শিলিগুড়িতে অনুশীলনে সার্ভিসেস দল। শনিবার ছবিটি তুলেছেন বিশ্বরূপ বসাক। |
ক্রীড়া পরিষদ সচিব অরূপরতন ঘোষ বলেন, “খেলা সফল করতে আমরা সবরকম ভাবে চেষ্টা করছি। সামান্য চিন্তা ছিল মাধ্যমিকের সময়ে খেলা হওয়ায় দর্শক হবে কিনা। তবে টিকিট বিক্রির হার নিয়ে আমরা বেশ আশাবাদী। আশা করছি অন্তত অর্ধেক গ্যালারি ভরে যাবে। রাতের খেলায় আরো বেশি দর্শক আশা করছি আমরা।” দিনের খেলায় টিকিটের দাম রাখা হয়েছে ১০ ও ২০ টাকা এবং রাতের খেলায় ১০, ২০ ও ৩০ টাকা দাম রাখা হয়েছে। ইতিমধ্যেই পঞ্জাব ছাড়া বাকি দলগুলি শহরে চলে এসেছে। পঞ্জাবও আজ রবিবারই শিলিগুড়িতে চলে আসবে। প্রতিযোগিতায় ভাল ফল করতে মরিয়া রেলওয়েজ দল এক সপ্তাহ আগেই শহরে এসে গিয়েছে। এসেছে বাংলা দলও।
পাঁচটি জোনের সেরা দুটি করে দলকে নিয়ে মোট ১০ টি দল মূলপর্বে খেলবে। দুটি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলিকে। গ্রুপ এ তে রয়েছে সার্ভিসেস, কেরল, মিজোরাম, উত্তরাখণ্ড ও মহারাষ্ট্র। অন্যদিকে গ্রুপ বি তে রয়েছে বাংলা, তামিলনাড়ু, রেলওয়েজ, পঞ্জাব, গোয়া। অনুশীলনের জন্য কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম ময়দান ছাড়া অন্য আটটি মাঠকে ঠিক করা হয়েছে। এর মধ্যে মাটিগাড়ার চাঁদমণি ময়দান, দাগাপুরের টেকনো ইন্ডিয়া গ্রুপের দু’টি মাঠ, কদমতলার বিএসএফের দু’টি ময়দান ও রানিডাঙ্গার এসএসবির দুটি ময়দান এবং নিউ জলপাইগুড়ি ইন্সটিটিউট ময়দানে অনুশীলন করবে দলগুলি। অবশ্য ম্যাচ কমিশনারের অনুমতি নিয়ে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামেও অনুশীলন করতে পারবে দলগুলি বলে ক্রীড়া পরিষদ সূত্রে জানা গিয়েছে। ফাইনাল মার্চের ৯ তারিখে। প্রতিদিন প্রথম খেলা দুপুর আড়াইটেয় ও পরেরটি সন্ধ্যে সাড়ে ছটায়। |