সকালে লাড্ডু বিলি, বিকালে সবুজ আবিরে হোলিতে মাতল জনতা। পুরসভা ঘোষণার ২৪ ঘন্টা পরেও বুধবার বাধভাঙা উচ্ছ্বাসে মেতে রইল দক্ষিণ দিনাজপুরের বংশীহারি ব্লকের বুনিয়াদপুর। বুধবার সিপিএম জোনাল সম্পাদক সাকিরুদ্দিন আহমেদ বলেন, “বুনিয়াদপুরে পুরসভা ঘোষণা অবশ্যই আনন্দের খবর। আমরাও খুশি। তবে বাম আমলে পুরসভার উপযোগী করে বুনিয়াদপুরকে গড়ে তোলা হয়েছিল।” বংশীহারি ব্লক কংগ্রেস সভাপতি বিশ্বনাথ সরকার বলেন, “বুনিয়াদপুরে পুরসভা গঠনের আমরা খুশি। পুরসভার দাবিতে দীর্ঘদিন ধরে কংগ্রেস এবং যুব কংগ্রেস আন্দোলন করেছে।” এদিন তৃণমূলের ব্লক সভাপতি অখিল বর্মন বলেন, “মঙ্গলবার রাত থেকে দলের কর্মী সমর্থকেরা আনন্দে মেতেছেন। বুধবার সকাল থেকে সেই খুশির রেশ সর্বত্র। মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই।”
রাজ্যে শাখা সচিবালয় উত্তরকন্যায় মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় বুনিয়াদপুরকে পুরসভায় উন্নীত করার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। বিকাল নাগাদ খবর পৌঁছতেই বুনিয়াদপুরের ছড়িয়ে পড়ে খুশির হাওয়া। রাতেই বণিকসভা এবং তৃণমূল ছাত্র পরিষদ থেকে বিষয়টি শহরে প্রচার করলে বাসিন্দারা উচ্ছ্বাসে মেতে ওঠেন। সকাল ১০টা নাগাদ ব্যবসায়ী সমিতির তরফে শোভাযাত্রা শহর পরিক্রমা করে। বুনিয়াদপুর তিন মাথা মোড়ে ব্যবসায়ী সমিতি সভাপতি রণজিৎ মণ্ডল বলেন, “আমাদের আশা, শহরের উন্নয়ন হবে।” এ দিন তৃণমূলের নেতৃত্ব শহরে মিছিল করেন। বিকালে আবিরে ঢেকে যায় পথঘাট। |