যন্ত্রণা আর জনসন সামলাচ্ছেন আমলা
হাতের হাড় সরে যাওয়া সত্ত্বেও ড্রেসিংরুমে বসে থাকতে রাজি নন হাসিম আমলা। নেমে পড়লেন ব্যাট হাতে। আর দিনের শেষে আমলা তাঁর ২১তম টেস্ট সেঞ্চুরি থেকে সাত রান দূরে। আর অস্ট্রেলিয়ার চেয়ে দক্ষিণ আফ্রিকা ৩৬৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় টেস্ট জয়ের আরও কাছাকাছি চলে এসেছে।
শনিবার পোর্ট এলিজাবেথে টেস্টের তৃতীয় দিনের শেষে আমলা ও কুইন্টন ডিকক যখন প্যাভিলিয়নে ফিরছেন, তাঁদের স্কোরবোর্ডে ১৯২-৪। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ২৪৬ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে এই ব্যাটিংয়ের পরে এখন জয় ছাড়া আর অন্য ভাবনা নেই গ্রেম স্মিথদের শিবিরে। রবিবার সাড়ে চারশো বা তার বেশি ‘লিড’ নিয়ে ইনিংস ডিক্লেয়ার করে দিলে ক্লার্করা সেই চ্যালেঞ্জটা নিতে পারবেন? প্রশ্ন এখন সেটাই।
যদিও প্রথম ইনিংসে জোড়া উইকেট শিকারি ওয়েন পার্নেল কুঁচকির চোটের জন্য দ্বিতীয় ইনিংসে মাঠে নামতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তবে যে দু’জন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ধস নামানোয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন, সেই ভার্নন ফিল্যান্ডার (৩-৬৮) ও মর্নি মর্কেলের (৩-৬৩) সঙ্গেই মাইকেল ক্লার্কদের আসল যুদ্ধ শেষ ইনিংসে।

আমলা: ৯৩ ব্যাটিং। ছবি: এএফপি।
স্মিথের দলের ফিল্ডাররা একাধিক ক্যাচ না ফেললে অবশ্য আরও কম রানে শেষ হয়ে যেত অস্ট্রেলিয়া। গালিতে দাঁড়িয়ে এমনই এক কঠিন ক্যাচ ধরতে গিয়ে হাতের হাড় সরে যায় আমলার। তবু স্মিথ (১৪) ফিরে যাওয়ার পর তিন নম্বরেই ব্যাট করতে নামেন তিনি। মিচেল জনসন তখন আগুনে মেজাজে। স্মিথকে ফিরিয়ে দিয়েছেন। কিন্তু হাতে চোট নিয়েও বিশ্বের ভয়ঙ্করতম ফাস্ট বোলারকে খেলে দেন আমলা।
প্রায় চার মাস আগে শেষ টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন আমলা। নিজের কেরিয়ারের এই মিনি অফ ফর্মের ধাক্কা অবশ্য এই ইনিংস দিয়ে সামলে দিয়েছেন তিনি। যদিও ৮৩ রানের মাথায় জনসনকে গ্লান্স করতে গিয়ে উইকেটকিপার ব্র্যাড হাডিনের হাতে ক্যাচ তুলে দিয়েছিলেন আমলা। কিন্তু বল বাঁ দিকে ঝাঁপিয়ে পড়া হাডিনের গ্লাভসে লেগে ছিটকে বেরিয়ে যায়।
আমলা ক্রিজে থাকলেও উল্টো দিক থেকে দু’প্লেসি (২৪), ডে’ভিলিয়ার্সরা (২৯) ফিরে গিয়েছেন। এখন ডিকক (৯)-কে সঙ্গী করে নিজেদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার জন্য লড়াই করছেন হাসিম আমলা। দ্বিতীয় ইনিংসে জনসন ও সিডল দু’টি করে উইকেট নেন।
আমলার শেষ পাঁচ টেস্ট
১০ (বনাম পাকিস্তান, আবু ধাবি), ৩৬ ও ৪ (বনাম ভারত, জোহানেসবার্গ), ৩ (বনাম ভারত, ডারবান), ১৭ ও ৩৫ (বনাম অস্ট্রেলিয়া, সেঞ্চুরিয়ন), ০ ও ৯৩ ব্যাটিং (বনাম অস্ট্রেলিয়া, পোর্ট এলিজাবেথ)
(১১৮) গত বছর অক্টোবরে আবু ধাবিতে পাকিস্তানের বিরুদ্ধে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.