প্রত্যাশা মতোই বুধবার থেকে শুরু হল ডিভিসি-র ওয়াটার করিডরের কাজ। এ দিন দুপুরে পুরুলিয়ার নিতুড়িয়া ব্লকের ভুরকুন্ডাবাড়ি এলাকায় পুরুলিয়া জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায় এবং ডিভিসি-র আধিকারিকদের উপস্থিতিতে মাটি কাটার কাজ শুরু করেছে বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থা। |
প্রায় এক মাস আগে এই এলাকাতেই সেচ প্রকল্প গড়া-সহ বিভিন্ন দাবিতে ওয়াটার করিডরের কাজ বন্ধ করেছিলেন জমি মালিকদের একাংশ। রঘুনাথপুরে ডিভিসি-র নির্মীয়মাণ তাপবিদ্যুৎ কেন্দ্রে জলের সংস্থানে ওয়াটার করিডর নির্মাণে জটিলতা কাটাতে মঙ্গলবারই রঘুনাথপুরে মহকুমাশাসকের দফতরে কাজে বাধা দেওয়া জমি মালিকদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেছিলেন জেলা পরিষদের সভাধিপতি সৃষ্টিধর মাহাতো, পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুজয়বাবু এবং প্রশাসনের কর্তারা। সেখানে স্থির হয়েছিল, নিতুড়িয়ার গুনিয়াড়া পঞ্চায়েতের শালচুড়া গ্রামে বুধবার সেচ প্রকল্পের শিলান্যাস করার পরেই ওয়াটার করিডরের কাজ শুরু হবে। সেই অনুযায়ী এ দিন শালচুড়ায় ডিভিসি ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে সেচ প্রকল্প নির্মাণের শিলান্যাস করেন সভাধিপতি। ছিলেন নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব এবং ডিভিসি-র আধিকারিকেরা। এ দিন সুজয়বাবু বলেন, “ওয়াটার করিডরের কাজ শুরু হয়েছে। স্থানীয় জমি মালিকেরা বাধা দেননি।” ডিভিসি-র মুখ্য বাস্তুকার দেবাশিস মিত্র জানান, কাজে আর বাধা না এলে এপ্রিল মাসের মধ্যেই ওয়াটার করিডরের কাজ শেষ করতে চান তাঁরা। |