গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবারহ রাতে গাইঘাটাক মহিষকাটি থেকে এক অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, মহম্মদ আলি শেখ নামে ওই ব্যক্তির বাড়ি বনগাঁর জয়ন্তীপুরে। মহম্মদের কাছ থেকে ৬ রাউন্ড গুলি, ২টি ওয়ানশটার, পাউপগান ও একটি অত্যাধুনিক রিভলভার উদ্ধার করেছে পুলিশ। গুলি ও আগ্নেয়াস্ত্রগুলি বিক্রির উদ্দেশ্যেই সে মহিষকাটি মোড়ে দাঁড়িয়েছিল। ধৃতকে জেরার পরে এমনটাই দাবি পুলিশের। আরও জানা গিয়েছে, বিহার থেকে আগ্নেয়াস্ত্র এসে মহম্মদ বাংলাদেশে পাচার করে। এ ছানা চাহিদামতো স্থানীয় দুষ্কৃতীদের কাছেও সরবরাহ করে। পুলিশ ও প্রতিবেশীদের নজর এড়াতে সে বাড়িতে গর্ত খুঁড়ে আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখত। পরে সুযোগ বুঝে পাচার করত। বনগাঁর এসডিপিও রূপান্তর সেনগুপ্ত বলেন, “সমীরকে জেরা করে চক্রের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।” অন্যদিকে, মঙ্গলবার রাতেই বনগাঁ থানার পুলিশ স্থানীয় ঢাকা পাড়া এলাকা থেকে মহম্মদ সেলিম নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। তার কাছ থেকে আট কিলোগ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। বনগাঁ থানার আইসি জানান, ধৃতের বিরুদ্ধে জেলার বিভিন্ন এলাকায় একাধিক চুরি-ছিনতাই, ডাকাতির অভিযোগ রয়েছে। এর আগে তাকে জগদ্দল থানার পুলিশ গ্রেফতার করেছিল।পুলিশ জানিয়েছে, বিভিন্ন জায়গায় না ভাঁড়িয়ে সে অপরাধ করে বেড়াত। ঢাকা পাড়ায় তার নাম ছিল রাজা ওরফে বিস্কো। সেখানে সে বিয়েও করে। যদিও তদন্তে নেমে পুলিশ জেনেছে সেলিমের একাধিক বিয়ে। যেখানে থাকত সেখানেই ডাকাতি করত।
|
এক বালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে এক চাউমিন বিক্রেতাকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে হাবরার বাণীপুর এজি কলোনিতে ওই ঘটনা ঘটে। থানায় অভিযোগ দায়ের হলে মঙ্গলবার গভীর রাতে হাবরা স্টেশন লাগোয়া এলাকা থেকে সমীর হালদার নামে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। বুধবার ধৃতের ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিশের দাবি, জেরায় ধৃত ওই বালিকাকে যৌন নিগ্রহের কথা স্বীকার করেছে।
|
তৃণমূল সদস্যদের সঙ্গে দুব্যর্বহার করা হচ্ছে। এমনকী ১০০ দিনের কাজের প্রকল্পে কাজ করেও শ্রমিকেরা টাকা পাচ্ছেন না। প্রধানের বিরুদ্ধে এমনই নানা অভিযোগ তুলে বুধবার দক্ষিণ ২৪ পরগনার কুলপি ব্লকের রাজারামপুর পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল নেতৃত্ব। খবর পেয়ে বিডিও সেবানন্দ পন্ডা গিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে পঞ্চায়েত কর্মীদের মুক্ত করেন।
|
কল্যাণী এক্সপ্রেসওয়ের ধার থেকে উদ্ধার হল গুলিবিদ্ধ এক গাড়িচালকের দেহ। পুলিশ জানিয়েছে, অভিজিৎ দাস (৩০) নামে ওই যুবকের বাড়ি নদিয়া জেলার বগুলার দক্ষিণ হাটতলায়। মঙ্গলবার দুপুরে তিনি ভাড়ার গাড়িতে কয়েক জনকে নিয়ে কলকাতার দিকে বেরিয়েছিলেন। বুধবার তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায় শ্যামনগর পাঁচমাথা মোড়ের কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে। মাথায় গুলির ক্ষত ছিল বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্যেই খুন করা হয়েছে ওই যুবককে। দেহ পাঠানো হয়েছে ময়না-তদন্তে। কাদের নিয়ে বগুলা থেকে রওনা দিয়েছিলেন অভিজিৎ, তা তদন্ত করে দেখছে পুলিশ। |