টুকরো খবর
বিমানের টিকিট কাটলে উপহার
এ বার বিমানের টিকিট কাটলেই স্বর্ণমুদ্রা। নতুন এই প্রকল্প এনেছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের সহযোগী সংস্থা সিল্ক এয়ার। রজতজয়ন্তী বর্ষ উপলক্ষে সংস্থা ঘোষণা করেছে, তাদের বিজনেস শ্রেণির টিকিট কাটলে প্রত্যেক যাত্রী ২৪ ক্যারাটের ৪ গ্রাম ওজনের সোনার মুদ্রা উপহার পাবেন, যার বাজার দর প্রায় ১২ হাজার টাকা। এ জন্য ২৮ ফেব্রুয়ারির মধ্যে টিকিট কাটতে হবে। সেই টিকিটে ১ মার্চ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে বিমানে চড়তে হবে। ‘আগে এলে আগে মিলবে’ ভিত্তিতে তা পাওয়া যাবে। এ ছাড়া সিল্ক এয়ার ও সিঙ্গাপুর এয়ার সাধারণ শ্রেণির যাত্রীদের জন্যও ছাড় ঘোষণা করেছে। এ জন্য টিকিট কাটতে হবে ৯ মার্চের মধ্যে, তা ব্যবহার করা যাবে ৩১ জুলাই পর্যন্ত। কলকাতা থেকে ছাড় মিলবে চিন, হংকং, তাইল্যান্ড, জাপান, মালয়েশিয়া, ফিলিপিন্স, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার টিকিটে। প্রতি বারই সিঙ্গাপুর ছুঁয়ে যাওয়ার সময়ে চাঙ্গি বিমানবন্দরে ব্যয়ের জন্য ৪০ সিঙ্গাপুর ডলারের কুপন দেওয়া হবে।

হোয়াটস্অ্যাপে তথ্য সুরক্ষিত নয়, দাবি
সন্দেহ আগে থেকেই ছিল। তা আরও বাড়াল ফেসবুকের হোয়াটস্অ্যাপ অধিগ্রহণ। কম্পিউটার বিশেষজ্ঞদের অনেকেই প্রথম থেকে দাবি করছিলেন, হোয়াটস্অ্যাপে যে পদ্ধতিতে তথ্য আদানপ্রদান হয়, তা মোটেও সুরক্ষিত নয়। ব্যবহারকারীরা ছাড়া অন্য যে কেউ একটু চেষ্টা করলেই সেই তথ্য সংগ্রহ করতে পারে। হ্যাকারদের কাছে এই তথ্য চুরি তো জলভাত। কারণ, হোয়াটস্অ্যাপের তথ্য সুরক্ষার পদ্ধতি যথেষ্ট শক্তিশালী নয়। ফেসবুক হোয়াটস্অ্যাপের দখল নেওয়ায় এ বার ব্যবহারকারীদের ফোন নম্বর মেলাও সহজ হবে। যার মাধ্যমে ব্যক্তিগত তথ্য খুব সহজে হাতিয়ে নিতে পারবে যে কেউ।

শিক্ষার প্রসারে
এ বার শিক্ষামূলক বই প্রকাশের ব্যবসায় নামল টেকনো ইন্ডিয়া গোষ্ঠী। তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও দেশ-বিদেশের অন্যান্য প্রতিষ্ঠানে পড়ানো হয়, এমন বইও প্রকাশ করবে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি প্রেস। যার মধ্যে থাকবে ইঞ্জিনিয়ারিং, আইন, চিকিৎসা, ম্যানেজমেন্ট-এর মতো বিষয়ের বই। এ ছাড়া, আগামী দিনে দেশ জুড়ে বিপণি খোলারও পরিকল্পনা রয়েছে তাদের।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.