টুকরো খবর
কর্মবিনিয়োগ অফিসে তালা বাড়ি মালিকের
নোটিস দেওয়া সত্ত্বেও বাড়ি না ছাড়ায় কাঁথি কর্মবিনিয়োগ অফিসে তালা ঝোলালেন বাড়ির মালিক। কর্মবিনিয়োগ কেন্দ্রের আধিকারিক ও কর্মীরা সারাদিন ধরে কাঁথি থানা, মহকুমাশাসক ও মহকুমা পুলিশ অফিসারের কাছে ছোটাছুটি করেও তালা খোলাতে পারেননি। ফলে দিনভর কোনও কাজ হয়নি ওই কেন্দ্রে। কর্ম বিনিয়োগ কেন্দ্রের আধিকারিক প্রদীপ বিশ্বাস জানান, কাঁথি শহরের বন্দিতা মুখোপাধ্যায় ও তাঁর ছেলে জয়দীপ মুখোপাধ্যায়ের বাড়িতে ১৯৯৭ সাল থেকে কর্মবিনিয়োগ কেন্দ্রের অফিস চলছে। মাস আটেক আগে বাড়ি মালিকরা বাড়ি ছেড়ে দেওয়ার কথা বলেন। বিষয়টি অফিসের উচ্চমহলে জানালে কাঁথি শহরে অন্যত্র বাড়ি ভাড়া দেখতে বলা হয়। এরপর অফিসের পক্ষ থেকে বাড়ি ভাড়া চেয়ে স্থানীয় সংবাদপত্রে বিজ্ঞাপনও দেওয়া হয়। কিন্তু এখন ভাড়াবাবদ যে টাকা দেওয়া হয়, তাতে কিছু মিলছিল না। এদিকে দীর্ঘ আট মাস পরেও বাড়ি না ছাড়ায় বুধবার সকালে বাড়ির মালিকরা অফিসের দরজায় তালা ঝুলিয়ে দেন। কর্মবিনিয়োগ কেন্দ্রের আধিকারিক প্রদীপ বিশ্বাস কাঁথি থানায় এই নিয়ে লিখিত অভিযোগ করেন। প্রদীপবাবু বলেন, “পুলিশ বাড়ির মালিকদের থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করলেও কোনও ব্যবস্থা নিতে পারেনি বরং আমাদের মহকুমাশাসকের কাছে যেতে বলা হয়। মহকুমাশাসক বিষয়টি মহকুমা পুলিশ অফিসারকে জানাতে বললে আমরা তাঁর সঙ্গেও যোগাযোগ করি। কিন্তু বুধবার সারাদিন অফিসের দরজা খোলেনি। বৃহস্পতিবারও খুলবে কি না জানা নেই।”

মন্দিরে চুরি, ধৃত
ওড়িশার মন্দিরে চুরির ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে চন্দ্রকোনা রোড থেকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে ওড়িশার জলেশ্বর ও ভোবরাই থানার পুলিশ চন্দ্রকোনা রোড বিটের পুলিশকে সঙ্গে নিয়ে চন্দ্রকোনা রোডের স্টেশন পাড়া এলাকায় নিজের বাড়ি থেকেই উমেশ সিংহ নামে ওই ব্যাক্তিকে গ্রেফতার করে। তাঁর কাছ থেকে বেশ কয়েক ভরি রুপোর গয়নাও উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, মাস দু’য়েক আগে একই দিনে ওড়িশার ওই দুই থানা এলাকায় পরপর দু’টি মন্দিরের দরজা ভেঙে সোনা ও রুপোর গয়না চুরি হয়। সম্প্রতি ওই ঘটনায় চুরি চক্রের মূল পাণ্ডা-সহ একাধিক সদস্যকে ওড়িশা পুলিশ গ্রেফতার করে। তাঁদের জেরা করেই পুলিশ উমেশের সন্ধান পায়। জেরায় উমেশ ঘটনার কথা কবুলও করেছে বলে দাবি পুলিশের।

জেলা কংগ্রেসের বিক্ষোভ পূর্বে
রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় দুর্নীতি, সারদা-সহ চিটফান্ড কেলেঙ্কারির সিবিআই তদন্ত, তমলুক জেলা হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতাল হিসেবে গড়ে তোলা-সহ বিভিন্ন দাবিতে পূর্ব মেদিনীপুর জেলাশাসকের অফিসের সামনে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি করল জেলা কংগ্রেস। বুধবার দুপুরে জেলার বিভিন্ন ব্লকের কংগ্রেস নেতা-কর্মী-সমর্থকরা তমলুকে জেলাশাসকের অফিসে কাছে জমায়েত করেন। পরে জেলাশাসকের কাছে স্মারকলিপি দেন কংগ্রেস নেতৃত্ব। জেলা কংগ্রেস কমিটি আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তুলসী মুখোপাধ্যায়, সম্পাদিকা উর্বশী ভট্টাচার্য, জেলা কংগ্রেস সভাপতি আনোয়ার আলি প্রমুখ।

