পাশাপাশি শব্দছক ৫৩৯৮ উপর নীচে
আদরের সঙ্গে।
সহজাত অধিকার।
১০ নিষেধ করতে হবে এমন।
১১ সেই প্রকার।
১২ পদ্ম, শালুক এমন উদ্ভিদ।
১৪ ‘উত্‌কল বঙ্গ।’
১৫ প্রাচুর্যসূচক উচ্চ কোলাহল।
১৬ পরিপূর্ণ, আবার এক সের পরিমাণ।
১৭ উচ্চশিক্ষিতা।
১৮ আর্থিক সচ্ছল ব্যক্তির মূল্যবান দ্রব্যাদি।
২০ অশ্বারোহী সৈন্যদলের অধিনায়ক।
২২ জবাব, সাড়া দেওয়া।
২৪ পাকা চুলে রং দিয়ে কালো করা।
২৬ পড়ার কাজ।
২৭ বর্তমানে, এখন।
২৮ জৈন ও বৌদ্ধ দেবতাবিশেষ।
২৯ আচ গাছ ও তার ফুল।
৩০ দুর্গাদেবী।
৩২ ধনের দেবতা, কুবের।
৩৪ রুপোর মতো উজ্জ্বলতা।
৩৫ গ্রহণ বা স্বীকার করা হয়েছে এমন।
৩৬ ধানবিশেষ।
প্রাপ্ত, কাছে এসেছে এমন।
অন্যের টাকাপয়সার দায়িত্ব নিয়ে
মালিকের মতো আচরণ করা।
বেশভূষা পরিধান ও তার পারিপাট্য।
পরের দোষ খোঁজে এমন।
‘ছায়া—শান্তির নীড়...।’
শুদ্ধচিত্ত, সংযত,
নির্লোভ ও নির্বিকার যোগী।
এ ভাবে কাজ করতে নেই।
১৩ জলক্রীড়া।
১৬ চান্দ্রায়ণব্রতে দীক্ষিত।
১৮ প্রসার, ব্যাপ্তি।
১৯ অধিক ব্যয়সাপেক্ষ।
২১ তালের প্রাধান্যযুক্ত ঐকতান।
২২ উদ্যানের রক্ষণাবেক্ষণকারী।
২৩ নতুন মেঘের মতো কৃষ্ণাভ।
২৫ অন্যের ঐশ্বর্যে ঈর্ষান্বিত হয় এমন।
২৬ পরিচিতির পত্র।
২৮ পুষ্পমধু।
২৯ দৈবাত্‌ বা হঠাত্‌ আগত।
৩১ কম-বেশি।
৩৩ চাঁদের কিরণ বা আলো।
সমাধান ৫৩৯৭
 
First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.