টুকরো খবর |
আইডিবিআই মিউচুয়াল ফান্ডের নয়া প্রকল্প |
যে-সব লগ্নিকারী মাঝারি থেকে দীর্ঘ মেয়াদে বিনিয়োগে আগ্রহী, তাঁদের জন্য ঋণপত্র নির্ভর নয়া প্রকল্প আনল আইডিবিআই মিউচুয়াল ফান্ড। সংস্থার ‘ডেট অপরচুনিটিজ ফান্ড’টি ওপেন এন্ডেড। বিভিন্ন কর্পোরেট বন্ডে এই ফান্ডের টাকা খাটানো হবে। বিনিয়োগকারীরা গ্রোথ এবং ডিভিডেন্ড-এর মধ্যে থেকে যে-কোনও একটিকে বেছে নিতে পারবেন। প্রাথমিক ভাবে প্রকল্পটিতে লগ্নি করা যাবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এর পর ১১ মার্চ থেকে ফান্ডটি আবার লগ্নিকারীদের জন্য খুলে দেওয়া হবে।
|
রাজীব গাঁধী ইক্যুইটি সেভিংস স্কিম |
|
রাজীব গাঁধী ইক্যুইটি সেভিংস স্কিম-এর অধীনে দ্বিতীয় দফায় (সিরিজ-২) নয়া প্রকল্প এনেছে এইচডিএফসি মিউচুয়াল ফান্ড। এটি ৩ বছরের ক্লোজড এন্ডেড প্রকল্প। কোনও দিন শেয়ার বাজার বা ডেরিভেটিভে লেনদেন করেননি ও মিউচুয়াল ফান্ডে টাকা রাখেননি, এমন লগ্নিকারীদের কথা মাথায় রেখেই মূলত এই প্রকল্প আনা হয়েছে। কারণ, এই নতুন লগ্নিকারীরা আয়কর আইনের ৮০-সিসিজি ধারায় করছাড়ের সুবিধা পাবেন। তবে রোজগার হতে হবে বছরে ১২ লক্ষ টাকা বা তার কম। অন্য লগ্নিকারীরাও বিনিয়োগ করতে পারবেন। কিন্তু তাঁরা করছাড়ের সুবিধা পাবেন না। প্রকল্পে ন্যূনতম লগ্নি ৫,০০০ টাকা। বিনিয়োগ করা যাবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
|
ম্যাক্স লাইফের নয়া জীবনবিমা |
নতুন বছরে বাজারে মোট ২০টি নয়া জীবনবিমা প্রকল্প আনার কথা জানাল ম্যাক্স লাইফ ইনশিওরেন্স। বিমা নিয়ন্ত্রক আইআরডিএ-র নয়া নীতি মেনেই প্রকল্পগুলি তৈরি করা হয়েছে বলে দাবি সংস্থার। এর মধ্যে বেশ কিছু প্রকল্পে ইতিমধ্যেই সায় দিয়েছে আইআরডিএ। সংস্থার আরও দাবি, জীবনের বিভিন্ন ধাপে চাহিদার কথা মাথায় রেখেই আলাদা করে সুরক্ষা, অবসর, সঞ্চয় প্রকল্প এনেছে তারা। এ ছাড়াও রয়েছে চাইল্ড প্ল্যান ও অন্যান্য রাইডারের সুবিধা। |
|