|
|
|
|
মোদীর সভার জন্য কর চেয়ে বিতর্কে অর্থ মন্ত্রক |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
১৮ ফেব্রুয়ারি |
পালানিয়প্পন চিদম্বরমের সঙ্গে নরেন্দ্র মোদীর কাজিয়া থামার কোনও লক্ষণই নেই!
লোকসভায় বাজেট পেশ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী গত কাল নাম না করে একাধিক বার মোদীকে আক্রমণ করায় পাল্টা জবাব দিয়েছিল বিজেপি। তার পরেও আজ দু’জনের তরজা অব্যাহত। তার মধ্যেই চিদম্বরমের মন্ত্রকের একটি চিঠি জন্ম দিয়েছে নতুন বিরোধের। অর্থ মন্ত্রকের আওতায় থাকা শুল্ক গোয়েন্দা দফতরের পঞ্জাব শাখা বিজেপিকে চিঠি দিয়ে জানিয়েছে, মোদীর সভায় আসার জন্য টিকিট চালু হয়েছে। অথচ মোদী পরিষেবা কর দিচ্ছেন না!
যদিও চিঠিটি লেখা হয়েছে ছ’দিন আগে। কিন্তু চণ্ডীগড়ের বিজেপি নেতাদের হাত ঘুরে আজই চিঠিটি এসে পৌঁছেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের হাতে। তার পরেই অরুণ জেটলি বিষয়টি জানান মোদীকে। স্থির হয়েছে, শুল্ক দফতরের নোটিসটির জবাব দেওয়া হবে ঠিকই। কিন্তু একই ভাবে চিদম্বরমের মন্ত্রক যে ভাবে মোদীকে বিব্রত করা শুরু করেছে, রাজনৈতিক ভাবেও তার মোকাবিলা করা হবে। জেটলি বলেন, “প্রথমত মোদীর সভার জন্য কোনও টিকিটই নেই! শুধু মাত্র ভোটের জন্য অর্থ সংগ্রহ করা হচ্ছে। কিন্তু তার থেকেও বড় কথা, শুল্ক দফতর অন্য দল, বিশেষ করে কংগ্রেসকেও কী একই ভাবে নোটিস পাঠাচ্ছে?”
এতেই থামেননি জেটলি। চিদম্বরমকে কটাক্ষ করে বলেন, “এর আগে একাধিক সরকারি সংস্থাকে দিয়ে মোদীকে হেনস্থা করা হয়েছে। এ বারে নতুন পন্থা নেওয়া হচ্ছে। বাজেটে চিদম্বরম স্পষ্ট করে দেন, অর্থনীতির হাল তিনি ফেরাতে পারছেন না। এখন ভাবছেন, মোদীর সভায় লাখো লাখো লোকের থেকে নেওয়া টাকায় যদি কিছু রাজস্ব পেয়ে অর্থনীতিকে বাঁচানো যায়!” আর টাকা তোলা প্রসঙ্গে শুল্ক গোয়েন্দা দফতরের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, “যে অর্থ সংগ্রহ করা হচ্ছে, তা মোদীর সভার টিকিটের জন্য নয়। এটি শুধু মাত্র তহবিল সংগ্রহ অভিযান।”
মোদীকে আক্রমণ করার সুযোগ যে চিদম্বরম ছাড়তে নারাজ, তা কাল বাজেটের সময়েই স্পষ্ট হয়ে যায়। মোদীও পাল্টা টুইট করে চিদম্বরমকে নিশানা করতে ছাড়েননি। আজ চিদম্বরম বলেন, “আমি বিতর্কের মান অষ্টম শ্রেণির ছাত্রের পর্যায়ে নিয়ে যেতে চাই না! পরিসংখ্যান বলছে, গত দশ বছরে অর্থনীতির ট্র্যাক রেকর্ড ছিল সব থেকে ভাল। মোদী পরিসংখ্যানের ভুয়ো সংঘর্ষ না আবার করে বসেন।” |
|
|
|
|
|