৫ পৌষ ১৪১৮ বুধবার ২১ ডিসেম্বর ২০১১





বাষট্টি বছরেও বাহাদুর: জিন বোরোট্রার উপভোগ্য টেনিস



ক্যালকাটা সাউথ ক্লাবের কর্তৃপক্ষ বিশ্বখ্যাত প্রাক্তন উইম্বলডেন চ্যাম্পিয়ন ফরাসী খেলোয়াড় জিম বোরোট্রার কলিকাতা আগমন উপলক্ষে শনিবার তাহাদের উডবার্ন পার্কস্থ লনে আড়ম্বরহীন একটি টেনিস উৎসবের আয়োজন করেন। এই উপলক্ষে ইন্টারন্যাশনাল ক্লাবে এবং ক্যালকাটা সাউথ ক্লাবের মধ্যে তিনটি প্রীতি খেলার আয়োজন হয়। ক্যালকাটা সাউথ ক্লাবের পক্ষে খেলেন নরেশকুমার, সুমন্ত মিশ্র, দিলীপ বসু, এম এস কে মূর্তি, আই এলেক্সী এবং এস আর সরকার।

সাউথ ক্লাবে এককালের টেনিস সম্রাট জিন বোরোট্রার সহিত আর কৃষ্ণন (বামে),
নরেশকুমার (বাঁদিক হইতে তৃতীয়) ও সুমন্ত মিশ্র (ডানদিকে)

ইন্টারন্যাশনাল ক্লাবের পক্ষে যোগদান করেন জিন বোরোট্রা (ফ্রান্স), রমানাথ কৃষ্ণন, গণেশ দে, পি এন মূর্তি, জে এ হুইটনেল এবং আর সি খান্না। তিনটি ডাবলস খেলা হইবার পর ক্যালকাটা সাউথ ক্লাব ২-১ খেলায় জয়লাভ করে।

সর্বাপেক্ষা আকর্ষণীয় ডাবলস খেলাটি হয় নরেশকুমার এবং সুমন্ত মিশ্রের সহিত ইন্টারন্যাশনাল ক্লাব কুট্রী বোরোট্রা এবং কৃষ্ণনের। সর্বাপেক্ষা বয়োজ্যেষ্ঠ ৬২ বৎসর বয়স্ক এই ফরাসী খেলোয়াড়টি তাঁহার অতীত ক্রীড়ানৈপুণ্যের সাময়িক পরিচয় দিয়া দর্শকদের প্রসংশা অর্জন করেন।

খেলাটির সূচনায় তাঁহার বয়সের অবসাদ প্রকাশ পাইলেও খেলাটির অগ্রগতির সহিত তাহার উৎসাহ এবং শ্রমশীলতা বৃদ্ধি পায়। এমন কি খেলার পর এই বৃদ্ধ এবং অভিজ্ঞ খেলোয়াড়টিকে মন্তব্য করিতে শোনা যায় যে, খেলাটি পাঁচ সেটে নিষ্পত্তি হইলে অধিকতর আনন্দদায়ক হইত। এই আকর্ষণীয় ডাবলস খেলাটির ফলাফল নরেশকুমার এবং সুমন্ত মিশ্র ২-৬, ৬-৪, ৬-৪ সেটে রমানাথ কৃষ্ণন এবং জিন বোরোট্রাকে পরাজিত করেন।


Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player



অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.