সিডিএমএ স্পেকট্রাম (৮০০ মেগাহার্ৎজ) নিলামের সুপারিশ করে ন্যূনতম দর বেঁধে দিল টেলিকম নিয়ন্ত্রক ট্রাই। মেগাহার্ৎজ পিছু দর ধরা হয়েছে ২,৬৮৫ কোটি টাকা, ২০১৩-র সিডিএমএ স্পেকট্রাম নিলামের তুলনায় যা প্রায় ৫০% বেশি। ওই সময়ে দেশব্যাপী স্পেকট্রাম নিলামের ক্ষেত্রে ন্যূনতম দর ছিল ১,৮০০ কোটি টাকা। সেই নিলামে একমাত্র অংশ নিয়েছিল সিস্টেমা শ্যাম টেলিসার্ভিসেস।
উল্লেখ্য, এর আগে সিডিএমএ এবং ফোর-জি পরিষেবার জন্য ব্যবহৃত ৮০০ মেগাহার্ৎজ স্পেকট্রাম বিক্রিতে সম্মতি জানায়নি ট্রাই। শেষ পর্যন্ত কেন্দ্রের সঙ্গে দফায় দফায় আলোচনার পরে শনিবার এই সুপারিশ পেশ করে তারা।
দেশ জুড়ে সব অবিক্রীত সিডিএমএ স্পেকট্রাম নিলামের সুপারিশও করেছে ট্রাই। যার মধ্যে রয়েছে এমটিএনএল-এর হাতে থাকা সমস্ত স্পেকট্রাম। পাশাপাশি, জম্ম-কাশ্মীর, অসম ও উত্তর-পূর্বাঞ্চলে বিএসএনএল-এর হাতে থাকা একটি ব্লক বাদে সংস্থার সব স্পেকট্রাম ফিরিয়ে নিয়ে তা নিলামের প্রস্তাবও রেখেছে তারা। এর মধ্যে প্রথম বার অংশ নেওয়া সংস্থাগুলিকে ৫ মেহাগার্ৎজের একটি ব্লক জিততেই হবে বলেও ট্রাই শর্ত রেখেছে। স্পেকট্রামগুলি ১.২৫ মেগাহার্ৎজের এক একটি ব্লকে নিলাম করা হবে।
নিলামের আগে সারা দেশে ২২টি সার্কেলের মধ্যে যে-পাঁচটিতে সিডিএমএ স্পেকট্রাম অন্য স্পেকট্রামের সঙ্গে মিলেমিশে রয়েছে, সেগুলি কেন্দ্রকে আলাদা করতে হবে বলেও শর্ত রেখেছে তারা। যদিও বিষয়টি নিয়ে আপত্তি তুলেছে রিলায়্যান্স কমিউনিকেশন্স ও টাটা টেলি-র মতো সিডিএমএ সংস্থা। তাদের দাবি, ব্লকগুলি আলাদা করে তার ফ্রিকোয়েন্সি অন্যান্য ব্লকের সঙ্গে মেলানোর কাজটি দীর্ঘ মেয়াদি ও এতে খরচও হবে প্রচুর। |