এটিএম কার্ড ছাড়াই ব্যাঙ্ক থেকে এক প্রাক্তন শিক্ষক ও এক ব্যবসায়ীর টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল। উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাসিন্দা ওই দুই ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেছেন। বসিরহাট থানার আইসি প্রসেনজিৎ দাস বলেন, “এমন একটি অভিযোগ পেয়েছি। তদন্তও শুরু হয়েছে।” তবে কী ভাবে এটিএম কার্ড ছাড়াই ওই দু’জন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হল তা নিয়ে ধন্দে ব্যাঙ্ক কর্তৃপক্ষও।
পুলিশ ও ব্যাঙ্ক সূত্রের খবর, গত ৬ ফেব্রুয়ারি বেলা ১২টা নাগাদ আব্দুল হালিম নামে ওই ব্যবসায়ীর মোবাইলে ৯১২২৬১৩৭৪০০০ নম্বর থেকে একটি ফোন আসে। হালিম বলেন, “ও প্রান্ত থেকে বলা হয় ‘আমি একজন অল ইন্ডিয়া এনকয়্যারি (এটিএম) অফিসার। আপনার এটিএম নম্বরে গণ্ডগোল দেখা দিয়েছে। টাকা বাঁচাতে নতুন নম্বর করতে হবে। সে জন্য দ্রুত আপনার এটিএম কার্ডের নম্বর ও পাসওয়ার্ড দিন। তাতে কার্ড পরিবর্তনের ক্ষেত্রে সুবিধা হবে’।” হালিম জানান, এর পর তিনি সরল বিশ্বাসে তাঁর কার্ডের নম্বর ও পাস ওয়ার্ড বলে দেন। কিছুক্ষণ পরে তিনি দেখেন তাঁর মোবাইলে মেসেজ এসেছে, আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে ২৩ হাজার, ইউবিআই থেকে ১৫ হাজার, অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে ২ হাজার এবং পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ৪ হাজার টাকা তোলা হয়েছে। এর পরেই তিনি বুঝতে পারেন প্রতারকের পাল্লায় পড়েছেন। সঙ্গে সঙ্গে তিনি ওই সমস্ত ব্যাঙ্ক কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে কার্ড পরিষেবা বন্ধ করে দিতে বলেন। |