বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্মচারি অ্যাথলেটিক্স মিটে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ান হয়েছে পরীক্ষা বিভাগের কর্মী বিভাস চৌধুরী। মেয়েদের বিভাগে খেতাব জিতেছেন এস্টেট বিভাগের সুরজমণি সোরেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, প্রতিযোগিতায় ৩৯টি ইভেন্টে মোট ৪৬০জন প্রতিযোগী যোগ দিয়েছিলেন। বর্ধমানের মোহনবাগান মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য স্মৃতিকুমার সরকার। এদিকে আন্তঃবিভাগীয় কর্মচারি ক্রিকেটে জয়ী হয়েছে ফিনান্স বিভাগ। ফাইনালে তারা ৩ উইকেটে রেজিষ্ট্রার বিভাগকে হারিয়েছে।
|
আন্তঃ কলেজ ভলিবলে হুগলির হরিপাল বিবেকানন্দ মহাবিদ্যালয় ২-০ ব্যবধানে হারিয়েছে দুর্গাপুরের মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়কে। অন্য খেলায় বর্ধমান রাজ কলেজ আরামবাগের নেতাজী মহাবিদ্যালয়কে ২-১ ব্যবধানে হারিয়েছে।
|
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত রাম অবতার গুটগুটিয়া স্মৃতি ফুটবল প্রতিযোগিতার মঙ্গলবারের খেলায় জিতল ধেনুয়া আদিবাসী মিলন সঙ্ঘ। তারা কালাঝরিয়া মাঠে বিবি গাঁওতাকে ২-০ গোলে হারিয়ে দেয়। |