টানা তিন মাস কমলো শিল্পোৎপাদন।
বৃদ্ধি দূরের কথা, অক্টোবর মাস থেকে সরাসরি পড়তির দিকে উৎপাদন। বুধবার প্রকাশিত পরিসংখ্যান অনুসারে ২০১২-র ডিসেম্বরে উৎপাদন কমলো ০.৬%। এর আগে নভেম্বরে তা কমেছে ১.৩% (সংশোধিত), অক্টোবরে ১.৬%। সরকারি সূত্রে খবর, কারখানার উৎপাদন কমাতেই তলানিতে নামছে শিল্পোৎপাদন। শিল্প বৃদ্ধির হার হিসাবে কারখানার উৎপাদনের গুরুত্ব ৭৫%। ডিসেম্বরে এ ক্ষেত্রে উৎপাদন কমেছে ১.৬%। আগের বছর তা কমেছিল ০.৮%।
এর মধ্যেই আশার আলো দেখিয়েছে খুচরো বাজারের মূল্যবৃদ্ধি। জানুয়ারিতে তা কমে ছুঁয়েছে ৮.৭৯%। গত দু’বছরে সবচেয়ে নীচে। ক্রেতার মূল্য সূচকের ভিত্তিতে হিসাব করা এই হার ডিসেম্বরে আগের মাসের ১১.১৬% থেকে কমে হয়েছিল ৯.৮৭%। খাদ্য সামগ্রীর দাম কমার জেরেই কমেছে এই মূল্যবৃদ্ধি।
এ দিকে শেয়ার বাজার বন্ধ হওয়ার পর শিল্প বৃদ্ধির পরিসংখ্যান প্রকাশিত হওয়ায় তার প্রভাব পড়েনি সূচকের উপর। সেনসেক্স ৮৫ পয়েন্ট বেড়ে পৌঁছেছে ২০,৪৪৮.৪৯ পয়েন্টে।
বালকো শেয়ার। বালকোয় কেন্দ্রের হাতে থাকা অবশিষ্ট ৪৯% শেয়ার নিলামের মাধ্যমে বিক্রিতে সায় দিল মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি। এতে কেন্দ্রের হাতে আসবে অন্তত ৩ হাজার কোটি টাকা। এখন লন্ডন ভিত্তিক বেদান্তের হাতে রয়েছে বালকো-র ৫১% শেয়ার। বেদান্তর পরিচালন পর্ষদ বাকি সরকারি শেয়ার ৩০২৬.১৪ কোটি টাকায় কিনে নিতে ইতিমধ্যেই শেয়ার-হোল্ডারদের সায় পেয়েছে। |