মডেল শিশুবিকাশ কেন্দ্রের উদ্বোধন হল নিতুড়িয়ায়। বুধবার ঢাঙ্গাজোড় গ্রামে ওই সুসংহত শিশুবিকাশ কেন্দ্রের (আইসিডিএস) উদ্বোধন করেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সবুজবরণ সরকার। তিনি জানান, রাষ্ট্রীয় সমবিকাশ যোজনা-সহ কয়েকটি প্রকল্পের তহবিল থেকে এই কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এটাই পুরুলিয়ার প্রথম মডেল আইসিডিএস কেন্দ্র। এ দিনই নিতুড়িয়ার আইসিডিএসের নতুন ব্লক কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। অতিরিক্ত জেলাশাসক। নিতুড়িয়ার দায়িত্বে থাকা সুসংহত শিশুবিকাশ প্রকল্প আধিকারিক (সিডিপিও) অর্চনা বন্দ্যোপাধ্যায় বলেন, “এই কেন্দ্রে খেলার জায়গা, শৌচাগার, পৃথক রান্নাঘর রয়েছে। এখানে বিজ্ঞানসম্মত ভাবে শিশুদের পঠনপাঠনের ব্যবস্থা করা হয়েছে, যাতে প্রাথমিক স্তর থেকেই তাদের সার্বিক বিকাশ ঘটে।” প্রসূতিদের পরিপূরক পুষ্টিকর খাবার দেওয়া এবং শিক্ষামূলক আলোচনার ব্যবস্থাও থাকছে এই মডেল কেন্দ্রে। ছিলেন রঘুনাথপুরের মহকুমাশাসক সুরেন্দ্রকুমার মিনা।
|
স্ত্রীকে পুড়িয়ে খুন করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত রাজেশ বাউরির বাড়ি আদ্রার পাশে বেকো গ্রামে। মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করে বুধবার রঘুনাথপুর আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেলহাজতের নির্দেশ দেন। মৃতের নাম তারা (২৭) বাউরি। মঙ্গলবার সকালে বেকো গ্রামে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয় তারার অগ্নিদগ্ধ দেহ। ওই দিন আদ্রা তদন্তকেন্দ্রে লিখিত অভিযোগ হয়। |