|
|
|
|
আবেদন খারিজ, মাঠের বাইরে রোনাল্ডো
নিজস্ব প্রতিবেদন |
শেষ পর্যন্ত হতাশাই জুটল কার্লো আন্সেলোত্তির কপালে। রিয়াল মাদ্রিদ কোচ ‘বাঁচাতে’ পারলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।
ঘটনাটা কী? অ্যাথলেটিক বিলবাও ম্যাচে লাল কার্ড দেখে তিন ম্যাচের জন্য সাসপেন্ড হয়েছিলেন রোনাল্ডো। কিন্তু তাঁর নির্বাসনের সময়সীমা কমানোর জন্য স্পেনের নতুন স্পোর্টস কোর্টে আবেদন জানায় রিয়াল মাদ্রিদ। ইতিমধ্যে দু’ম্যাচের নির্বাসন কাটিয়ে ফেলেছেন রোনাল্ডো। তাঁর ক্লাব তাই চেয়েছিল, শাস্তি কমিয়ে দু’ম্যাচেই তা আটকে রাখতে। যাতে শনিবারের লা লিগা ম্যাচে তাঁকে খেলানো যায়। শনিবার এলচের বিরুদ্ধে ম্যাচে রোনাল্ডোকে পাওয়া যাবে, সে ব্যাপারে এতটাই আত্মবিশ্বাসী ছিলেন আন্সেলোত্তি যে, মহাতারকাকে প্ল্যানে রেখেই রিয়ালের ছক সাজিয়েছিলেন। আত্মবিশ্বাসী সুরে সাংবাদিক সম্মেলনে বলেও দিয়েছিলেন, “রোনাল্ডোকে নিয়েই দলের ছক সাজিয়েছি। আশা করছি এলচে ম্যাচের আগেই কোর্টের সিদ্ধান্তের কথা জানতে পারব। ন্যায্য বিচার পাওয়ার আশায় আছি। আমার বিশ্বাস রোনাল্ডো খেলতে পারবে ম্যাচে।”
আন্সেলোত্তির আত্মবিশ্বাসে জল ঢেলে দিল আদালত। তা-ও আবার লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচের কয়েক ঘণ্টা আগে। রোনাল্ডো-সহ ম্যাচের ছক নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত আন্সেলোত্তি জানতে পারেন যে, এলচের বিরুদ্ধেও ফুটবলবিশ্বের সেরা ফরোয়ার্ডকে নিয়ে আক্রমণ সাজাতে পারবেন না। স্পেনের স্পোর্টস কোর্টের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, রিয়ালের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। অর্থাত্ লা লিগায় এই মুহূর্তেই মাঠে নামতে পারবেন না রোনাল্ডো। পুরো শাস্তি কাটিয়েই ফিরতে হবে তাঁকে। রোনাল্ডোকে ‘হারানোর’ দিনটা আরও তেতো হয়ে থাকল রিয়াল সমর্থকদের জন্য। এ দিনই গ্যারেথ বেলকে তীব্র কটাক্ষ করলেন ক্লাব কিংবদন্তি জোর্জ ভালদানো। বললেন, “আমার মনে হয় রিয়ালে বেল খুশি নয়। ইদানীং ও খুব ভয় পেয়ে খেলছে। এখনও ওর আসল ফর্ম দেখতে পাইনি।” |
|
|
|
|
|