টুকরো খবর
শিশুকন্যা ধর্ষণে ধৃত
পাঁচ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ করার অভিযোগে পুলিশ ২৩ বছরের এক যুবককে গ্রেফতার করেছে। রবিবার বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুরে। শিশুটিকে বেদরাবাদ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সোমবার ধৃত মিঠুন শেখকে আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। জেলা পুলিশ সুপার রাজেশ যাদব বলেন, “ঘটনার তদন্ত হচ্ছে।” অভিযুক্ত যুবক ওই শিশুটির প্রতিবেশী। মেয়েটির বাবা কাঠমিস্ত্রি। তার মা-ও স্বামীর সঙ্গে কাজ করেন। রবিবার তাঁরা বাড়িতে ছিলেন। বাচ্চা মেয়েটি বাড়ির সামনে খেলছিল। সেই সময় চকোলেটের প্রলোভন দেখিয়ে মিঠুন শিশুটিকে নিয়ে গিয়ে পরিত্যক্ত গুদামে ধর্ষণ করে বলে অভিযোগ।

ছাড়পত্র মিলছে না
সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে শিক্ষকদের বদলির নির্দেশ জারি হলেও তা না মানার অভিযোগ উঠেছে কালিয়াচক হাইস্কুলের প্রধানশিক্ষক ও পরিচালন সমিতি সম্পাদকের বিরুদ্ধে। কোনও শিক্ষক এক স্কুলে পাঁচ বছরের বেশি শিক্ষকতা করলে বদলির আবেদন করতে পারেন। যদিও বদলির জন্য স্কুল কর্তৃপক্ষের ছাড়পত্র নিতে হয়। অভিযোগ, প্রধানশিক্ষক ও পরিচালন সমিতি সম্পাদক ছ’জনকে ছাড়পত্র দিচ্ছেন না। জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) আশিস চৌধুরী বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।” স্কুলের দাবি, ১৫টি শূন্যপদে শিক্ষক না পাওয়া পর্যন্ত কাউকে ছাড়া হবে না।

বকেয়ার দাবি শ্রমিকদের
বকেয়া মজুরির দাবিতে আন্দোলনে শ্রমিকেরা। কুমারগ্রামের রহিমাবাদ চা বাগানে। সোমবার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ফ্যাক্টরি ও অফিস ঘিরে বিক্ষোভে সামিল হন। বাগানের পাঁচশো শ্রমিক কর্মচারী ম্যানেজারকে অফিসে না পেয়ে পরে হাতিপোতা পুলিশ ফাঁড়িতে গিয়ে বিক্ষোভ দেখান। শ্রমিকদের অভিযোগ, ৪৫ দিনের মজুরি এবং ৩৬ সপ্তাহের রেশন বকেয়া। বাগান ম্যানেজার শুভাশিস কর বলেন, “শ্রমিক কর্মচারীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছিল, আগামী শনিবার বকেয়া মজুরি ও রেশন দেওয়া হবে। কিন্তু তার আগেই বকেয়ার দাবিতে কাজ বন্ধ করে আন্দোলন শুরু হয়েছে। আলোচনা চলছে।” শিলিগুড়ির যুগ্ম শ্রম কমিশনার মহম্মদ রিজওয়ান বলেন, “দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।”

উত্তরবঙ্গে দল বদলে কাউন্সিলররা তৃণমূলে
দলবদলের ধারা অব্যাহত। উত্তরবঙ্গের মেখলিগঞ্জ ও আলিপুরদুয়ার পুরসভার সিপিএম, ফরওয়ার্ড ব্লক এবং কংগ্রেস কাউন্সিলরদের একাংশ সোমবার তৃণমূলে যোগ দিলেন। ২৪ ঘণ্টা আগে রবিবারই দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের দারিয়া গ্রামপঞ্চায়েতের তৃণমূল প্রধান, উপপ্রধান-সহ ৮৯ জন কংগ্রেসে যোগ দিয়েছেন। এ দিন আবার উত্তরবঙ্গে শাসক দলে এলেন বিরোধী কাউন্সিলর ও তাঁদের অনুগামীরা। তপসিয়ায় তৃণমূল ভবনে এ দিন তাঁদের আনুষ্ঠানিক ভাবে স্বাগত জানানোর পরে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় জানান, মেখলিগঞ্জে ফরওয়ার্ড ব্লক, সিপিএম এবং কংগ্রেস মিলিয়ে মোট পাঁচ কাউন্সিলর তাঁদের দলে যোগ দিয়েছেন। ফলে, দু’দশক ধরে বামফ্রন্ট পরিচালিত মেখলিগঞ্জ পুরসভায় এখন তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বলে দাবি মুকুলবাবুর।

কৃষি প্রযুক্তি সপ্তাহ
পাঁচ দিন ব্যাপী কৃষি মেলা ও কৃষি প্রযুক্তি সপ্তাহ শুরু হল উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রে। সোমবার চোপড়ায় মেলা উদ্বোধন করেন নাবার্ডের জেলা উন্নয়ন আধিকারিক মৃণালকান্তি দে। নানা কৃষিপণ্য প্রদর্শন ছাড়া প্রতিযোগিতামূলক নানা অনুষ্ঠানও হবে বলে জানান কৃষি বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক বিকাশ রায়।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.