টুকরো খবর
বধূ নির্যাতনে ধৃত
গৃহবধূকে শারীরিক নিগ্রহ করার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতেরা সম্পর্কে গৃহবধূর শ্বশুর ও দেওর। পুলিশ জানিয়েছে ধৃত শ্বশুরের নাম কেদার প্রসাদ এবং ধৃত দুই দেওরের নাম হল রবি প্রসাদ ও রাজু প্রসাদ। ওই বধূর স্বামী চন্দন প্রসাদ পলাতক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বরাকরের বাসিন্দা কমল কুমার সিংঘানিয়া কুলটি থানায় অভিযোগ জানিয়ে বলেন, ২০০১ সালে তাঁর মেয়ের সঙ্গে চন্দন প্রসাদের বিয়ে হয়। বিয়ের পরে তাঁরা গুজরাটে চলে গিয়েছিলেন। চলতি মাসে সেখান থেকে ফিরে আসার পরে গত ১০ ফেব্রুয়ারী শ্বশুর বাড়ির লোকেরা তাঁর মেয়েকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করে অভিযোগ জানিয়েছিলেন কমলবাবু।

দুর্ঘটনায় বিডিও-র গাড়ি, মৃত চালক
পথ দুর্ঘটনায় পড়ল বিডিও-র গাড়ি। মৃত্যু হল চালকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আবু কামাল মোল্লা (৩৬)। বাড়ি গলসির সুখডালে। তিনি গলসি ১ ব্লক অফিসের গাড়ির চালক। দুর্ঘটনাটি ঘটে রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কলকাতা থেকে পরিবারের কয়েক জনের সঙ্গে কর্মস্থলে ফিরছিলেন বিডিও ব্রততী মৈত্র। গলসির পুরষার কাছে রড বোঝাই একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা মারে তাঁদের গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের। বিডিও-সহ কয়েক জন আহত হন। তাঁদের প্রথমে পুরষা স্বাস্থ্যকেন্দ্র ও পরে বর্ধমান মেডিক্যাল, শেষে কলকাতায় এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়।

দুর্ব্যবহারের নালিশ, ক্ষোভ
এক অধিকর্তার বিরুদ্ধে অধস্তন কর্মীদের সঙ্গে বারবার দুর্ব্যবহারের অভিযোগ তুলে সিএল জামবাদ কোলিয়ারিতে ঘণ্টাখানেক বিক্ষোভ দেখাল শ্রমিক সংগঠন কেকেএসসি। বিক্ষোভের সময়ে ওই কোলিয়ারির উৎপাদন বৃদ্ধি থাকে। ওই শ্রমিক সংগঠনের দাবি, ওই কোলিয়ারির কেএস কানোয়ার নামে এক অধিকর্তা অর্ধস্তন কর্মীদের সঙ্গে বারবার মদ্যপ অবস্থায় দুর্ব্যবহার করছেন। উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে কোনও প্রতিকার মেলেনি। অভিযুক্ত অধিকর্তা অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। কোলিয়ারি কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

হিরাপুরে তালা ভেঙে চুরিতে ধৃত
ঘরের তালা ভেঙে মূল্যবান সামগ্রী চুরি করার অভিযোগে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে হিরাপুর থানার পুলিশ। ধৃতের নাম নবীন বাউরি বলে পুলিশ জানিয়েছে। ধৃতকে আদালতে তোলা হলে বিচারক তাঁর চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশের দাবি ধৃত গত ১০ ফেব্রুয়ারি বার্নপুরের একটি ইস্কো আবাসনের তালা ভেঙে বেশ কিছু মূল্যবান সামগ্রী চুরি করেছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত জেরায় জানিয়েছে ওই দুষ্কৃতী চুরি করা সামগ্রীগুলি ঝাড়খণ্ডের লক্ষ্মীসরাইয়ে লুকিয়ে রেখেছে। ওই এলাকায় অভিযান চালাবে বলে জানিয়েছে পুলিশ।

সদ্যোজাতের দেহ
এক সদ্যোজাতের দেহ উদ্ধার করল কোকওভেন থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে সগড়ভাঙার হাউসিং কলোনি এলাকায়। পুলিশ জানিয়েছে, সোমবার সকালে এলাকার বাসিন্দারা ওই সদ্যোজাতটিকে পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদ্যোজাতটিকে মৃত অবস্থায় উদ্ধার করে নিয়ে যায়।

সাংস্কৃতিক অনুষ্ঠান
আসানসোল প্রেস ক্লাবের রজতজয়ন্তী বর্ষ উপলক্ষে দু’দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল আসানসোল রবীন্দ্রভবনে। এলাকার নামী শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

কোথায় কী

কাঁকসা


মাটি উৎসব। বিরুডিহা। দুপুর ২টো।

দুর্গাপুর

হস্তশিল্প মেলা। গাঁধী ময়দান। সকাল ১১টা। উদ্যোগ: নর্থ ইস্টার্ণ হ্যান্ডিক্রাফ্টস
অ্যান্ড হ্যান্ডলুমস ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড।

ক্রিকেট প্রতিযোগিতা। মিলন চক্র ক্লাব মাঠ। সকাল দশটা। উদ্যোগ: মহকুমা ক্রীড়া সংস্থা।

আসানসোল

মহাবীর ও স্বামীজী প্রসঙ্গে আলোচনা: স্বামী নিখিলাত্মানন্দ। সন্দ্যা ৬টা ১৫ মিনিট। রামকৃষ্ণ মিশন আশ্রম।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.