|
|
|
|
টুকরো খবর |
বিজিবি-র সঙ্গে বৈঠক বিএসএফের
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে সে দেশের মাটিতে ভারতে সক্রিয় জঙ্গি শিবিরের প্রসঙ্গকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেবে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। ২৩ ফেব্রুয়ারি মেঘালয়ের দাওকিতে ওই বৈঠক হতে চলেছে। বিএসএফ সূত্রের খবর, ইতিমধ্যেই দু’টি দেশের সীমান্ত রক্ষী বাহিনী, আলোচনার বিষয়বস্তু নিয়ে (অ্যাজেন্ডা) নথি বিনিময় করেছে। জঙ্গি-সমস্যা, জাল নোট পাচার, মানুষ পাচার-সহ একগুচ্ছ বিষয়ে বাংলাদেশের ‘বর্ডার গার্ডস’-এর (বিজিবি) সঙ্গে মতবিনিময় করতে চায় বিএসএফ। উল্লেখ্য, গত বছর ২৩ নভেম্বর মিজোরামে কর্মরত টেলিকম সংস্থার কর্মী দীপ মণ্ডলকে অপহরণ করে জঙ্গিরা। পুলিশ ও সেনা বাহিনীর অনুমান, তাঁকে বাংলাদেশের কোনও জঙ্গলে জঙ্গি শিবিরে রাখা হয়েছে।
|
কমিশনের অভিযোগ উড়িয়ে দিলেন গগৈ |
পুলিশের কাজে স্বচ্ছতা আনার জন্য অসম সরকার যে পুলিশ দায়বদ্ধতা আয়োগ (পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশন) গড়েছে, সেই কমিশনই পুলিশের দুর্নীতি ও কিছু পুলিশকর্তার হাতে জমা কালো টাকার সমালোচনা করে দুষল রাজ্য স্বরাষ্ট্র দফতরকে। কিন্তু আয়োগের অভিযোগ প্রসঙ্গে ডিজি বললেন, “নির্দিষ্ট কোনও অফিসারের নামে অভিযোগ আসেনি।” আর স্বরাষ্ট্র বিভাগের ভার যার কাঁধে, সেই মুখ্যমন্ত্রী উল্টে আয়োগের কর্তাদেরই সমালোচনা করে বললেন, “ওদের তথ্য ভুল। অভিযোগও ভিত্তিহীন।” আয়োগের তরফে বলা হয়, অসম পুলিশের বহু কর্তা ও কর্মী অনৈতিকভাবে অর্থ উপার্জন করছেন। অনেকেই কালো টাকার মালিক। এমন কী সরাসরি স্বরাষ্ট্র দফতরের প্রতি আঙুল তুলে বলা হয়, দোষী পুলিশকর্তাদের বিরুদ্ধে স্বরাষ্ট্র দফতরে জানিয়েও লাভ হয়নি। তাদের প্রশ্রয় দিচ্ছে সরকার। মুখ্যমন্ত্রী আয়োগের রিপোর্ট উড়িয়ে দিয়ে বলেন, “বিচারপতিদেরও বহু ভুল হয়। আয়োগের রিপোর্টে যা লেখা রয়েছে সেই সব মোটেই সঠিক তথ্য নয়।”
|
কংগ্রেসে ভোট |
গুয়াহাটি লোকসভা কেন্দ্রে প্রার্থী বাছাইয়ের জন্য আজ গুয়াহাটির রুদ্র সিংহ স্পোর্টস কমপ্লেক্সে ভোট দিলেন কংগ্রেসের নেতা-কর্মীরা। ভোটে জিতে কে প্রার্থী হতে চলেছেন তা দিল্লি থেকে ঘোষণা করা হবে। বর্তমানে এই কেন্দ্র বিজেপির দখলে। গুয়াহাটির জন্য প্রার্থী হতে চেয়ে ববিতা শর্মা, জুরি শর্মা বরদলৈ, মানস বরা, বলিন বরদলৈ, অনুপম বরদলৈ, পঙ্কজ বরবরা ও মুনমি দত্ত আবেদন করেন। রাহুল গাঁধী দেশের ১৬টি কেন্দ্রে নেতা-কর্মীদের ভোটে প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার মধ্যে গুয়াহাটিও ছিল। ১০টি বিধানসভা সমষ্টির নেতা-সদস্য মিলিয়ে বুধবার সহস্রাধিক কংগ্রেস কর্মী গুয়াহাটির প্রার্থী বাছাই পর্বে ভোট দেন।
|
মামলা রুখতে |
দেশের মূল ভূখণ্ডে উত্তর-পূর্বের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থের মামলা দায়ের করলেন সাত আইনজীবী। এঁদের মধ্যে কয়েকজন আবার উত্তর-পূর্বেরই মানুষ। প্রধান বিচারপতি পি সদাশিবম এই আবেদনটি গ্রহণ করে শুক্রবার শুনানির দিন ধার্য করেছেন। সম্প্রতি দিল্লিতে অরুণাচলের ছাত্র নিদো টানিয়ার হত্যার প্রেক্ষিতেই মামলাটি দায়ের করা হয়েছে। আবেদনকারীদের তরফে মুকুল রোহাতগি ও দীক্ষা রাই জানান, উত্তর-পূর্বের মানুষ মূল ভূখণ্ডে এসে বর্ণবিদ্বেষের শিকার হচ্ছেন। তা বন্ধে কেন্দ্র বা রাজ্য কোনও উদ্যোগ নেয়নি। বর্ণবিদ্বেষ রুখতে যথেষ্ট শক্ত আইনও নেই। এ নিয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চান আবেদনকারীরা।
|
দুর্ঘটনায় মৃত ৪ |
গাড়ি দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। আজ সকালে অসমের দেরগাঁওতে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, বালিজান এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তীব্রবেগে পথের পাশে, গাছে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তিন মহিলা আরোহী ও এক শিশুর মৃত্যু হয়। চালকের অবস্থাও সংকটজনক। পুলিশ জানিয়েছে, গাড়ির চালক লীলাপ্রসাদ বরঠাকুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় মৃত চারজনের দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। |
|
|
|
|
|