|
|
|
|
|
ডার্বিতে অনিশ্চিত ওডাফা |
বাগান বাঁচাতে ফিরে আসছে চুনীদের কমিটি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
|
নির্বাচনের বছরে ফের টেকনিক্যাল কমিটি ফিরছে মোহনবাগানে। গ্যালারি-সহ তাঁবুর নানা কাজে গতি আনারও চেষ্টা শুরু হল।
চার বছর ট্রফি নেই বাগানে। করিম বেঞ্চারিফার দলের ব্যর্থতার পর কয়েক সপ্তাহ ধরে টেকনিক্যাল কমিটি গড়ার দাবি জানিয়ে আসছিলেন চুনী গোস্বামী, সুব্রত ভট্টাচার্য, সত্যজিৎ চট্টোপাধ্যায়ের মতো বাগানের ঘরের ছেলেরা। দু’বছর আগে চুনীর নেতৃত্বেই এ রকম একটা কমিটি হয়েছিল বাগানে। কিন্তু পরে তা নানা ঝামেলায় উধাও হয়ে যায়। কর্তারাই ওডাফা-কাতসুমি-রাম-পঙ্কজদের নিয়ে এ বার দল গড়েন। শনিবার বিকেলে ক্লাব তাঁবুতে কর্মসমিতির সভার পর সহ সচিব সৃঞ্জয় বসু অবশ্য বললেন, “সবাই চাইছে একটা টেকনিক্যাল কমিটি তৈরি করতে। অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নিয়েছি। কমিটিতে প্রাক্তন কোচ ও ফুটবলাররা থাকবেন। দল গড়ার সময় ওঁদের পরামর্শ নেওয়া হবে।” জানা গিয়েছে কমিটি তৈরি হবে মার্চের শেষে।
ক্লাব সচিব অঞ্জন মিত্র বহু দিন অসুস্থ। তাঁর অনুপস্থিতিতে এ দিনই প্রথম সভা হয় কর্মসমিতির। ক্লাব মাঠের ফেন্সিং ভেঙে পড়ছে। তাঁবুর অবস্থা শোচনীয়। গ্যালারি অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে। সভায় ঠিক হয়, জুন মাসের মধ্যে তা ঠিক করার চেষ্টা হবে। কর্মসমিতির দুই সদস্যকে দায়িত্ব দেওয়া হয় কাজ দ্রুত শেষ করার ব্যাপারে উদ্যোগী হওয়ার জন্য। এর আগে অবশ্য কর্মসমিতির সভার পর এ রকম সময়সীমা আরও দু’বার বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু কিছুই হয়নি। ক্লাব তাঁবু অন্ধকারই থেকেছে। নির্বাচনের আগে সেটা শেষ হয় কি না দেখার।
সাংবাদিক সম্মেলনে এ দিন দু’কোটির ওডাফা ওকোলিকে নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। কবে দলের অধিনায়ক মাঠে ফিরবেন বা ডার্বি খেলতে পারবেন কি না তা নিয়ে কোনও জবাব দিতে পারেননি কর্তারা। সহ-সচিব বলে দেন, “ডাক্তাররাই এটা বলতে পারবেন।” দলের ডাক্তার প্রতীম রায় অবশ্য অনেক দিন দিল্লিতে। ফলে জানেনই না ওডাফার বর্তমান অবস্থা। ক্লাব সূত্রের খবর, দ্রুত সুস্থ হওয়ার জন্য ওডাফার দরকার ছিল নিয়মিত ফিজিওর কাছে গিয়ে বেটো-ব্যারেটোদের মতো সুস্থ হওয়ার চেষ্টা করা। কিন্তু সেখানেও তিনি অনিয়মিত বলে খবর। ফলে ডার্বিতে তিনি অনিশ্চিত। আই লিগের শেষ সাত ম্যাচে ক’টা খেলতে পারবেন তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। তবে কর্তারা এ দিন সিদ্ধান্ত নিয়েছেন ওডাফা এপিসোডের পর ডাক্তার রথীন চক্রবর্তীর নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ড তৈরি হবে। তাঁরাই ফুটবলারদের দেখবেন। এ দিনের সভায় ঠিক হয়, মুম্বইতে অসুস্থ সচিবের অস্ত্রোপচার ৩ মার্চ। তাঁকে খুশি করার জন্য ডার্বি ম্যাচ জিততে মরিয়া হওয়ার জন্য ফুটবলারদের অনুরোধ করা হবে। সে জন্য আগের দিন কর্মসমিতির সদস্যরা মাঠে যাবেন। |
|
|
|
|
|