১-০ জিতবেন না ২-০, ঠিক করেননি ম্যাকালাম
ই প্রতিবেদন পড়ার সময় লাখ টাকার প্রশ্নের উত্তর ক্রিকেটপ্রেমীদের জানা হয়ে যাবে। কিন্তু এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সেই প্রশ্নটার জবাব এখনও অজানা। স্বয়ং ব্রেন্ডন ম্যাকালামের কাছেও অজানা। কারণ, নিউজিল্যান্ড অধিনায়ক সোমবার চতুর্থ দিনের খেলার শেষে নিজেই বুঝতে পারছেন না, দু’টেস্টের সিরিজে ভারতকে ২-০ হারানোর দিকে ছুটবেন, না ১-০ ফলেই সিরিজ জয়েই সন্তুষ্ট থাকবেন?
অলৌকিক কাণ্ড ছাড়া মঙ্গলবার ওয়েলিংটনে দ্বিতীয় টেস্ট জিতে মহেন্দ্র সিংহ ধোনির ভারতের নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজ ড্র রাখার কোনও সম্ভাবনা নেই। কিন্তু স্যর ডন ব্র্যাডম্যানের বহু অলৌকিক পারফরম্যান্সের মধ্যে সম্ভবত সবচেয়ে মহার্ঘ কীর্তিটি (উপর্যুপরি দু’টেস্টে ডাবল ও ট্রিপল সেঞ্চুরি) ছোঁয়ার থেকে মাত্র ১৯ রান দূরে থেকেও সোমবার খেলা শেষে চেন্নাই সুপার কিংসে ধোনির নতুন সতীর্থ ম্যাকালাম বলেছেন, “সিরিজটা ২-০ জেতার জন্য শেষ দিন ঝাঁপাব, না ১-০ জয়েতেই সন্তুষ্ট থাকব সেটার ব্যাপারে আজ রাতে টিম মিটিংয়ের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছি না। মঙ্গলবার আমাদের দ্বিতীয় ইনিংসটা আর টানব কি না এখনই বলতে পারছি না।”

অধিনায়ককে অধিনায়কের অভিনন্দন। সোমবার। ছবি: এএফপি।
প্রথম টেস্টে ২২৪ করার পর এ দিন দ্বিতীয় টেস্টে ২৮১ নট আউট ম্যাকালাম আরও যোগ করেন, “এক দিনের সিরিজটা ৪-০ জেতার পর টেস্ট সিরিজেও আমরা ১-০ এগিয়ে আছি ঠিকই। কিন্তু এটাও মনে রাখছি যে, ভারতের মতো দলের বিরুদ্ধে আমরা এই টেস্টে কী রকম সঙ্কটজনক অবস্থা থেকে এখন কতটা স্বস্তিদায়ক পরিস্থিতিতে পৌঁছেছি। কিন্তু দলের এই অসাধারণ কামব্যাকেরও একটা মর্যাদা দেওয়ার চেষ্টা করা বোধহয় আমাদের দিক থেকে উচিত। আর সেই চেষ্টাটা একমাত্র হতে পারে ১-০-কে ২-০ করার। সে জন্য আমি বলতে পারছি না, মঙ্গলবার আমরা আর আদৌ ব্যাট করব কি না। তবে যে সিদ্ধান্তই হোক, সেটাকে সফল করে তোলার জন্য আমরা সিরিজের শেষ দিন মাঠে নিজেদের একশোভাগ উজাড় করে দেব, সেটা গ্যারান্টি।”
তাৎপর্যের, নিউজিল্যান্ডের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ন হওয়ার দোড়গোড়ায় নিজে দাঁড়িয়ে থাকলেও তা নিয়ে সাংবাদিকদের কাছে উচ্চবাচ্য করেননি ম্যাকালাম। বরং ২৪৬ রানে প্রথম ইনিংসে পিছিয়ে পড়ার পর চতুর্থ দিনে ৩২৫ রানে এগিয়ে থাকা নিউজিল্যান্ড দলের অধিনায়কের মাথায় যেন ঘুরছে, শেষ দিনের ৯০ ওভারে ধোনির টিম ইন্ডিয়া-র দশ উইকেট তুলে নিয়ে ইতিহাস রচনার গেমপ্ল্যান!

ওয়েলিংটনের স্কোর

নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস
(আগের দিন ২৫২-৫ এর পর)
ব্রেন্ডন ব্যাটিং ২৮১
ওয়াটলিং এলবিডব্লিউ শামি ১২৪
নিশাম ব্যাটিং ৬৭
অতিরিক্ত ২৫
মোট ৫৭১-৬।
পতন: ৪৪৬।
বোলিং: ইশান্ত ৩৯-৪-১২৪-০, জাহির ৪৩-১২-১২৯-৩, শামি ৪০-৫-১৩৬-২
জাডেজা ৪৯-১০-১০৮-১, রোহিত ১১-১০-৪০-০, কোহলি ৬-১-১৩-০, ধোনি ১-০-৫-০




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.