৫ পৌষ ১৪১৮ বুধবার ২১ ডিসেম্বর ২০১১





স্বর্গত চারুচন্দ্র বিশ্বাস, শেষ ক্রিয়া সম্পন্ন



নিবার দুপুর সাড়ে এগারোটায় কেওড়াকলা মহাশ্মশানে ভারত সরকারের ভূতপূর্ব আইনমন্ত্রী চারুচন্দ্র বিশ্বাসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। অপুত্রক স্বর্গত বিশ্বাসের একজন কন্যা মুখাগ্নি করেন।

বিশিষ্ট আইনজীবী, শিক্ষাবিদ, সমাজহিতৈষী এবং বাংলা দেশের কৃতী সন্তান চারুচন্দ্র বিশ্বাস শুক্রবার মধ্য রাত্রি ১টায় অকস্মাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হইয়া যাওয়ায় ৭২ বছর বয়সে পরলোক গমন করেন।

প্রভাতী দৈনিকে এই শোকসংবাদ প্রকাশিত হইলে স্বর্গত বিশ্বাসের বহু বন্ধু, আত্মীয়স্বজন ও গুণানুরাগী তাঁহার দক্ষিণ কলকাতার বাসভবনে যান এবং কলিকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলিকাতা অন্ধ স্কুল, হিন্দু সৎকার সমিতি, পশ্চিমবঙ্গের রাজ্যপাল, মধ্যপ্রদেশের রাজ্যপাল প্রভৃতি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ হইতে মৃতের প্রতি শেষ সম্মান প্রদর্শনার্থ মাল্যদান করা হয়। দুপুরে মিছিল করিয়া মৃতদেহ কেওড়াতলা মহাশ্মশানে লইয়া যাওয়া হয়।

শুক্রবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডঃ বিধানচন্দ্র রায় স্বর্গত বিশ্বাসের বাসভবনে যান। স্বর্গত বিশ্বাস তখনও শয্যাশায়ী হইয়া পড়েন নাই এবং মুখ্যমন্ত্রী চিকিৎসা করিতে নয়, শুধু দেখা করিতেই যান। কিন্তু রাত্রে তিনি হঠাৎ অসুস্থবোধ করেন এবং কিছুক্ষণের মধ্যেই সব শেষ হইয়া যয়। স্বর্গত বিশ্বাস অবশ্য গত ছয় মাস যাবৎই নানা অসুখে ভুগিতে ছিলেন।

স্বর্গত বিশ্বাসের স্মৃতিতে শনিবার কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় ক্লাশ ও অফিস ছুটি হইয়া যায় এবং সিণ্ডিকেটের নির্ধারিত সভাও মুলতুবী থাকে। স্বর্গত বিশ্বাস ২৪শে সেপ্টেম্বর ১৯৪৯ সাল হইতে ১০ই মে, ১৯৫০ সাল পর্যন্ত ঐ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।

এইদিন সকালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ হইতে উপাচার্য ডঃ সুবোধ মিত্র ও রেজিস্টার ডঃ দুঃখহরণ চক্রবর্তী শবাধারে মাল্যদান করেন।

এইদিন স্বর্গত বিশ্বাসের স্মৃতিতে কলিকাতা কর্পোরেশনের সকল বিভাগও বেলা দুইটার সময় ছুটি হইয়া যায়। স্বর্গত বিশ্বাস কিছুকাল কলিকাতা কর্পোরেশনের অল্ডারম্যান ছিলেন।




Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player



অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.