এক তরুণীর মৃত্যু-রহস্য জানতে তাঁর মৃত্যুর দশ দিন পরে দেহ কবর থেকে তুলে ময়না-তদন্তে পাঠাল পুলিশ। মঙ্গলবার হাওড়ার দাশনগরের মল্লিকপাড়ার ঘটনা। পুলিশ জানিয়েছে, ৮ তারিখ গলায় ওড়নার ফাঁস দিয়ে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় রানি খাতুন (১৯) নামে ওই তরুণীর দেহ তাঁর ঘর থেকে উদ্ধার করেন পরিজনেরা। অভিযোগ, বিষয়টি ধামাচাপা দিতে পুলিশকে না জানিয়ে পাশেই একটি কবরস্থানে পুঁতে দেওয়া হয় দেহটি। কিন্তু কয়েক দিন আগে স্থানীয় এক বাসিন্দা লিখিত ভাবে ওই তরুণীর মৃত্যু নিয়ে অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অন্য দিনের মতোই ৮ তারিখ দোতলায় নিজের ঘরে পড়াশোনা করছিলেন ডোমজুড়ের আজাদ হিন্দ ফৌজ মহাবিদ্যালয়ের বিএ প্রথম বর্ষের ছাত্রী রানি। দুপুর সাড়ে ১২টা বেজে যাওয়ার পরেও মেয়ে নামছে না দেখে বাবা মোবারক মল্লিক তাঁকে ডাকতে যান। মেয়ের ঘরের জানলা দিয়ে তিনিই প্রথম রানির ঝুলন্ত দেহটি দেখেন। এর পরে তিনি দরজা ভেঙে মেয়েকে নামিয়ে স্থানীয় এক চিকিৎসককে খবর দেন। চিকিৎসক রানিকে মৃত ঘোষণা করেন। |
মঙ্গলবার পেশায় দর্জি মোবারক মল্লিক জানালেন, তাঁরা পাঁচ ভাই। সকলেরই বিয়ে হয়ে গিয়েছে। তিনি বলেন, “দীর্ঘ দিন ধরে জমি নিয়ে ভাইদের সঙ্গে গোলমাল চলছিল। এ জন্য আমার মেয়েকে ওরা নানা ভাবে উত্যক্ত করত। মারধর করত। পড়াশোনা ছেড়ে দেওয়ার জন্য মানসিক অত্যাচারও চালাত।” মোবারকের অভিযোগ, এই অত্যাচার সহ্য করতে না পেরেই তাঁর মেয়ে আত্মঘাতী হন।
কিন্তু ঘটনাটা পুলিশকে না জানিয়ে দেহ কবর দিলেন কেন? উত্তরে মোবারক বলেন, “পাড়ার লোকেদের সঙ্গে এ নিয়ে কথা বলেছিলাম। সকলে বলল পুলিশকে জানালে ঝামেলা হবে। তাই জানাইনি।”
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক পরে রানির উপরে তাঁর কাকাদের অত্যাচারের কথা এলাকায় রটে যাওয়ার পরেই ঘটনার মোড় অন্য দিকে ঘুরে যায়। স্থানীয়েরা ক্ষিপ্ত হয়ে তিন কাকাকে সালিশিতে ডেকে পাঠিয়ে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। পুলিশের দাবি, খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় ওই তরুণীর তিন কাকাকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয় ১১ তারিখ। এর পরে তদন্তে নেমে তরুণীর রহস্যজনক মৃত্যুর ঘটনাটি প্রথম জানা যায়। পাশাপাশি ওই তরুণীর মৃত্যু নিয়ে স্থানীয় এক বাসিন্দা লিখিত অভিযোগ দায়ের করে পুলিশি তদন্তের দাবি করেন।
হাওড়ার পুলিশ কমিশনার অজেয় রানাডে বলেন, “এ দিন এক জন এগ্জিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে মৃতদেহ তোলা হয়। ম্যাজিস্ট্রেটই মৃতদেহের সুরতহাল করেন। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে।” পুলিশ কমিশনার জানান, ওই তরুণী যদি আত্মহত্যা করে থাকেন তবে কেন করলেন তার তদন্ত হচ্ছে। প্রয়োজনে বাড়ির লোককেও জিজ্ঞাসাবাদ করা হবে। |