|
|
|
|
মোদীর সভা নিয়ে তুমুল ব্যস্ততা আগরতলায় |
নিজস্ব সংবাদদাতা • আগরতলা
১২ ফেব্রুয়ারি |
মোদীর সভায় আয়োজনে ব্যস্ত আগরতলা।
জেলায় জেলায় প্রচারে নেমেছে রাজ্য বিজেপি। ভিড় টানতে ‘মোদী টি স্টল’ শুধু নয়, পোস্টার-ফেস্টুনে ঢেকেছে ত্রিপুরার বিভিন্ন প্রান্ত। বিধানসভা কেন্দ্রগুলিতে ছোট জনসভার আয়োজন করছে দলের ‘মণ্ডল কমিটি’। দলের রাজ্য সভাপতি সুধীন্দ্র দাশগুপ্ত দাবি করছেন, ২২ ফেব্রুয়ারি আগরতলার আস্তাবল ময়দানে নরেন্দ্র মোদীর সমাবেশে লক্ষাধিক মানুষ হাজির হবেন।
বিরোধী রাজনৈতিক দলগুলি মোদীর ত্রিপুরা সফরকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে অভিযোগ তুলেছেন দলের উত্তর-পূর্বের দায়িত্বপ্রাপ্ত নেতা তথা প্রাক্তন সাংসদ এস এস অহলুওয়ালিয়া। আজ তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী পদে মোদীর অভিষেক ঠেকাতে কংগ্রেস-সহ বিরোধী শক্তি সমস্ত রকমের ব্রহ্মাস্ত্র প্রয়োগ করছেন। কিন্তু তাতে লাভ হবে না।” তিনি জানান, দেশের মানুষ এ বার কেন্দ্রে পরিবর্তন চাইছেন। মোদীর নেতৃত্বেই পরবর্তী সরকার গঠন হবে।
পাশাপাশি, রাজ্যের সিপিএম সাংসদদেরও সমালোচনা করেন অহলুওয়ালিয়া। তাঁর প্রশ্ন, ত্রিপুরার সমস্যা নিয়ে সংসদের অধিবেশনে কত দিন সরব হয়েছেন সিপিএম নেতারা? তিনি বলেন, ‘‘পরিবর্তনের ঝড় তুলতেই উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে আসছেন মোদী।’’ দলীয় সূত্রের খবর, আগরতলার ছাড়া ওই দিনই অরুণাচল প্রদেশের পাসিঘাট এবং অসমের শিলচরে সভা করবেন মোদী। আন্তর্জাতিক স্তরে মোদীর গ্রহণযোগ্যতা নিয়ে ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত বিজেপি-র অন্য নেতা বিজয় জোলির মন্তব্য, ‘‘এখন আমেরিকাও মোদীর সঙ্গে দেখা করতে ব্যস্ত হয়েছেন। তাহলে আর কী বাকি থাকল!’’আগরতলায় নরেন্দ্র দামোদরদাস মোদীর ‘নব চেতনা র্যালি’ নিয়ে সরগরম সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিও। |
|
|
|
|
|