টুকরো খবর
ফাইনালে সোমদেব
কলকাতা চ্যালেঞ্জারে যাঁর কাছে হেরে বিদায়, ঠিক সাত দিনের মাথায় সেই রুশ ইভজেনি দনস্কয়কে স্ট্রেট সেটে ৬-৪, ৬-২ হারিয়ে শোধ নিলেন সোমদেব দেববর্মন। কলকাতার সেমিফাইনালে হারের বদলা এ দিন দিল্লি চ্যালেঞ্জারের সেমিফাইনালে নিয়ে সোমদেব বলেন, “আজ কোর্টে যত দূর সম্ভব ওর জীবন দুর্বিষহ করার চেষ্টা করেছি।” এই চেষ্টায় ছিল নিজের স্বাভাবিক খেলার ধরন পাল্টে বারবার নেটে উঠে আক্রমণের পরিকল্পিত রণকৌশল। সোমদেবের কথায়, “গত সপ্তাহে ও আমাকে কোণঠাসা করে ফেলেছিল। আজ কিন্তু নিজের শর্তে খেলে ওকে চমকে দিতে পেরেছি।” টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই, বিশ্বের ৯৬ নম্বর সোমদেব আর ১১৪ নম্বর দনস্কয়ের এটা ছিল তৃতীয় মোলাকাত। যার শেষে ভারতীয় এগিয়ে ২-১। ১ লক্ষ মার্কিন ডলার পুরস্কার মূল্যের টুর্নামেন্টের ফাইনালে ভারতীয়ের সামনে এ বার শীর্ষবাছাই, কাজাখস্থানের আলেকসান্ডার নেদোভয়েসভ। অন্য দিকে, ডাবলসে কলকাতার পর দিল্লিতে নিজেদের দ্বিতীয় চ্যালেঞ্জার জিতলেন সনম সিংহ-সাকেত মিনেনি। ফাইনালে তাঁরা ৭-৬ (৫), ৬-৪ হারান তাই জমজ সানচাই ও সোনচাই রাতিওয়াতানাদের।

অনির্বাণদের হার
লুই ফিলিপ কাপ গল্ফে অনির্বাণ লাহিড়ীর বেঙ্গালুরুকে হারিয়ে দিল আমদাবাদ। টিম টুর্নামেন্টের ফাইনালে বিশ্বের ১০৬ নম্বর অনির্বাণ নিজের সিঙ্গলসে আমদাবাদের অধিনায়ক বিক্রান্ত চোপড়াকে হারালেও অন্য দুই লড়াইয়ে আমদাবাদের শ্রীলঙ্কান তারকা মিথুন পেরেরা এবং বিনোদ কুমারের জয়ে ফল দাঁড়ায় ২-১। এই নিয়ে পরপর দু’বার এই টুর্নামেন্টে আমদাবাদের কাছে হেরে খেতাব হাতছাড়া করলেন অনির্বাণরা। শুক্রবারের সেমিফাইনালে রাহিল গাঙ্গজি, চিরাগ কুমার ও শঙ্কর দাসের কলকাতাকে ৩-০ হারিয়েছিল বেঙ্গালুরু। কলম্বোকে হারিয়েছিল আমদাবাদ। যারা খেতাবের সঙ্গে এ দিন ৩৬ লক্ষ টাকার চেক-ও জিতে নিল। রানার্স বেঙ্গালুরু পেল ২৪ লক্ষ টাকা। তৃতীয় কলম্বো পেল ১৮ লক্ষ।

শুমির পাশে মাসা
হাসপাতালে মিশায়েল শুমাখারকে দেখে এলেন ফিলিপে মাসা। এবং সাত বারের বিশ্ব চ্যাম্পিয়নের প্রাক্তন টিমমেটের বিশ্বাস, তাঁর বন্ধু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন। মাসা জানিয়েছেন, তাঁর কথায় মুখ নাড়িয়ে প্রতিক্রিয়া দিয়েছেন শুমাখার। পরে বলেন, “আমি চিকিৎসার কিছু বুঝি না। তবে নিজের চোখে ওর প্রতিক্রিয়া দেখার পর আমি খুবই আশাবাদী।” ২০০৯-এর হাঙ্গারি রেসে দুর্ঘটনায় মাসা নিজে মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়ে কৃত্রিম কোমায় ছিলেন। শুমাখারের বর্তমান অবস্থাটা ভালই বোঝেন তিনি। ব্রাজিলীয় চালক জানিয়েছেন, তাঁর নতুন দল উইলিয়ামস, নতুন গাড়ি, মরসুমের প্রস্তুতি--সব নিয়েই শুমাখারের সঙ্গে কথা বলেছেন। “দেখে মনে হবে শুমি ঘুমোচ্ছে। আমি ওকে বারবার জেগে উঠতে বলি। ও জেগে উঠবেই, এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে,” বলছেন মাসা।

পঙ্কজের ডাবল সেঞ্চুরি
সিএবি প্রথম ডিভিশন লিগের ম্যাচে ডাবল সেঞ্চুরি করলেন ইস্টার্ন রেলের পঙ্কজ সাউ। দু’দিনের এই ম্যাচের প্রথম দিন ইউনাইটেড ক্লাবের বিরুদ্ধে ১৪০ বলে ২৩০ রান করে অপরাজিত থাকলেন তিনি। তাঁর দল ৭০.৫ ওভারে চার উইকেটে ৪৮৫ রান তুলল। এ দিন অন্যান্য ম্যাচে শ্যামবাজারের পূরব জোশী (১৪০), টাউন ক্লাবের আজাজ আনসারি (১৭০), সাবার্বানের বিক্রান্ত রাজপুত (১৪০), ওয়েস্ট বেঙ্গল পুলিশের সৌরভ সেনগুপ্ত (১২৩) ও নীতিশ অগ্রবাল (১২০) সেঞ্চুরি পান। এ দিকে বাংলা দলের প্র্যাকটিসে বারো জন উপস্থিত থাকলেও বিচারপতি ও আইনজীবীদের ক্রিকেটের জন্য ইডেন বরাদ্দ থাকায় এ দিনও পুরোপুরি অনুশীলন না করেই মাঠ ছাড়তে হল লক্ষ্মীরতন শুক্ল ও তাঁর দলবলকে।

জিতল চেলসি
আবার জয়ের স্বাদ পেলেন হোসে মোরিনহো। শনিবার প্রিমিয়ার লিগে এভার্টনকে ১-০ হারাল চেলসি। ম্যাচের একমাত্র গোল করেন জন টেরি। তাও আবার নব্বই মিনিট শেষে ইনজুরি টাইমে। জয়ের সৌজন্যে প্রিমিয়ার লিগ টেবলের শীর্ষস্থানে থাকল চেলসি। ৬০ পয়েন্ট নিয়ে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.