দুই প্রধানের দুই হাইপ্রোফাইল কোচ। কিন্তু দু’জনই এ মরসুমে তেমন সাফল্য পাননি। প্রথম জন আর্মান্দো কোলাসোআড়াই মাসের ইস্টবেঙ্গল কোচিং কেরিয়ারে লাল-হলুদকে দিতে পেরেছেন কেবল কলকাতা লিগ। আর গোটা মরসুম কোচিং করিয়ে মোহনবাগানে করিম বেঞ্চারিফার ট্রফির ভাঁড়ার শূন্য।
দুই প্রধানের ‘হট সিট’ যে আর্মান্দো, করিম কারও কাছেই স্বস্তিদায়ক নয়, তা পরিষ্কার তাঁদের নিজেদের কথাতেই। আর্মান্দো বলছেন, “বাকি তেরো ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে আই লিগ ইস্টবেঙ্গলে আনতে চাই। তার পর আর দায়িত্বে থাকব না।” করিমও বলছেন, “পরের মরসুমে কোনও ভাবেই মোহনবাগানের দায়িত্ব নেব না।”
বৃহস্পতিবার শিল্ডে তৃতীয় হওয়ার ম্যাচে র্যান্টির ইউনাইটেড স্পোর্টসের মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। আই লিগের কথা ভেবে এই ম্যাচে মোগা, ডিকা, রবার্টকে বিশ্রাম দিতে পারেন কোচ। খেলিয়ে দেখে নেওয়া হতে পারে মেহতাব, গুরবিন্দরদের। ধানমন্ডির কাছে হারের পর দলের ফর্মেশন আর এক সতীর্থকে (সুয়োকা) নিয়ে নেতিবাচক মন্তব্য করার চব্বিশ ঘণ্টার মধ্যে ইস্টবেঙ্গল কর্তারা সতর্ক করলেন চিডিকে। ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্য বললেন, “দল এবং সতীর্থ নিয়ে প্রচারমাধ্যমে বিবৃতি দেওয়ার জন্য সতর্ক করেছি চিডিকে। ভবিষ্যতে ফের এ রকম ঘটলে ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” চিডির মন্তব্যকে আবার গুরুত্ব দিচ্ছেন না কোচ আর্মান্দো। “ওটা চিডির ব্যক্তিগত মত। আই লিগে চিডির মতো স্কোরারকে দরকার। ওর সঙ্গে কথা বলব।”
|
|
|
...এই টিম নিয়ে এর থেকে ভাল কিছু
করা সম্ভব নয়।
পরের মরসুমে কোনও
ভাবেই মোহনবাগানের দায়িত্ব নেব না।
করিম বেঞ্চারিফা |
...বাকি তেরো ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে
আই লিগ ইস্টবেঙ্গলে আনতে চাই।
তার পর আর দায়িত্বে থাকব না।
আর্মান্দো কোলাসো |
|
শিল্ডে ব্যর্থতার জন্য এ দিন কোচের সঙ্গে আলোচনায় বসেছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। আলোচনার পরে অবশ্য কোচের পাশেই কর্তারা। আর্মান্দোর ব্যাখ্যা, ধানমন্ডি ম্যাচে কুড়ি মিনিটের মধ্যেই দু’গোল খাওয়ায় ছন্দ নষ্ট হয়ে গিয়েছিল। তাঁর কথায়, “ফুটবলাররা সকলেই পেশাদার। ওদের এত ভুলভ্রান্তি হওয়া কাম্য নয়। আই লিগ জেতার দৌড়ে রয়েছে ক্লাব। তার জন্য ছেলেদের মোটিভেট করতে হবে।” ইস্টবেঙ্গলের অন্যতম শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলেন, “আমরা কোচের পাশে রয়েছি। দেশের সেরা দল, কোচ আমাদের। কিন্তু প্রত্যাশামতো সাফল্য আসছে না। তবে দু’টো টুর্নামেন্টে ব্যর্থ হলেও ফুটবলারদের উপর আস্থা হারাচ্ছি না। আশা রাখি, ওরাও আই লিগ জিতে আমাদের আস্থার মর্যাদা দেবে।”
আই লিগে পরিবর্তিত সূচিতে ১৮ ফেব্রুয়ারি গোয়ায় সুভাষ ভৌমিকের চার্চিলের বিরুদ্ধে এ যাত্রায় লড়াই শুরু ইস্টবেঙ্গলের। চার্চিল টিডি এ দিন গোয়া থেকে ফোনে বললেন, “ইস্টবেঙ্গল ম্যাচের জন্য কাল থেকেই প্রস্তুতি শুরু করে দিচ্ছি।” তবে বিমান টিকিটের সমস্যায় ম্যাচটা এক দিন এগিয়ে নিয়ে আসার জন্য অনুরোধ করেছেন ইস্টবেঙ্গল কর্তারা।
ইস্টবেঙ্গলে যখন উঠে দাঁড়ানোর প্রস্তুতি চলছে পুরোদমে, তখন মোহনবাগানের ব্যর্থতার জন্য সরাসরি কর্তাদের দিকে আঙুল তুললেন কোচ। “যে ফুটবলারদের চেয়েছিলাম তাদের পাইনি। দেবাশিস দত্ত দায়িত্ব ছাড়ার পর কোনও কর্তা এসে টিমের খোঁজ নেননি। ব্যর্থতার দায় আমার একার কী করে হয়?” বললেন করিম। বুধবার অনুশীলন করিয়ে সাংবাদিকদের করিম আরও বলেন, “এই টিম নিয়ে এর থেকে ভাল কিছু করা সম্ভব নয়।” ওডাফা প্রসঙ্গেও আর রাখঢাক করছেন না মোহন কোচ। “ওডাফা কেন প্রি-সিজন কন্ডিশনিং ক্যাম্পে দেরি করে এসেছিল সেটা কর্তারাই জানেন। আমি নই,” বলে দেন করিম। কোচের হঠাৎ ক্ষোভ আই লিগের বাকি ন’ম্যাচে সবুজ-মেরুন ফুটবলারদের ওপর কী প্রভাব ফেলে, দেখার! |
বৃহস্পতিবার আইএফএ শিল্ড (তৃতীয় স্থানের ম্যাচ)
ইস্টবেঙ্গল-ইউনাইটেড স্পোর্টস (যুবভারতী, ৬-০০)। |