সুইমিং পুল শ্রীরামপুরে
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
নীল জলের টানে। —নিজস্ব চিত্র। |
শনিবার শ্রীরামপুরের ৬ নম্বর ওয়ার্ডের ঝিলবাগানে অত্যাধুনিক একটি সুইমিং পুলের উদ্বোধন হল। ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরসভার চেয়ারম্যান-ইন-কাউন্সিল উত্তম রায় জানান, স্থানীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এলাকা উন্নয়ন তহবিলের প্রায় ২০ লক্ষ টাকায় ৫ কাঠার পুলটি তৈরি হয়েছে। সেটির রক্ষণাবেক্ষণ করবে সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটি। সাংসদ কল্যাণবাবুই স্টেশন-সংলগ্ন পুলটির উদ্বোধন করেন। খানিক ক্ষণ সাঁতারও কাটেন তিনি। পুলে ভর্তির প্রক্রিয়া চলছে।
|
বিজেপি-র কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ বাধা দানের অভিযোগ |
নাবিধসা রোগে আলু চাষের ক্ষয়ক্ষতি ও নানা দাবি নিয়ে তারকেশ্বর ব্লক অফিসে স্মারকলিপি দিতে যাওয়ার সময়ে বিজেপি-র নেতাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবারের ঘটনা। পুলিশের সামনেই ওই ঘটনা সত্ত্বেও পুলিশ নিষ্ক্রিয় ছিল বলেও অভিযোগ। নিষ্ক্রিয়তার অভিযোগ উড়িয়ে পুলিশের দাবি, কোনও অশান্তি হয়নি। মাইকের কিছু বক্তব্য আপত্তিকর দাবি করে কয়েক জন বচসায় জড়িয়েছিল। তাদের হটিয়ে দেওয়া হয়েছে। বিজেপি রাজ্য কমিটির সদস্য শুভেন্দু হালদারের অভিযোগ, স্মারকলিপি দিতে ব্লক অফিস চত্বরে ঢোকার মুখে দলের সভাস্থলে দু’দফায় গিয়ে গিয়ে মাইকের তার ছিড়ে সভা পণ্ড করে দেয় তৃণমূলের ছেলেরা। অভিযোগ উড়িয়ে তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান তৃণমূলের স্বপন সামন্ত বলেন, “ওই ঘটনায় আমাদের কেউ যুক্ত নয়। বিজেপি-র সভায় প্রশাসনের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আপত্তিকর কথা বলা হচ্ছিল। স্থানীয় কিছু মানুষ তাঁদের সংযত হতে বলেন।” বিডিও প্রেমাংশু হালদার বলেন, “স্মারকলিপির বিষয় ঊধ্বর্র্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বাইরে কোনও গোলমালের খবর জানা নেই।”
|
মান্দারিয়া সেতু মেরামতির সূচনা |
মান্দারিয়া সেতুর মেরামতির কাজের সূচনা করলেন সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি আমতা ফুটবল মাঠে সেচ ও জলপথ বিভাগ আয়োজিত একটি অনুষ্ঠানে হাজির হয়ে প্রকল্পটি সূচনা করার কথা ঘোষণা করেন। আমতার মান্দারিয়া খালের উপরে পাকা এই সেতুটি জীর্ণ হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা সেতু মেরামতির জন্য বহু বার সেচ দফতরের কাছে আবেদন করেছেন। সেচ বিভাগ সূত্রের খবর, সেতু মেরামতিতে বরাদ্দ করা হয়েছে ১ কোটি ৬৫ লক্ষ টাকা। সেচমন্ত্রী বলেন, “নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেতু মেরামতির কাজ শেষ করা হবে।” আমতা ছাড়াও খালনা এবং সামতাবেড়েও মন্ত্রী এ দিন দু’টি পৃথক অনুষ্ঠান করেন। তিনটি অনুষ্ঠানেই বেশ কিছু নদী এবং খাল সংস্কার কাজের সূচনা করেন তিনি। এইসব সভায় বক্তৃতা করতে গিয়ে সেচমন্ত্রী বলেন, “নদী বাঁধ সংস্কারে হাওড়া জেলায় ১৫৭ কোটি টাকার কাজ চলছে। অতীতে এটা কখনও হয়নি।”
|
রাস্তা পেরনোর সময়ে লরির চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হল। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটে গোঘাটের বেলি এলাকার আরামবাগ-কোতলপুর রোডে। পুলিশ জানায়, মৃতের নাম অমিত সিংহরায় (২৫)। বাড়ি বেলি গ্রামেই। |