৫ পৌষ ১৪১৮ বুধবার ২১ ডিসেম্বর ২০১১





কলিকাতায় পরিবার পরিকল্পনা দিবস
জন্মনিয়ন্ত্রণ অত্যাবশ্যক




লিকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ সুবোধ মিত্র, রবিবার, কলিকাতায়, পরিবার পরিকল্পনা দিবস পালন উপলক্ষে বলেন, জরায়ুতে অস্ত্রপ্রচারই জনসংখ্যা নিয়ন্ত্রণের সর্বাপেক্ষা নিরাপদ ও নিশ্চিত উপায়। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডঃ অনাথবন্ধু রায় ঐ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

জনস্বাস্থ্য ও স্বাস্থ্য বিজ্ঞান পরিষদের ভবনে এই অনুষ্ঠান উদ্বোধন কালে ডঃ মিত্র বলেন, জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পাইতেছে তাহাতে জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে কাহারও দ্বিমত থাকিতে পারে না। তিনি জানান, কলিকাতা বৎসরে প্রায় একলক্ষ শিশু জন্মায়। তন্মধ্যে প্রথম প্রসূতির সংখ্যা ৩০ হাজার এবং দ্বিতীয় প্রসূতি হন ৫০ হাজার।

ডঃ মিত্রের মতে তিনটি সন্তানের জন্ম দিবার পরই মাতার জরায়ুতে অস্ত্রপ্রচার করা উচিৎ। জন্ম নিয়ন্ত্রণ সমস্যার বাস্তব সমাধান হইতেছে ইহাই।

সভাপতি ডঃ রায় বলেন, তৃতীয় পাঁচসালায় ভারত সরকার যে তিনটি জাতীয় পরিকল্পনা গ্রহণ করিতেছেন, তন্মধ্যে পরিবার নিয়ন্ত্রণ অন্যতম। তিনি মনে করেন, পরিবারের কল্যাণের জন্যই জন্ম নিয়ন্ত্রণের প্রয়োজন।
ভারতের পরিবার নিয়ন্ত্রণ পরিকল্পনা সমিতির সহ সভাপতি শ্রী এম এম সিংহী জন্ম নিয়ন্ত্রণের সুফলের উল্লেখ করিয়া বলেন, ভারতে প্রথম পাঁচসালায় ৪ কোটি ৯০ লক্ষ টাকা বরাদ্দ করা হয় এবং তৃতীয় পাঁচসালায় বরাদ্দ হইয়াছে ২৫ কোটি টাকা।

ডঃ পি কে ঘোষ বলেন, বিশেষজ্ঞদের মধ্যে ১৯৬৫ সালে বিশ্বের জনসংখ্যা ৩০০ কোটি বাড়িয়া যাইবে। শ্রীসীতারাম শকসেরিনা বলেন, পরিবার নিয়ন্ত্রণ পরুকল্পনার ব্যাপক প্রচারের ব্যবস্থা করা দরকার।

শ্রীমতী চিত্রলেখা ঠাকুর, শ্রীমতী সুশীলা সিংহী ও শ্রীবিরল মল্লিকও বক্তৃতা দেন।




Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player



অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.