টুকরো খবর
এজলাসেই পকেটমার, থমকে গেল কাজ
আদালতে বিচার চলছে। হঠাৎ এজলাসের ভিতরে প্রবল চিৎকার ‘চোর, চোর’। মুহূর্তে বন্ধ হয়ে গেল শুনানি। থতমত বিচারপ্রার্থী, পুলিশ, এমনকী আইনজীবীরাও। এক জন তখনও চেঁচিয়েই যাচ্ছেন, “পকেটমার, পকেটমার। আমার সব নিয়ে পালিয়ে গেল।” তাড়া করে অবশেষে সেই পকেটমারকে ধরে ফেললেন আদালতের পুলিশকর্মীরাই। সোমবার দুপুরের ঘটনা। ঘটনাস্থল বারাসত আদালত। দুপুর আড়াইটে নাগাদ শুনানি চলছিল মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে। সেখানে তখন উপস্থিত ছিলেন হাবরার বাসিন্দা মহিনুর শেখ নামে এক ব্যক্তি। এক আত্মীয়ের বিচার চলছে বলে তিনি এসেছিলেন আদালতে। এজলাসের মধ্যে হঠাৎই তাঁর পকেট থেকে মানিব্যাগ ও মোবাইল তুলে নেয় এক ব্যক্তি। মানিব্যাগে ছিল নগদ ৩০০ টাকা। পকেটমারি হয়েছে বুঝতে পেরে চিৎকার করতে থাকেন মহিনুর। ততক্ষণে সেই চোর ভিড় ঠেলে বাইরে বেরোনোর চেষ্টা করছে। সে-ই যে চোর, তা বুঝতে পেরে তাকে তাড়া করে আদালতে উপস্থিত পুলিশই। অবশেষে আদালত চত্বরেই ধরা পড়ে যায় চোর। উদ্ধার হয় মহিনুরের মোবাইল ফোন ও মানিব্যাগ। উত্তর ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, “আদালতকক্ষে কেপমারির অভিযোগে অরূপ ভদ্র নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।”

স্কুলে চুরি বসিরহাটে
স্কুলের দরজা ভেঙে দু’টো কম্পিউটার-সহ গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালাল দুষ্কৃতীরা। রবিবার রাতে বসিরহাটের ভবানীপুরের চাঁপাপুকুর রাস্তার পাশে পঞ্চানন দালাল ইনস্টিটিউশনের ঘটনা। পুলিশ তদন্তে নেমেছে।

কিশোরীর বিবস্ত্র দেহ
পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর বিবস্ত্র দেহ উদ্ধার করল পুলিশ। পুকুরের অদূরেই মৃতার জামাকাপড় পড়ে ছিল। মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। গলার কাছে কালশিটে দাগ। সোমবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার ফলতার নতুন রাস্তার মোড়ের কাছে ওই পুকুর থেকে দেহ উদ্ধার হয়। বছর চোদ্দোর ওই কিশোরীর দেহ জলে ভাসতে দেখে পুলিশকে খবর দেন বাসিন্দারা। দেহ উদ্ধার করে ময়না-তদন্তে পাঠায় পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, রবিবার রাতেই ধর্ষণের পরে শ্বাসরোধ করে খুন করা হয়েছে মেয়েটিকে। তদন্ত শুরু হয়েছে।

শিশু নিগ্রহে ধৃত যুবক
দুই শিশুকে যৌন নিগ্রহের অভিযোগে প্রতিবেশী বছর আঠারোর এক তরুণকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের পুকুরবেড়িয়া গ্রামের ঘটনা। সোমবার ধৃতকে কাকদ্বীপ আদালতে তোলা হলে তাকে তিন দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বছর দশেকের ছেলে ও ছ’বছরের মেয়েকে বাড়িতে রেখে বাবা-মা বেড়িয়েছিলেন। সেই সুযোগে প্রতিবেশী ওই যুবক বাড়িতে ঢুকে দুই ভাইবোনকে যৌন নিগ্রহ করে বলে অভিযোগ। ডাক্তারি পরীক্ষার জন্য ওই দুই শিশুকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ।

কিংশুক নাট্যমেলা
নাটকের একটি মুহূর্ত। —নিজস্ব চিত্র।
শেষ হল তৃতীয় বর্ষ বসিরহাট কিংশুক নাট্যমেলা, ২০১৪। তিন দিনের মেলাটি শুক্রবার থেকে শুরু হয়েছিল ভ্যাবলার কালিবাড়ি পাড়ায়। সূচনা করেন নাট্য ব্যক্তিত্ব নটরাজ দাস। প্রথম দিন ছিল বাটানগর অঙ্কুরের ‘এই তো জীবন’, গোবরডাঙার কথা প্রসঙ্গের ‘বারো শিঙায় ফুঁ’। শনিবার হাওড়া নটধার ‘কর্ণ এখন’, হালিশহর ইউনিটি মালঞ্চের ‘নব ভারতের চৈতন্য’। রবিবার শেষ দিন কালপুরুষের ‘সন্ধ্যাবেলার জলসাঘরে’ ও দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার ‘তিন সত্যি’ মঞ্চস্থ করা হয়।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.