পরীক্ষায় বসতে বাধা কাটল
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
স্নাতক পর্বে পার্ট-১ ও পার্ট-২ এর সমস্ত বিষয়ে পাশ না করলেও এ বার থেকে পার্ট-৩ এর পরীক্ষায় বসতে পারবেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, উপাচার্য স্মৃতিকুমার সরকার পরীক্ষা বিভাগের আধিকারিকদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন। আগে স্নাতক পর্বে পার্ট-১ ও পার্ট-২ এর সমস্ত বিষয়ে পাশ না করতে পারলে পার্ট-৩ এর পরীক্ষায় বসা যেত না। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিভাগের ভারপ্রাপ্ত নিয়ামক মাণিক চক্রবর্তী বলেন, “বুধবারই বিজ্ঞপ্তির আকারে এই সিদ্ধান্ত কলেজগুলিকে জানিয়ে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমেও এই তথ্য জানানো হবে।” মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের পক্ষ থেকে উপাচার্যের দফতরে এই দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। ইউনিটের সভাপতি ও সহ সভাপতি সন্তু ঘোষ ও অজয় দাস বলেন, “বিভিন্ন জেলার ছাত্রছাত্রীরা এসে ছাত্র সংসদের কাছে এই দাবি জানাচ্ছিল। ফল প্রকাশে দেরি হলে অনেকেই পাশ-ফেল নিয়ে দুশ্চিন্তায় পরবর্তী পরীক্ষার জন্য তৈরি হতে পারছিল না। তাদের অনুরোধ মেনেই স্মারকলিপি দিয়েছি।”
|
অন্ডালে শিবির
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
অন্ডাল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ও দুর্গাপুর হাসপাতালের সহযোগিতায় মঙ্গলবার আয়োজিত হল প্রতিবন্ধী শনাক্ত শিবির। পঞ্চায়েতের প্রধান রাজু রায় জানান, মোট ১৬২ জন এই শিবিরে যোগ এসেছিলেন। তাঁদের মধ্যে ৪২জন মানসিক প্রতিবন্ধী ছিলেন।. তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
|
আসানসোল প্রেস ক্লাবের রজত জয়ন্তীবর্ষ উপলক্ষে সম্প্রতি দু’দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল আসানসোল রবীন্দ্রভবনে।
|
কাঁকসা
মাটি উৎসব। বিরুডিহা। দুপুর ২টো।
দুর্গাপুর
মানুষের বিবর্তন ও প্রত্নতত্ব বিষয়ক কর্মশালা। নতুনপল্লী আদর্শ বিদ্যালয়।
দুপুর দেড়টা। উদ্যোগ: তারাপদ সাঁতরা মেমোরিয়াল ট্রাস্ট।
হস্তশিল্প মেলা। গাঁধী ময়দান। সকাল ১১টা। উদ্যোগ: নর্থ ইস্টার্ন
হ্যান্ডিক্রাফ্টস অ্যান্ড হ্যান্ডলুমস ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড।
ক্রিকেট প্রতিযোগিতা। ডিসিসি মাঠ। সকাল দশটা। উদ্যোগ: মহকুমা ক্রীড়া সংস্থা। |