দিনেদুপুরে লুঠের চেষ্টা, ধৃত
নিজস্ব সংবাদদাতা • কুলপি |
ধারাল অস্ত্র দেখিয়ে লুঠপাট করে পালানোর সময়ে ধরা পড়ে গেল দুষ্কৃতীরা। মঙ্গলবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপির সাহাপাড়ার ঘটনা। ধৃতদের নাম শঙ্কর হালদার, সমীর সর্দার। বাড়ি ভগবানপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, থানা থেকে একশো মিটার দূরত্বে স্বর্ণ ব্যবসায়ী মুক্তিরাম সাহার বাড়ি। দুপুরে দুই দুষ্কৃতী ভোজালি নিয়ে তাঁর বাড়িতে ঢোকে। গৃহকর্ত্রী মল্লিকা সাহা ছোট মেয়ে মৌমিকাকে নিয়ে বারান্দায় বসেছিলেন। ছেলে শৌভিক ঢুকেছিল স্নানে। আচমকাই দুষ্কৃতীরা মল্লিকাদেবী ও তাঁর মেয়ের হাত, গলা কাপড় দিয়ে বেঁধে ফেলে। শৌভিক বেরিয়ে এসে চিৎকার করতে গেলে তার মাথা দেওয়ালের সঙ্গে ঠুকে দিয়ে বারান্দায় পড়ে থাকা একটি থলি নিয়ে পালাতে থাকে। তাতে কিছু টাকা এবং গয়না ছিল বলে জানিয়েছে সাহা পরিবার। তত ক্ষণে চিৎকার শুরু করেছেন বাড়ির লোকজন। প্রতিবেশী প্রবীর সিট ছুটে এসে শঙ্করকে ধরে ফেলেন। সমীর কিছু ক্ষণের মধ্যেই ধরা পড়ে কাছেই ভগবানপুর গ্রাম থেকে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাদের কাছ থেকে দু’টি ধারাল অস্ত্র উদ্ধার হয়েছে।
|
ট্রেনের ধাক্কায় মৃত্যু মা-মেয়ের
নিজস্ব সংবাদদাতা • ব্যারাকপুর |
রেল লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল মা ও মেয়ের। তাঁদের নাম গৌরী ভট্টাচার্য (৪০) ও সৃজনী ভট্টাচার্য (১৬)। স্থানীয় ভাটপাড়া ষষ্ঠীতলার বাসিন্দা গৌরীদেবী সোমবার মেয়েকে নিয়ে একটি বিয়ে বাড়ি যাচ্ছিলেন। সন্ধ্যায় কাঁকিনাড়া স্টেশনের ২নম্বর প্লাটফর্মের দিকে যাওয়ার জন্য রেল লাইন পেরনোর সময়ে আপ লাইনে রানাঘাট লোকাল ঢুকে পড়ে। ২ নম্বরেও একটি ডাউন ট্রেন ঢুকছিল। রানাঘাট লোকালের কাউ ক্যাচারের ধাক্কায় ছিটকে পড়েন দু’জনে। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁদের।
|
প্রধান শিক্ষককে তালা বন্ধ, বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
সময় মতো স্কুলে না আসা ও রুটিন না দেওয়ায় পঠনপাঠনে বিঘ্ন ঘটছে, ও নতুন স্কুল পরিচালন কমিটি তৈরি হয়নি ইত্যাদি অভিযোগে প্রধান শিক্ষককে তালা বন্ধ করে মঙ্গলবার সকাল সকাল থেকে প্রায় পাঁচ ঘণ্টা ধরে আটকে রেখে বিক্ষোভ দেখায় পড়ুয়া। সন্দেশখালি ২ ব্লকের বেড়মজুর গ্রামের তেভাগা শহিদ স্মৃতি বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। প্রধান শিক্ষক পিনাকীপ্রসাদ দাস বলেন, “পর্যাপ্ত শিক্ষক নেই। তাই ক্লাস চালানো যাচ্ছে না। সরকারি নিয়ম মেনেই নতুন পরিচালন কমিটি তৈরি করা সম্ভব হচ্ছে না।” বেড়মজুর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনা সর্দার এসে। |