পাশাপাশি শব্দছক ৫৩৯৭ উপর নীচে
সুষুপ্তি, নিদ্রা।
ইনি তো সমস্ত কিছু জানেন, বহুদর্শী।
রাজা বিক্রমাদিত্যের দুই পিশাচ অনুচর।
১০ কৃষ্ণের হাতে নিহত দৈত্য।
১২ চিনি যোগে গোলমরিচজাতীয় মশলা।
১৩ শান্তি বা উপশম।
১৪ মুসলমান শাসনকর্তা।
১৫ শত্রু নয় এমন।
১৭ যা ঘটেনি।
১৮ আকাশের পৃষ্ঠ।
২০ অঙ্কুরিত হওয়া।
২১ অসত্‌ আচরণ।
২২ সামান্য অংশও।
২৩ খুব বেশি।
২৪ ‘—র মাঠ’।
২৬ দৃষ্টির বাইরে থাকা।
২৭ আদায়ের অভাবে।
২৯ অতি ঘোর, ভীষণ।
৩০ শিক্ষার যা দরকার।
৩১ মন্ত্রতন্ত্রজ্ঞ ব্যক্তি।
৩৩ অসুস্থ বা অপ্রকৃতিস্থ।
৩৫ পরস্পর সাক্ষাত্‌।
৩৬ বিষ্ণু, বলরাম।
৩৭ শ্রীকৃষ্ণ।
নির্দেশের অভাব।
গোপন বা অপ্রকাশিত।
সংকলিত রচনা বা কবিতাবলি।
যা না জেনে করা হয়েছে।
বিবেচনা করা হচ্ছে এমন।
বিষ্ণুর প্রতীকরূপে পূজিত শিলাখণ্ড।
যে সম্পত্তি স্থানান্তর করা যায়।
সুসজ্জিত চতুর্দোলা।
১১ শস্য ছেঁটে তুষ নিষ্কাশিত করা।
১৫ আস্তে যাওয়া।
১৬ একত্র বা মিশ্রিত করা।
১৮ ইনি গণনা করেন।
১৯ (আল.) উত্‌সাহ-উদ্দীপনার সঙ্গে।
২১ কুত্‌সিত কথা।
২২ ঘন অন্ধকারে আবৃত।
২৩ জানা নয় এমন।
২৫ (আল.) সর্বতো ভাবে অসাধ্য।
২৮ বিদারণ করা হয়েছে এমন।
২৯ আগুনের অধিদেবতা, বৈশ্বানর।
৩০ ক্ষণপ্রভা।
৩২ হাঙর।
৩৩ বেত্রদণ্ডধারিণী।
৩৪ সরস প্রসঙ্গে অপ্রত্যাশিত বাধা।
সমাধান ৫৩৯৬
 
First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.