ভাবে পেস্টটা মেশাতে থাকুন যাতে কোনও দলা না থাকে।
এর পর মিশ্রণে অল্প জল, তেজপাতা, চিংড়ি মাছ, নুন ও মরিচ মিশিয়ে আস্তে আস্তে নাড়তে থাকুন যত ক্ষণ না ফুটতে শুরু করে।
এ বার আঁচ বন্ধ করে দিয়ে তেজপাতাটা বাইরে ফেলে দিন।
পার্সলে পাতা, নাটমেগ, সেদ্ধ ডিমের কুচি ও চিজ ভাল করে মিশিয়ে কাস্টার্ডের মতো করে একটা পুরু সস্ তৈরি করুন।
খুব পুরু মনে হলে একটু দুধ মিশিয়ে নিতে পারেন।
তৈরি করে রাখা পেস্ট্রি অর্ধেক করে কেটে ভেতরে চামচ দিয়ে শ্রিম্প এগ সস্ ভরে গরমাগরম পরিবেশন করুন।


বম্বে ডাক ফ্রাই
মহারাষ্ট্রের একটি বিশেষ পদ

উপকরণ


লটে মাছ: ২০০ গ্রাম পেঁয়াজ বাটা: ১ টেবল-চামচ রসুন বাটা: ২ চা-চামচ আদা বাটা: ১ চা-চামচ লঙ্কাগুঁড়ো: ১ চা-চামচ
হলুদ গুঁড়ো: আধ চা-চামচ নুন: স্বাদমতো তেল: ভাজার জন্য চাল গুঁড়ো: ১০০ গ্রাম সুজি: ২ টেবল-চামচ



প্রণালী


মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিন, মাছ কিন্তু আস্ত রাখবেন।
এ বার একটি থালায় রেখে ভারী কিছু চাপা দিয়ে রাখুন আধ ঘণ্টার মতো, জল বের হয়ে যাবে।
এ বার পেঁয়াজ, রসুন, আদা বাটা, নুন, হলুদ ও লঙ্কাগুঁড়ো মিশিয়ে ১ ঘণ্টা রেখে দিন।
চাল গুঁড়ো ও সুজি মিশিয়ে নিন।
এ বার মাছগুলোর গায়ে চেপে চাল গুঁড়ো মাখিয়ে মুচমুচে করে তেলে ভেজে নিন।
ইচ্ছে হলে টুকরো করেও ভাজতে পারেন।
এ বার সস্-এর সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

ফিশ অমৃতসরি
পঞ্জাবের একটি বিশেষ পদ

উপকরণ


ভেটকি মাছের ফিলে: ৫০০ গ্রাম পেঁয়াজ বাটা: ২ টেবল-চামচ আদা বাটা: ১ চা-চামচ
রসুন বাটা: ১ চা-চামচ হলুদ গুঁড়ো: ১ চা-চামচ লঙ্কা গুঁড়ো: ১ চা-চামচ গরমমশলা গুঁড়ো: ১ চা-চামচ
ডিম: ১টা সরষের তেল: ১ টেবল-চামচ ছোলার ছাতু: ২ টেবল-চামচ ভিনিগার: ২ টেবল-চামচ
জোয়ান: ১ চা-চামচ নুন: স্বাদ মতো বেসন: ৩ টেবল-চামচ সাদা তেল: ভাজার জন্য জিরে গুঁড়ো: ১ চা-চামচ


প্রণালী

মাছে নুন ও ভিনিগার মাখিয়ে ১০ মিনিট রাখুন।
নুন ও ভিনিগার থেকে তুলে এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, জিরে, হলুদ, লঙ্কা, গরমমশলা, ছাতু,
সরষের তেল, সামান্য নুন, ডিম, জোয়ান, বেসন দিয়ে ভাল করে মেখে ২ ঘণ্টার মতো রেখে দিন।
তার পর তেল গরম করে ডুবো তেলে ভেজে নিন।
তেল ঝরিয়ে পুদিনার চাটনির সঙ্গে পরিবেশন করুন।

সৌজন্য: সানন্দা


রোজের আনন্দবাজার এ বারের সংখ্যা সংবাদের হাওয়াবদল আপনার রান্নাঘর স্বাদবদল চিঠি পুরনো সংস্করণ