১ রাত্রির অবসান। ৪ গড়গড়ার মাথায়
তামাক-সমেত যেটা থাকে। ৬ দিব্যি, আমি—খেয়ে বলছি। ৮ কৃষ্ণের দাদা। ৯ এক হিন্দুতীর্থ,
এটি কৈলাসের বিরাট জলাশয়। ১০ বিলাসী, আমোদপ্রিয়। ১১ কপালজোরে। ১৩ কাঁঠাল। ১৪ স্মৃতিশাস্ত্রের বিখ্যাত গ্রন্থকার,
বলরামের আর এক নাম। ১৫ লোকের মুখে মুখে প্রচারিত কথা। ১৭ এই যোগই শুভ ও সার্থক। ১৯ একই মায়ের পেটের ভাই, সোদর। ২১ কাজে বা সিদ্ধান্তে যা বাধা হয়ে দাঁড়ায়। ২২ পাহারাওয়ালা। ২৪ লঙ্কেশ, লঙ্কাপতি। ২৫ যে মাসে শুভকাজ নিষিদ্ধ। ২৭ আশ্রয়, ‘তোমার চরণ করব—’। ২৮ ছবি আঁকা, নাচ, গানাদি সুকুমার শিল্প। ৩০ বাহন-পরিচয়ে গরুড়। ৩২ মহাদেব। ৩৪ লীলাচঞ্চল। ৩৬ তরুণী, আধুনিকা। ৩৭ রান্না। ৩৮ যার দুঃখ বা শোক দূর হয়েছে। |
|
১ বুদ্ধদেবের পুত্র।
২ কাজের জন্য, কার্যানুরোধে।
৩ লাল আভা।
৪ জলপাত্র।
৫ চুলের পরিচর্যা।
৬ দিক্নির্ণয় যন্ত্র।
৭ স্নিগ্ধ দখিনা বাতাস।
১১ কাপড়ের আঁচল বা খুঁট।
১২ তুঁত-পোকা,
যার তন্তু থেকে রেশম হয়।
১৩ ভঙ্গুর।
১৪ হংসধ্বনি।
১৬ সূর্যের পূর্ণগ্রাস।
১৮ পুলিশ কমিশনার।
২০ ‘অশান্তি আজ হানল একি—’।
২৩ রাবণ শক্তিশেল অস্ত্র দিয়ে
যাঁকে ধরাশায়ী করেছিলেন।
২৬ ‘—স্রোতের ধারায় জেনো জেনো মোর সকলই হারায়’, উদ্দেশ্যহীন।
২৭ যমের দুয়ার।
২৯ তরল করা হয়েছে।
৩১ বাদ্যধ্বনি।
৩২ কন্দর্পদেব।
৩৩ শরাবে আসক্ত।
৩৫ বর্ধনকারী, ছেদক। |