সঙ্কটে বণ্টন সংস্থা, রাজ্যের কাছে
বিল-বকেয়া ৬৩০ কোটি
রাজ্য সরকার চাইছে বিদ্যুতের মাসুল কমাতে। কিন্তু রাজ্য সরকারের কাছেই বিদ্যুৎ বণ্টন সংস্থার পাওনা ৬৩০ কোটি টাকারও বেশি। আয় কমে গিয়ে এমনিতেই সংস্থার আর্থিক হাল খারাপ। তার উপরে সরকারি দফতরগুলি প্রাপ্য না মেটানোয় সংস্থার সঙ্কট আরও বেড়েছে।
বিদ্যুতের বিল না মেটানোর অভ্যাস রাজ্য সরকারি দফতরগুলির নতুন নয়। এই প্রবণতা বাম আমলেও ছিল একই ভাবে। তবে ফারাক একটা রয়েছে। তখন বিভিন্ন দফতরের কাছে ২০০ থেকে ৩০০ কোটি টাকা বকেয়া পড়ে থাকত। গত ডিসেম্বর পর্যন্ত হিসাবে দেখা যাচ্ছে, বকেয়া বাড়তে বাড়তে ৬৩০ কোটি টাকারও বেশি হয়ে গিয়েছে। বিদ্যুৎ কর্তাদের একাংশের বক্তব্য, বিভিন্ন দফতরে গিয়ে বকেয়া মিটিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে কাজ হচ্ছে না। বণ্টন সংস্থার চেয়ারম্যান নারায়ণস্বরূপ নিগম অবশ্য বলেন, “বিল নিয়ে কিছু সমস্যা হয়েছে। সেটা সরকার আর আমাদের ব্যাপার। শীঘ্রই তা মিটে যাবে।”
বকেয়ার অঙ্ক
দফতর পরিমাণ*
পুর ৩০৩
জলসম্পদ ১৮৪
স্বরাষ্ট্র ৬৩
জনস্বাস্থ্য কারিগরি ৬০
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ২২
* কোটি টাকায়
বিদ্যুৎ বণ্টন সংস্থার হিসাব বলছে, বকেয়া ফেলে রাখায় সবার উপরে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। তাদের কাছে সংস্থার পাওয়া ৩০৩ কোটি তারা। তার পরেই রয়েছে জলসম্পদ উন্নয়ন দফতর। তারা মেটায়নি ১৮৪ কোটি টাকা। স্বরাষ্ট্র, স্বাস্থ্য, জনস্বাস্থ্য কারিগরি এদের বকেয়ার পরিমাণও অনেক।
সাধারণ গ্রাহকদের বিল আদায়েও নানা খামতি থাকায় সংস্থার প্রতি মাসে যত টাকা আয় হতে পারত, তা হচ্ছে না। সব মিলিয়ে জটিল আর্থিক পরিস্থিতিতে দাঁড়িয়ে সংস্থা কর্তৃপক্ষকে এখন বাজার থেকে সুদে টাকা ধারও করতে হচ্ছে। এই পরিস্থিতিতে মাসুল কমালে সংস্থার হাল আরও খারাপ হতে পারে বলে বিদ্যুৎ কর্তাদের অনেকে মনে করছেন।
সংস্থা সূত্রে খবর, আয় কমে যাওয়ায় এ বছরের শেষে সংস্থার রাজস্ব ঘাটতি প্রায় ২,৬০০ কোটি টাকায় গিয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে। সংস্থা চালানোর জন্য বণ্টন কর্তৃপক্ষের ইতিমধ্যেই দীর্ঘমেয়াদি এবং স্বল্পমেয়াদি শর্তে বাজার থেকে ৪,০০০ কোটি টাকা ঋণ নেওয়া হয়ে গিয়েছে (২০১৩-র ডিসেম্বর পর্যন্ত)। আয় তেমন বাড়ছে না দেখে ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলিও বণ্টন সংস্থাকে ঋণ দিতে নিমরাজি বলে খবর। বিদ্যুৎ কর্তাদের