টুকরো খবর
অভিনব ক্যুইজ প্রতিযোগিতা
সাধারণ ক্যুইজ প্রতিযোগিতার চল সর্বত্রই রয়েছে। তবে পরীক্ষা নির্ভর ক্যুইজ দেখা যায় না সচরাচর। এ বার জেলা জুড়ে সেই অভিনব ক্যুইজ প্রতিযোগিতায় উদ্যোগী হল পশ্চিম মেদিনীপুর সায়েন্স সেন্টার। বুধবার খড়্গপুরের ইন্দা কৃষ্ণলাল শিক্ষা নিকেতনে ছিল সেই প্রতিযোগিতারই প্রথম দিন। ওই দিন প্রতিযোগিতায় যোগ দেয় বালিচক, মাদপুর, খড়্গপুরের ১২টি বিদ্যালয়ের দশম এবং একদশ শ্রেণির পড়ুয়ারা। অনুষ্ঠানে ছিলেন সায়েন্স সেন্টারের সম্পাদক সুচাঁদ পান, প্রাক্তন অধ্যাপক সুভাষ সামন্ত, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ ঘোষ প্রমুখ। মূলত পদার্থবিদ্যা ও রয়াসনের ওপরেই ছিল ওই ক্যুইজ। হাতে কলমে বেশ কিছু মডেল পরীক্ষা করে দেখানোর পর সেই পরীক্ষা থেকেই খুঁটিনাটি প্রশ্ন করা হয়। সুচাঁদ পান বলেন, “জেলার ৫টি স্কুলে আমরা এই প্রতিযোগিতা করব। সেখান থেকেই উঠে আসা পড়ুয়াদের নিয়ে ২৮ ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবসে মেদিনীপুর কলেজে ফাইনাল প্রতিযোগিতা হবে।”

মৃত ভ্যান চালক
সব্জি নিয়ে যাওয়ার পথে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক পিক-আপ ভ্যানের চালকের। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর গ্রামীণ এলাকার নিমপুরায়। মৃত যুবক সাবির আলি মণ্ডলের (৩০) বাড়ি হাওড়ার শেখপাড়ায়। তিনি ওই গাড়ির চালক। জখম হন তাঁর সঙ্গী খালাসিও। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন রাতে ৬ নম্বর জাতীয় সড়কের খড়্গপুরের সাদাতপুর এলাকায় নিমপুরা রেল সেতুর কাছে দ্রুত গতিতে ঝাড়গ্রামের দিক থেকে আসছিল ওই ঘাতক লরিটি। সেই সময়েই উল্টো দিক থেকে সব্জি বোঝাই করে ঝাড়গ্রামের দিকে যাচ্ছিল পিক-আপ ভ্যানটি। বেপরোয়া ভাবে চালানোর সময় লরিটি হঠাৎই ওই সেতুর কাছে মুখোমুখি ধাক্কা মারে পিক-আপ ভ্যানে। সংঘর্ষের তীব্রতায় দু’টি গাড়িই উল্টে যায়। গুরুতর জখম হন পিক-আপ ভ্যান চালক সাবির আলি ও খালাসি। তাঁদের খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় চালকের। পুলিশ লরিটিকে আটক করে।

নবস্বাক্ষরদের ক্রীড়া অনুষ্ঠান
ক্রীড়া প্রতিযোগিতায় জেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা।—নিজস্ব চিত্র।
নবস্বাক্ষরদের জেলা স্তরের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হল বুধবার। পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লক ও পুরসভাতে আগেই এই প্রতিযোগিতা হয়েছিল। এ দিন বিজয়ীদের নিয়ে জেলাস্তরের প্রতিযোগিতাটি হল মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে। ১২৯ জন প্রতিযোগী যোগ দিয়েছিলেন। ১০০ মিটার দৌড়, তীরন্দাজি, হাঁড়ি ভাঙা-সহ ২৪টি ভাবে ক্রীড়া প্রতিযোগিতা হয়। আর লোকসঙ্গীত, লোকনৃত্য এবং আবৃত্তি -তিনটি বিভাগে সাংস্কৃতিক প্রতিযোগিতা। ক্রীড়ার ২৪টি বিভাগ থেকে ২৪ জন, আবৃত্তিতে ১ জন ও লোকসঙ্গীত এবং লোকনৃত্যের দল মিলিয়ে ১৬ জন অর্থাৎ ৪১ জন রাজ্যস্তরের প্রতিযোগিতাতে যোগ দেবেন। রাজ্যস্তরের প্রতিযোগিতাটি এ বার বাঁকুড়াতে হচ্ছে। এ মাসেরই ১৮ ও ১৯ তারিখ প্রতিযোগিতাগুলি হবে। জেলার প্রতিযোগীদের মধ্যে বেশিরভাগ পুরস্কার পেয়েছে চন্দ্রকোনা ও মেদিনীপুর পুরসভা। ছিলেন জেলাশাসক গুলাম আলি আনসারি, জেলা সভাধিপতি উত্তরা সিংহ, দুই অতিরিক্ত জেলাশাসক পাপিয়া ঘোষ রায়চৌধুরী, বাসব বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের উপসচিব পীযূষকান্তি ভট্টাচার্য, জেলা গ্রন্থাগার আধিকারিক ইন্দ্রজিৎ পান।

খড়্গপুরে ‘চায়ে পে চর্চা’
বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর ‘চায়ে পে চর্চা’ শুনতে খুব একটা ভিড় হল না বহু ভাষাভাষির শহর খড়্গপুরে। দেশের ২২টি শহরের যে ৬৯টি চায়ের স্টলে এ দিন মোদীর বার্তা সরাসরি সম্প্রচারের ব্যবস্থা ছিল, তার মধ্যে খড়্গপুরেরও চারটি ছিল। ভিড় না হলেও সাড়া পড়েছিল ভালই। এ দিন ছোটট্যাংরায় রাস্তা দিয়ে যাওয়ার সময় ‘চায়ে পে চর্চা’ দেখতে দাঁড়িয়ে পড়েছিলেন স্থানীয় বাসিন্দা প্রদীপকুমার দত্ত। তিনি বলেন, “আমি অন্য একটা কাজে যাচ্ছিলাম। লোকজন দেখে দাঁড়িয়ে গেলাম। এই রকম ভাবেও যে প্রচার করা যায়, ভাবতে পারিনি। সঙ্গে চা পেলাম এক কাপ।” দলগত ভাবে এ দিন বিজেপি-র তেমন কিছু করার না থাকলেও জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায় মেনে নেন, “অভিনব উদ্যোগ। এ বার গ্রামেগঞ্জেও এই ভাবে প্রচার করার বিষয়টি ভাবা হচ্ছে।” তথ্য দেবমাল্য বাগচি, ছবি রামপ্রসাদ সাউ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.