চলতি আর্থিক বছরের প্রথম ন’মাসে আগের বারের থেকে কোল ইন্ডিয়ার নিট মুনাফা ৭.২৭% কমে হয়েছে ১০,৬৭৭.৪৯ কোটি টাকা। যদিও উৎপাদন আগের বারের থেকে ৩.৩৩% বেড়ে দাঁড়িয়েছে ৩০.৮৯ কোটি টন, তবে তা ৩৩.৪৪ কোটির লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি।
এক দিকে উৎপাদনের খরচ বাড়া, অন্য দিকে নিট হিসাবে বিক্রি বাবদ আয় কমায় নিট মুনাফায় টান পড়েছে বলে জানান কোল ইন্ডিয়ার চেয়ারম্যান এস নরসিংহ রাও। সংস্থার ডিরেক্টর (ফিনান্স) এ চট্টোপাধ্যায় বলেন, “দেশের আর্থিক হাল খারাপ হয়ে পড়ার প্রভাবই পড়েছে কোল ইন্ডিয়ার আর্থিক ফলাফলে।”
|
লগ্নিকারীদের যে ২২,৮৮৫ কোটি টাকা মিটিয়েছে বলে দাবি করেছে সহারা। তবে সে সংক্রান্ত যাবতীয় লেনদেন কী করে নগদে হল বলে মঙ্গলবারই প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। বুধবার জবাবে সংস্থা জানাল, নানা সময়ে ব্যাঙ্কে টাকা রাখতে গিয়ে বা নিজেদেরই বিভিন্ন শাখার মধ্যে লেনদেন করতে গিয়ে ডাকাতি, ছিনতাইয়ের মতো ঘটনায় তাদের বহু কর্মী আহত হয়েছেন ও মারা গিয়েছেন। এই অবস্থা এড়াতেই সংস্থা সহজ ও নিরাপদ ‘নগদ লেনদেন’ নীতি মেনে কাজ করে। আর যেহেতু দেশে সহারার ৪৭০০টিরও বেশি দফতর, তাই বড় অঙ্কের লেনদেন সম্ভব। সংস্থার আরও দাবি, তাদের বহু ছোট লগ্নিকারীরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। তাই তাঁরা নগদে লগ্নি করতে ও টাকা ফেরত পেতে চান। |