সরকারি গুদামের হাল দেখে প্রকাশ্যেই বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করলেন খাদ্যমন্ত্রী। বুধবার শিলিগুড়ির বাগরাকোটে খাদ্য ও সরবারহ দফতরের গুদাম পরিদর্শনে গিয়েছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গুদামের জরাজীর্ণ দশা দেখে ক্ষুব্ধ মন্ত্রী আগামী মাসের মধ্যেই গুদাম সংস্কারের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে রাজ্যের অনান্য জেলায় দফতরের নিজস্ব কতগুলি গুদাম রয়েছে, এবং সেগুলি কী অবস্থায় রয়েছে তা খতিয়ে দেখে রিপোর্ট তৈরি করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। এ দিন মন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের খাদ্য সচিব অনিল বর্মাও।
উত্তরকন্যায় মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে গত মঙ্গলবার শিলিগুড়িতে আসেন খাদ্যমন্ত্রী। সন্ধ্যায় দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে, শিলিগুড়ির বাগরাকোটে খাদ্য দফতরের নিজস্ব ৩০টি গুদাম রয়েছে শুনে মঙ্গলবার সকালে সেগুলি পরিদর্শন করবেন বলে জানান। খাদ্যমন্ত্রীর পরিদর্শনের কথা জানাজানি হওয়ার পরে, সোমবার রাত থেকেই গুদাম ঝাড়পোঁছের কাজ শুরু হয় বলে দফতরের একটি সূত্রে জানা গিয়েছে। যদিও মঙ্গলবার সকালে পরিদর্শনের সময় গুদামের যে হাল মন্ত্রীর চোখে পড়েছে, তাতেই তিনি প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন।
প্রতিটি গুদামে ৬০০ মেট্রিক টন ওজন পর্যন্ত খাদ্যশস্য রাখা যায়। দু পাশে সার দিয়ে ত্রিশটি গুদাম। প্রথম গুদামটিতে ঢুকেই খাদ্যমন্ত্রী দেখতে পান, মেঝের কংক্রিটের আস্তরণ উঠে গিয়েছে। দেওয়ালে হাত দিলেই ঝুরঝুর করে খসে যাচ্ছে পলেস্তারা। টিনের চালের অসংখ্য ছিদ্র দিয়ে সূর্যের আলো এসে পড়ছে অন্ধকার গুদামে। গুদামের মেঝে ফাটিয়ে উঠেছে আগাছাও, কোথাও পিঁপড়ের ঢিবি। খাদ্যমন্ত্রীর পরিদর্শনের আগে গুদামের মেঝেতে জল ঢালার চিহ্নও দেখা গিয়েছে একটি গুদামে। ধুলোর পুরু আস্তরণের উপর জল পড়ায় মেঝে কর্দমাক্ত হয়ে গিয়েছে। মন্ত্রী থেকে শুরু করে আধিকারিক সকলেরই জুতোয় কাদার দাগ লেগে যায়। কোনও গুদামেই বিদ্যুৎ সংযোগ নেই। মন্ত্রী বলেন, “এতগুলি গুদামের এমন হাল দেখে চমকে উঠেছি। দীঘর্দিন কোনও রক্ষণাবেক্ষণই হয়নি। কার গাফিলতিতে এমন ঘটেছে, খোঁজ নেওয়া হচ্ছে। খাদ্য দফতরের নিজস্ব এতগুলি গুদাম বেহাল হয়ে রয়েছে, তাও যথাযথ ভাবে দফতরে জানানো হয়নি। অন্য কোথাও এমন রয়েছে কি না তাও খোঁজ নিতে বলেছি।”
গুদামগুলি জরাজীর্ণ যেমন হয়ে রয়েছে পাশাপাশি সেগুলি অন্য দফতরের কাছে ভাড়া থাকায় সেগুলি ব্যবহারও করতে পারছে না খাদ্য দফতর। ত্রিশটি গুদামের মধ্যে ১৩টি গুদাম অত্যাবশীয় পণ্য পরিষেবা বিভাগ এবং ১১টি বিভিন্ন সরকারি দফতর ভাড়া নিয়েছে। বাকি ৬টি খাদ্য দফতরের কাছেই রয়েছে। খাদ্যমন্ত্রী বলেন, “এই গুদামগুলিতে দার্জিলিং জেলায় রেশনের খাদ্যশস্য রাখার উপযোগী করা যেতে পারে। প্রথমে সবকটি গুদাম সংস্কার করা হবে এবং তারপরে যে দফতর সেগুলি ভাড়া নিয়ে রেখেছে, তাদের কাছে ফেরৎ চাওয়া হবে।” গুদাম সংস্কারের সঙ্গেই ভেতরেই পণ্যবাহী ট্রাক ওজন করার পরিকাঠামো তৈরির করতেও এ দিন খাদ্য সচিবকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
এক দিনের বইমেলা। ‘এ ডে উইথ বুকস’ নামে এক দিলেন বইমেলা হল। বুধবার টেকনো ইন্ডিয়া গ্রুপের উদ্যোগে শিলিগুড়ির সুকনায় এসআইটি ক্যাম্পাসে ওই মেলা হয়। ছিলেন শিলিগুড়ির মেয়র গঙ্গোত্রী দত্ত, কবি পূণ্যশ্লোক দাসগুপ্ত, উদ্যেক্তা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায় চৌধুরী। এ দিন ‘নেতাজি অর ইউ’ বইটি স্থানীয়ভাবে প্রকাশ করা হয়। ছিল পড়ুয়াদের তৈরি বিভিন্ন মডেল। |