খেলার টুকরো খবর

জয়ী কল্যাণ, আরএইউসি
প্রথম ডিভিশন ক্রিকেটে সোমবারের খেলায় কল্যাণ স্মৃতি সঙ্ঘ ৬ উইকেটে হারিয়েছে বর্ধমান লোকে ইয়ং সোসাইটিকে। এ দিন প্রথমে ব্যাট করে ইয়ং সোসাইটি ৩৭.২ ওভারে ১২৭ রান করে। তাঁদের অভিষেক বর্মন করেন (২৯), সন্তোষ সাবানা ইয়াকেন (২৮) ও নোমান মঞ্জুর (২৬) ভাল ব্যাট করেন। কল্যাণের মির্জা সবুজ ১৪ রানে ২ উইকেট, বিকাশ ভর্মা ২৮ রানে ২ উইকেট ও সুধীররঞ্জন সাউ ২৮ রানে ২ উইকেট দখল করেন। পরে ব্যাট করতে নেমে কল্যাণ করে ২৫.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়। দলের অর্ক সাহা ৩১ ও সৌমদীপ মিত্র ৩২ করেন। ইয়ং সোসাইটির নোমান মঞ্জুর ৩৫ রানে ২ উইকেট দখল করেন। অন্য দিকে, দ্বিতীয় ডিভিশন ক্রিকেটে রাসবিহারী অ্যাথলেটিক ইউনাইটেড ক্লাব (আরএইউসি) ৩ রানে হারিয়েছে বর্ধমানের ফিজিক্যাল কালচারাল সেন্টারকে। সোমবার বৃষ্টিতে মাঠ ভিজে থাকার কারণে ৩৫ ওভারের বদলে ২০ ওভারের খেলা হয়। প্রথমে ব্যাট করে আরএইউসি করে ২০ ওভারে ৮ উইকেটে ১১৩ রান করে। আরএইউসির রাজু প্রসাদ ২৮ রান করেন। পরে ব্যাট করতে নেমে সেন্টার ১৯.৪ ওভারে ১১০ রানে অলআউট হয়ে যায়। আরএইউসির রাজু প্রসাদ ২০ রানে ৪ উইকেট ও চন্দন দত্ত ১৫ রানে ২ উইকেট দখল করেন।

নতুন মাল্টিজিম
রাজ্য যুব কল্যাণ দফতরের আর্থিক সহযোগিতায় মাল্টি জিম বসল বর্ধমানের নির্ভীক সঙ্ঘে। জিমের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়। ক্লাব কর্তা সীতারাম সিংহ বলেন, “ এই জিমের জন্য সরকারের কাছে আমরা আবেদন জানিয়েছিলাম।”

জিতল ডামরা
মহকুমা ক্রীড়া সংস্থ আয়োজিত আরএ গুটগুটিয়া স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় সোমবারের খেলায় জিতল ডামরা। এ দিন আদিবাসী মিলনকে তাঁরা টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে হারিয়ে দেয়। নির্ধারিত সময়ে খেলায় গোল হয়নি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.