উড়ো চিঠি, আতঙ্ক
নিজস্ব সংবাদদাতা • তুফানগঞ্জ |
কুকুর দিয়ে তল্লাশি। —নিজস্ব চিত্র |
কেএলও-র নামে ফেলে রাখা উড়ো চিঠিতে বোমাতঙ্ক ছড়াল এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তুফানগঞ্জের শাখায়। বুধবার তুফানগঞ্জ শহরে মেইন রোড লাগোয়া এলাকায় ঘটনাটি ঘটে। বিএসএফের প্রশিক্ষিত কুকুর দিয়ে ব্যাঙ্কে তল্লাশি চালানো হয়। দু’দিন ব্যাঙ্ক ধর্মঘটের জেরে এ দিন গ্রাহকরা দরজার সামনে অপেক্ষা করছিলেন। তালা খুলতে গিয়ে নীচে পড়ে থাকা চিঠি পান এক ব্যাঙ্ক কর্মী। প্রেরক কেএলও পরিচয় দিয়ে ৩০ লক্ষ টাকা দাবি করেছেন। দুপুর দু’টার মধ্যে টাকা না পেলে ব্যাঙ্কে বোমা ফাটিয়ে দেওয়ার হুমকির কথা ওই চিঠিতে উল্লেখ করা ছিল।
|
নিয়োগে দুর্নীতি, সড়ক অবরোধে যাত্রী-দুর্ভোগ |
প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে উত্তর দিনাজপুর জেলা জুড়ে যুব কংগ্রেসের অবরোধে দুর্ভোগে পড়লেন যাত্রীরা। বুধবার সকাল ১১টা থেকে এক ঘণ্টা যুব কংগ্রেসের শতাধিক কর্মী সমর্থক জেলার সাতটি এলাকায় জাতীয় ও রাজ্য সড়ক অবরোধ করেন। এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হলেও যান চলাচল স্বাভাবিক হতে আর এক ঘণ্টা লেগে যায়। রায়গঞ্জ লোকসভা যুব কংগ্রেস কমিটির সভাপতি মানসকুমার ঘোষ বলেন, “জেলা প্রশাসন আমাদের দাবি না মানায় শিক্ষিত বেকারদের স্বার্থে জেলা জুড়ে পথ অবরোধ করতে বাধ্য হয়েছি। যাত্রী দুর্ভোগের জন্য আমরা ক্ষমাপ্রার্থী।” অতিরিক্ত জেলাশাসক প্রভু দত্ত ডেভিড প্রধান বলেন, “সংগঠনের অভিযোগ ও দাবি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।” সংসদ সূত্রের খবর, জেলায় প্রাথমিক শিক্ষক পদের ১৭০০ পদের জন্য গত বছরের ৩১ মার্চ ৫৪ হাজার পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় বসেন। তাঁদের মধ্যে টেটে ৩১৩ জন পরীক্ষার্থী পাশ করলেও ২৭৭ জন পরীক্ষার্থী মৌখিক পরীক্ষা দেন। এক মাস আগে সংসদ কর্তৃপক্ষ তাঁদের মধ্যে ২৬৯ জনকে নিয়োগপত্র দেন। জেলা তৃণমূল সভাপতি রাজ্যের পরিষদীয় সচিব অমল আচার্য বলেন, “মেধার ভিত্তিতে যোগ্য পরীক্ষার্থীদেরই প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ করা হয়েছে। লোকসভার আগে রাজনৈতিক সুবিধা পেতেই যুব কংগ্রেস রাস্তায় নেমেছে।”
|
ভিন রাজ্যে যাতায়াতকারী ট্রাক থেকে তোলা আদায়ের চক্র সক্রিয়। বক্সিরহাটের জোড়াই মোড়ের বাসিন্দাদের একাংশ জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগও পাঠিয়েছেন। তাঁদের অভিযোগ, বাণিজ্য কর দফতরের জোড়াই মোড় চেকপোস্টে দিয়ে দৈনিক হাজার পণ্যবাহী ট্রাক থেকে এক চক্র তোলা আদায় করছে। চেকপোস্টে রাজস্ব ফাঁকি দেওয়ার ঘটনা চলছে। অসম থেকে আসা পণ্যবাহী ট্রাক বৈধ নথি ছাড়াই ছাড়পত্র পাচ্ছে। জোড়াই মোড় বাণিজ্য কর বিভাগের আধিকারিক পাসাং ভুটিয়া বলেন, ‘‘রাজস্ব আদায় বাড়ছে। অভিযোগ ভিত্তিহীন।”
|
টাকা চুরিতে সন্দেহ করে পরিচারিকাকে অভদ্র ভাবে তল্লাশি ও তার মেয়েকে স্কুলে মারধর ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠল এক শিক্ষিকার বিরুদ্ধে। হলদিবাড়ি শহরের ঘটনা। বুধবার তাঁর বিরুদ্ধে হলদিবাড়ি থানায় অভিযোগ করেন দক্ষিণ বড় হলদিবাড়ি পঞ্চায়েতের গাংডোবার বাসিন্দা পরিচারিকা ও তাঁর স্বামী। মাথাভাঙার মহকুমাশাসক গণেশ বিশ্বাস বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। |