অনেকেরই আশঙ্কা, কোনও কারণে তাদের বেহাল স্বাস্থ্যের খবর বাজারে ছড়ালে সংস্থা চালানোর জন্য জরুরি প্রয়োজনে বাজার থেকে ঋণ পেতে আরও সমস্যা হতে পারে। এই পরিস্থিতিতে বিদ্যুতের মাসুল কমানো কতটা যুক্তিযুক্ত হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজ্য প্রশাসন সূত্রে খবর, মাসুল কত পয়সা কমানো যেতে পারে, তার হিসেবই বিদ্যুৎ কর্তারা করে উঠতে পারছেন না।
বিদ্যুৎ বণ্টন সংস্থার সঙ্কটের জেরে ভুগতে হতে পারে রাজ্যকেও। কারণ বণ্টন সংস্থার কাছ থেকে প্রতি বছর বিদ্যুৎ শুল্ক আদায় করে রাজ্য সরকার। সংস্থাটি রুগ্ণ হয়ে পড়লে রাজ্যের কোষাগারে সেই অর্থ জমা পড়া নিয়ে সংশয় দেখা দিতে পারে।
তা ছাড়া, রাজ্যের কাছে বণ্টন সংস্থার মোটা অঙ্কের ঋণ রয়েছে। তার সুদ ও আসল বাবদ ফি বছর কয়েকশো কোটি টাকা রাজ্য পায় বণ্টন সংস্থার কাছ থেকে। আর্থিক সঙ্কটে পড়া বণ্টন সংস্থা সেই টাকাও মেটাতে পারবে না বলেই মনে করছেন কর্তাদের একাংশ। তাঁদের বক্তব্য, দফতরগুলি বিলের টাকা মেটালে সরকারের পাওনা মেটানোর চেষ্টা হবে।
কিন্তু দফতরগুলি এত টাকা বকেয়া ফেলে রাখছে কেন? জলসম্পদ দফতরের মন্ত্রী সৌমেন মহাপাত্রের দাবি, বিল বকেয়া রাখার অভ্যাস তাঁর দফতরের নেই। তাঁর পাল্টা অভিযোগ, “বিল তৈরির ব্যাপারে বণ্টন সংস্থার নানা গাফিলতি আছে। অনেক সময়ই তারা জটিল, বিভ্রান্তিকর বিল পাঠায়। সেই সমস্যার সমাধানও বিদ্যুৎ কর্তারা সময় মতো করতে পারে না।”
জনস্বাস্থ্য কারিগরি দফতরের বকেয়া প্রায় ২২ কোটি। দফতরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানান, এত বকেয়ার দায় সবটাই তাঁর দফতরের নয়। তাঁর দফতরের নামে বিভিন্ন জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত অগভীর নলকূপের পাম্প চালায়। অন্য কারণেও বিদ্যুৎ ব্যবহার করে। তারা সময় মতো বিল মেটায় না বলে দায় এসে পড়ে জনস্বাস্থ্য কারিগরি দফতরের ঘাড়ে।
বকেয়ার তালিকায় সব চেয়ে উপরে নাম রয়েছে পুর দফতরের। দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “এ ক্ষেত্রে গ্রাহক হল পুরসভাগুলি। তারা স্বশাসিত সংস্থা এবং তাদের বিদ্যুৎ সংযোগ দিতে পুর দফতরের অনুমতিও লাগে না। তাই এতে পুর দফতরের কোনও দায়িত্ব নেই।” মন্ত্রী অবশ্য জানান, পরিস্থিতির কথা বিবেচনা করে বিদ্যুৎ বিল মেটাতে কিছু টাকা পুরসভাগুলিকে বরাদ্দ করার ব্যাপারে ইতিমধ্যেই তিনি অর্থমন্ত্রী অমিত মিত্রের সঙ্গে কথা বলেছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.