মোয়েসের সঙ্গে এক টেবলে চুক্তি সই। ছবি: টুইটার। |
নতুন চুক্তি সই করে রুনি বলেন, “সামনের অগস্ট মাসে এই ক্লাবে আমার দশ বছর পুরো হবে। এই ক্লাবের সঙ্গে অনেক স্মরণীয় মুহূর্ত উপভোগ করেছি। যা লক্ষ্য ছিল, তা পূর্ণ করেছি।” সঙ্গে যোগ করেন, “আমার অভিষেক ম্যাচ থেকেই সমর্থকরা পাশে ছিলেন। যার জন্য সব ম্যান ইউ সমর্থককে ধন্যবাদ।” দলের তারকা স্ট্রাইকারকে আরও কয়েক বছর দলে রেখে খুশি মোয়েস। বলে দিলেন, “আমি খুব খুশি রুনি নতুন চুক্তি সই করায়। ও ক্লাবের অপরিহার্য অঙ্গ। বিশ্বের সব বড় ক্লাবই ওকে চাইবে দলে।”
যে ক্লাবের ম্যানেজার রুনিকে ভীষণ ভাবে চেয়েছিলেন, সেই চেলসি কোচ হোসে মোরিনহো যেমন রুনিকে না পাওয়ার ক্ষোভ উগরে দিলেন। শুক্রবার সাংবাদিক সম্মেলনে সব প্রশ্নের উত্তরেই “নো কমেন্টস’ বলে এড়িয়ে যান মোরিনহো। একমাত্র রুনি প্রসঙ্গে মুখ খোলেন তিনি। এবং সাফ বলে দেন, “হ্যাঁ এক সময় হয়তো রুনিকে সই করতে চেয়েছিলাম। কিন্তু এখন এ ব্যাপারে আমার কোনও মাথাব্যথা নেই।” |