যুবকের মৃত্যু
লরির ধাক্কায় মৃত্যু হল এক মোটর সাইকেল আরোহীর। মঙ্গলবার বিকেলে এই দুর্ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার বড়তলা এলাকায় তমলুক-পাঁশকুড়া রাজ্য সড়কে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শেখ আনসার ( ৩৫)। তাঁর বাড়ি পাঁশকুড়া পুরাতন বাজারের কাছে নারান্দা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে আনসার মোটর সাইকেল চালিয়ে তমলুকের দিক থেকে রাজ্য সড়ক ধরে পাঁশকুড়ার দিকে যাওয়ার পথে বড়তলার কাছে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। গুরতর আহত ওই যুবককে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। রাতে সেখানেই ওই যুবকের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় যুক্ত লরিটিকে আটক করা হয়েছে। লরির চালক পলাতক।

সমাবেশের ডাক
এ বার শিক্ষা কনভেনশনের ডাক দিল বামপন্থী শিক্ষক-শিক্ষাকর্মী সংগঠনগুলো। আগামী রবিবার শহরের বিদ্যাসাগর হলে ওই কনভেনশন হবে। এবিটিএ, এবিপিটিএ, শিক্ষা গণতন্ত্রীকরণ সংস্থা এবং পশ্চিমবঙ্গ কলেজ শিক্ষাকর্মী ইউনিয়নের যৌথ উদ্যোগে এই কর্মসূচি। এবিটিএ’র জেলা সম্পাদক অশোক ঘোষ বলেন, “শিক্ষাক্ষেত্রেও শাসক দল নৈরাজ্য সৃষ্টি করছে। আমরা শিক্ষাক্ষেত্রে গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার দাবি জানাচ্ছি।”

দুর্ঘটনায় মৃত্যু
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক ব্যাক্তির। মৃতের নাম মদন সাউ (৪৫)। বুধবার সকালে দাসপুর থানার পাঁচবেড়িয়া বাজারে দুর্ঘটনাটি ঘটে। মৃতের বাড়ি দাসপুর থানার গড় পাঁচবেড়িয়া গ্রামে। পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে ঘাটাল-পাঁশকুড়া রাস্তা পার হওয়ার সময় পাঁশকুড়াগামী একটি ট্রাক মদনবাবুকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ট্রাকটিকে আটক করেছে।

জখম কর্মী
রাস্তা পেরোতে গিয়ে মোটর বাইকের ধাক্কায় গুরুতর জখম হলেন এক সরকারি কর্মী। অসিত মোদক নামে জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের ওই কর্মীকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয়। বুধবার সকাল ওই কর্মী যখন দফতর থেকে বেরিয়ে রাস্তা পারাপার করছিলেন, তখনই মোটর বাইক ধাক্কা মারে।

সাহিত্য বাসর
পটাশপুরের আড়গোয়ালের ১৪ নম্বর অঞ্চল এলাকায় মালঞ্চ সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে সাহিত্য বাসর অনুষ্ঠিত হল বুধবার বিকালে। সেখানে সংবর্ধনা দেওয়া হয় কবি মৃত্যুঞ্জয় দাস ও সমাজসেবী সর্বেশ্বর জনাকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাহিত্যিক মন্মথ দাস।

বার্ষিক অনুষ্ঠান
গড়বেতা-৩ ব্লকের পঞ্চগ্রামী সারদামণি বিদ্যাপীঠের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হল মঙ্গলবার। ছিলেন বিধায়ক শ্রীকান্ত মাহাতো, স্কুল পরিদর্শক কুলজিৎ সিংহ সর্দার।

কোথায় কী


শিবির। মেদিনীপুর শহরের নিমতলায় স্বেচ্ছায় রক্তদান শিবির। সকাল সাড়ে ৯টায়।
উপস্থিত থাকবেন মহকুমাশাসক (সদর) অমিতাভ দত্ত।

অনুষ্ঠান। মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান
এবং পুরস্কার বিতরণ সভা। সঙ্গে নবীনবরণ অনুষ্ঠানও। সকাল ১১টায়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.